মসজিদে ছালাতের ফযীলত। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

মসজিদে ছালাতের ফযীলত। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

মসজিদে ছালাতের ফযীলত। | ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

০১. রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, আল্লাহর নিকটে প্রিয়তর স্থান হলো মসজিদ এবং নিকৃষ্টতর স্থান হলো বাজার।"

০২. 'যে ব্যক্তি সকালে-সন্ধায় (অর্থাৎ‍ পাঁচ ওয়াক্ত ছালাতে) মসজিদে যাতায়াত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মেহমানদারী তৈরী রাখেন'।

০৩. কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে যে সাত শ্রেণীর লোক আশ্রয় পাবেন, তাদের এক শ্রেণী হলেন ঐ সকল ব্যক্তি যাদের অন্তর মসজিদের সাথে লটকানো থাকে। যখনই বের হয়, পুনরায় ফিরে আসে।

০৪. ঘরে অথবা বাজারে একাকী ছালাতের চেয়ে মসজিদে জামা'আতে ছালাত আদায়ে ২৫ বা ২৭ গুণ ছওয়াব বেশী পাওয়া যায়।

যখন কোনো মুছল্লী সুন্দরভাবে ওযূ করে এবং স্রেফ ছালাতের উদ্দেশ্যে ঘর হতে বের হয়, তখন তার প্রতি পদক্ষেপে আল্লাহর নিকটে একটি করে নেকী হয় ও একটি করে মর্যাদার স্তর উন্নীত হয় ও একটি করে গোনাহ ঝরে পড়ে।

যতক্ষণ ঐ ব্যক্তি ছালাতরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দো'আ করতে থাকে ও বলে যে, 'হে আল্লাহ তুমি তার উপরে শাস্তি বর্ষণ কর'। 'তুমি তার উপরে অনুগ্রহ কর'।

যতক্ষণ সে কথা না বলে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আরও বলতে থাকে, 'হে আল্লাহ তুমি তাকে ক্ষমা কর' তুমি তারবতওবা কবুল কর'।

দলিল সমূহ:

০১. মুসলিম, মিশকাত হা/৬৯৭।

০২. মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬৯৮।

০৩. মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭০১।

০৪. মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/৭০২, হা/১০৫২; মুসলিম, মিশকাত হা/১০৭২। অত্র হাদীছে মসজিদ, বাড়ী ও বাজারের তুলনামুলক গুরুত্ব বুঝানো হয়েছে। মসজিদ কেবল ছালাতের জন্যই নির্ধারিত। সেকারণ তার গুরুত্ব নিঃসন্দেহে বেশী। সেখানে একাকী ফরয ছালাত আদায় করলে অন্য স্থানে একাকী পড়ার তুলনায় নেকী বেশী হওয়া স্বাভাবিক। অনুরূপভাবে বাড়ীতে বা বাজারে জামা'আতে ছালাত আদায় করলে তাতে একাকী ছালাত আদায়ের চেয়ে নেকী অবশ্যই বেশী হবে ইনশাআল্লাহ। =ওবায়দুল্লাহ মুবারকপুরী, মির'আত ১/৫৬০।

উৎস:

বই: সালাতুর রাসূল (সা:)।
লেখক: ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন