মহিলাদের কাম উত্তেজনা যেভাবে জাগাতে হয়।

অনেক পুরুষ নিজ স্ত্রীর সাথে কেবল সহবাস করলেই তার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন হয়েছে বলে ধারণা করে থাকে। আসলে তা নয়।

বরং সহবাসের সাথে আরো অনেক কিছু সম্পৃক্ত রয়েছে। সহবাসের সাথে যেসব বিষয় সম্পৃক্ত তন্যধ্যে নারীর দেহের বিশেষ কিছু স্থান মর্দন করা বা টিপা'ও একটি উল্লেখযোগ্য বিষয়।

মহিলাদের কাম উত্তেজনা যেভাবে জাগাতে হয়।

নারীর কোন কোন স্থান মর্দন করলে তাদের মন খুশি হয় ও তাদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়, তা নিম্নে উল্লেখ করা হলো-

নারীর দেহে মর্দন বা টিপুনীর স্থানসমূহ-

১। দু'টি কাঁধ।

২। মাথা।

৪। পাছা।

৫। পিঠ।

৩। স্তনবৃত্ত।

৬। স্তন দু'টির বোটা হালকাভাবে ডলাডলি করা।

৭। তলপেটে হালকাভাবে হাতের ছোয়া দেয়া।

মহিলাদের কাম উত্তেজনা যেভাবে জাগাতে হয়।

নিম্নলিখিত উপায়গুলো অবলম্বন করলে অতি দ্রুত মহিলাদের কাম উত্তেজনা বৃদ্ধি পাবে। যথা-

১। মুখ, কপাল, গাল ইত্যাদি স্থানে ঘনঘন চুম্বন করা ও ধীরে ধীরে ঘর্ষণ করা।

২। সহবাসের পূর্বে মহিলার দেহের বিভিন্ন স্থান স্পর্শ করা। ধীরে ধীরে তা নাড়াচাড়া করলেও কাম উত্তেজনা জেগে উঠে।

৩। মহিলাদের যৌন ইন্দ্রিয়গুলো স্পর্শ, ঘর্ষণ ও মর্দন করলেও উত্তেজনা শুরু হয়ে যায়।

৪। বিশেষ করে স্তন ও ভগাঙ্কুল মর্দনে কাম উত্তেজনা জাগার সহায়ক।

৫। প্রয়োজনে সীমার ভেতর আঘাত, দংশন বা নিপীড়ন করা চলে।

সহবাসের আগে স্ত্রীকে ভালোভাবে উত্তেজিত করা একান্ত আবশ্যক। অন্যথায় স্ত্রীর অতৃপ্তি থেকে যেতে পারে।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।


Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports