সহবাসের সময় নিষিদ্ধ কার্যাবলী।

সহবাসের সময় নিষিদ্ধ কার্যাবলী।

সহবাসের সময় স্ত্রীর যৌনাঙ্গের দিকে তাকাবে না, তাতে চোখের জ্যোতি কমে যায়।

সহবাসের অবস্থায় বাজে কথা-বার্তা বলবে না। তাতে সন্তান জন্ম হলে তার ক্ষতির সম্ভবনা থাকে।

সহবাসের সময় নিষিদ্ধ কার্যাবলী।

সম্পূর্ণ উলঙ্গ হয়ে কিংবা দাঁড়িয়ে সহবাস করা যদিও জায়েয তবে এ পদ্ধতিটি অবলম্বন না করাই উত্তম। 

সহবাসকালে উন্মাদনায় স্ত্রীর গালে বা ঠোঁটে এমনভাবে দংশন করবে না যাতে দাগ পড়ে যায়। উহা স্ত্রীর লজ্জার কারণ হবে।

স্ত্রীর সাথে সহবাসকালে যৌন-উন্মাদনায় অতি জোরে লিঙ্গ দ্বারা স্ত্রীর যৌনাঙ্গে চাপ দিবে না, তাতে স্ত্রী-অঙ্গ ক্ষত হয়ে রক্ত ক্ষরণ হতে পারে। যাতে আনন্দের পরিবর্তে নিরানন্দ বেশী হয়ে থাকে।

স্ত্রীকে স্বামীর দেহের উপরে তুলে উল্টা নিয়মে সঙ্গম করবে না, তাতে উভয়ের স্বাস্থ্যহানি ঘটে থাকে।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন