স্ত্রী সহবাসের দোয়া বাংলায়।

স্ত্রী সহবাসের ইসলামিক দোয়া।

স্বামী কর্তৃক স্ত্রীকে সহবাসের মাধ্যমে স্ত্রীর কামনা বাসনার চরম মুহূর্তে উত্তেজনায় উন্মাদিনী হয়ে যখন তার দেহ-মন এলিয়ে দিবে, তখনই সুযোগ বুঝে স্বামী তার অঙ্গ স্ত্রী-যোনীতে প্রবেশ করিয়ে মনোস্কামনা পুরা করতে থাকবে এবং উভয়ে চরম তৃপ্তি লাভ করবে, আনন্দিত হবে।

স্ত্রী সহবাসের দোয়া বাংলায়।

কিন্তু এ সময় সহবাসের দোয়াটি ভুলে গেলে চলবে না। মুসলিম দম্পতিকে অবশ্যই আল্লাহর ইবাদত কার্যে রত হওয়ার পূর্বে সহবাসের দোয়া পাঠ করা কর্তব্য।

স্ত্রী সহবাসের দোয়া আরবী:

النهر أغنى ولدا صالحا - اللهم جنبنا الشيطان

وجنب الشيطان ما رزقتنا

স্ত্রী সহবাসের দোয়া বাংলা উচ্চারণ:

আল্লাহুম্মা আ'তিনী ওয়ালাদান ছ-লিহান। আল্লাহুম্মা জান্নিবনাশ

শাইত্ব-না ওয়া জান্নিবিশ শাইত না মিম্মা রাযাকতানা।


বাংলা অর্থ: হে আল্লাহ্! আমাকে সু-সন্তান দান করুন। হে আল্লাহ্! আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন এবং আমাদের জন্য নির্ধারিত বস্ত্র হতে শয়তানকে ফিরিয়ে রাখুন।

বীর্যপাতের সময় পড়ার দোয়া।

المنديلو جعل من الـمـام بشـرا

উচ্চারণ: আলহামদুলিল্লাহি জাআলা মিনাল যা য়িকশারান।

বাংলা অর্থ: যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি ভরল পানি (বীর্য) হতে মানুষ সৃষ্টি করেন।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন