পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন?

ইসলাম ধর্মে পুরুষের জন্য স্বর্ণের আংটি বা স্বর্ণের ঘড়ি পরা হারাম করা হয়েছে কেন?

ডা. জাকির নায়েকের উত্তর: সহীহ হাদীসে পুরুষদের জন্য স্বর্ণালঙ্কার পরা হারাম করা হয়েছে। একজন প্রকৃত মুসলমানের জন্য এটা জানাই যথেষ্ট যে, ইসলামী শরীয়াহ এটা হারাম করেছে।

ইসলাম ধর্মে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন?

তবে যুক্তি দিয়ে বলা যায়, এর কারণ হলো, স্বর্ণালঙ্কার পরা অমিতব্যয়ের লক্ষণ বা বড়াই করে দেখানো।

কোরআনের সূরা ইসূরার ২৭ নং আয়াতে উল্লেখ করা হয়েছে যে, "অপব্যয়কারী শয়তানের ভাই।" সুতরাং এ ধরনের অপব্যয় থেকে বিরত থাকাই উত্তম।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports