মূর্তি বা মানুষের ছবি যুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা?

প্রশ্ন: টাকার উপর বিভিন্ন ছবি, যেমন মূর্তির ছবি, মানুষের ছবি ইত্যাদি থাকে। প্রশ্ন হলো পকেটে টাকা রেখে নামাজ পড়া কি হারাম?

মূর্তি বা মানুষের ছবি যুক্ত টাকা পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা?

ডা. জাকির নায়েকের উত্তর: পকেটে টাকা রেখে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। টাকা না দেখা গেলেই হলো। মাথার সামনে, নামাজের স্থানে টাকাটা এমন অবস্থায় রাখা হলো যে, ছবি দেখা যাচ্ছে সেক্ষেত্রে নামাজ পড়া যাবে না।

কেউ বলতে পারে নিয়ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু নিয়ত নয়, সাথে কাজ ঠিকমত হওয়া জরুরি।

কেউ যদি মূর্তির সামনে সিজদাহ দিয়ে বলে 'আমার নিয়ত হলো আল্লাহকে সিজদা করা' সেটা ভুল। সুতরাং টাকা এমন স্থানে রাখতে হবে যেখানে টাকাটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে নামাজ হবে।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports