প্রশ্নকর্তা: যীশু বলেছেন, “আমার পিতা আমার চাইতে মহান" বা "আমার পিতা সবার চাইতে মহান।" আমার প্রশ্ন হলো, স্রষ্টাকে পিতা বলে ডাকার সুযোগ আছে কি?
স্রষ্টাকে পিতা বলে ডাকার সুযোগ আছে কি?
ডা: জাকির নায়েকের উত্তর: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালার ৯৯টি নাম দেয়া আছে। তবে কোরআনে কোথাও তার 'আব' বা 'পিতা' নাম নেই। আল্লাহ তায়ালা এ ধরনের কোনো রূপক নাম কোরআনে ব্যবহার করেননি।
যেন মানুষ বিভ্রান্ত হয়ে ঈশ্বরকে পিতা তথা জৈবিক পিতা ভেবে না বসে। পিতা নামটা আল্লাহর কোনো বৈশিষ্ট্য নয়।
বাইবেলে আল্লাহ পাকের একটি নাম ছিল 'পিতা'। যীশুখ্ৰীষ্ট স্রষ্টাকে পিতা বলে ডাকতেন। তবে, বাইবেল সঠিক হোক বা ভুল হোক বাইবেল একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির জন্য নাযিল হয়েছিল।
কোরআন নাযিল হওয়ার পর পূর্ববর্তী সমস্ত আসমানী কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। সুতরাং বর্তমানে আমরা যে যেই দেশেরই অধিবাসী হইনা কেন, আমাদের জন্য কোরআনের আদেশ মেনে চলা বাধ্যতামূলক।
আর কোরআনে যেহেতু আল্লাহ তায়ালার পিতা নামক কোনো বৈশিষ্ট্য দেয়া হয়নি, অতএব ঈশ্বরকে পিতা ডাকা যাবে না।