প্রশ্ন: জামাআতের শেষ বৈঠকে আমার দুআ মাসুরা পড়ার আগেই যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন তাহলে আমি সাথে সাথে সালাম ফিরিয়ে দেব না কি দুআ শেষ করে তারপর সালাম ফেরাব?
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): ইমাম সাহেবের সাথে অথবা একটু পরে দুই এক সেকেন্ড দেরি হলে সমস্যা নেই।
আর ইমাম সাহেবের দুই সালামের পরে সালাম ফেরানো, এটাও পাওয়া যায়।
তবে বেশি দেরি যেন না হয়। ইমাম সাহেবের পেছনে পেছনে থাকতে হবে।
বিভাগ:
ইসলাম ধর্ম