সালাতের মধ্যে ঘুমিয়ে গেলে ওযু ভেঙে যায় কি না?
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ):
জি, না। সালাতের ভেতর ঘুমালে ওযু ভাঙে না। কারণ, অচেনতনভাবে কেউ যদি ঘুমায়, তাহলে ওযু ভেঙে যায়। ওযু ভাঙার সুযোগ থাকে।
কিন্তু সালাতে দাঁড়িয়ে বা সিজদায় বা বসে ঘুমালে সাধারণত গভীর ঘুম হয় না। তন্দ্রার মতো আসতে পারে । এই রকম ঘুমালে ওযু ভাঙে না।
বিভাগ:
ইসলাম ধর্ম