হুন্ডি ব্যবসা হালাল না হারাম?
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): একজনের টাকা আরেকজনকে পৌছে দেয়া নগদ হলে এটা বৈধ।
তবে যে দেশে আপনি বসবাস করেন, সেই দেশের সরকারি আইন মেনে চলাটা রাসূল (সা.) বারবার নির্দেশ দিয়েছেন।
কাজেই আইনের ভেতরে থেকে আপনি এটা করতে পারেন। যদি আইন এটা নিষেধ করে তাহলে করতে পারেন না।
বিভাগ:
ইসলাম ধর্ম