বাইবেলে পবিত্র আত্না বলতে কী বুঝিয়েছে?

প্রশ্নকর্তা: খ্রীস্টানরা বলে যে, পবিত্র আত্মা তাদের পথ দেখায়। তাদেরকে কীভাবে বুঝানো যায় যে, পবিত্র আত্মা বলে কিছু নেই।

বাইবেলে পবিত্র আত্না বলতে কী বুঝিয়েছে?

বাইবেলে পবিত্র আত্না বলতে কী বুঝিয়ে?

ডা. জাকির নায়েকের উত্তর: পবিত্র আত্মার অর্থ নিয়ে খ্রীষ্টানদের মধ্যে মতভেদ আছে। একদল মনে করেন পবিত্র আত্মা হলো হযরত জিবরাইল (আ:)। এ দলটি সঠিক।

তবে হযরত জিবরাইল (আ:) আল্লাহর নির্দেশ ছাড়া কারও জন্য হেদায়েতের বাণী আনেন না। যেহেতু আমরা জানি পবিত্র হযরত মুহম্মদ (সা:)-এর মাধ্যমে নবুয়ত সমাপ্ত হয়েছে। সুতরাং জিবরাইল (আ) কর্তৃক আল্লাহর বাণী বহন করার কাজের সমাপ্তি ঘটেছে।

এখন আরেক দল আছে, যারা মনে করে পবিত্র আত্মা হলো তিনটির একটি অংশ। কিন্তু এটি ভুল। খ্রীস্টান ধর্মে তথা তাদের ধর্মগ্রন্থ বাইবেলে ট্রিনিটি বলে কিছু নেই।

কোরআনে সূরা নিসার ১৭১ নম্বর আয়াতে এসেছে “তোমরা ট্রিনিটি বলো না।"

কেউ যদি পবিত্র আত্মা বলতে স্বয়ং ঈশ্বরকে বুঝান তাহলে সেটা ঠিক। ঈশ্বর ইচ্ছা করলে যে কাউকে পথ দেখাতে পারেন। তবে পবিত্র আত্মাকে ট্রিনিটির অংশ ভাবা ভুল। বাইবেলে আত্মার কথা বলা হয়েছে।

গসপেল অব জন ১৬ নং অধ্যায়ের ১২ থেকে ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে যে, যীশু তার নিজের মুখে বলেছেন, "আমি তোমাদের অনেক কথাই বলতে চাই; তবে তোমরা সেগুলো এখন বুঝবে না। কারণ তখন সত্যের আত্মা পৃথিবীতে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে। সে তোমাদের নিজের কথা বলবে না; বরং যা শুনবে সেগুলোই বলবে। সে আমাকে মহিমান্বিত করবে।"

প্রকৃতপক্ষে এ সত্যের আত্মা হলো হযরত মুহাম্মদ (সা:)। যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হেদায়েত গ্রন্থ কোরআন নিয়ে এসেছেন।

সুতরাং খ্রীস্টানদের বুঝানোর ক্ষেত্রে প্রথমে দেখতে হবে পবিত্র আত্মা বলতে তারা কী বুঝাচ্ছে। যদি তারা একে ট্রিনিটির অংশ বলে মনে করে সেক্ষেত্রে তাদের বুঝতে হবে যে, বাইবেল বা কোরআনে ট্রিনিটি বলে কিছু নেই।

এ প্রসঙ্গে আরও জানতে “সিমিলারিটিস বিটুইন ক্রিশ্চিয়ানিটি এন্ড ইসলাম" লেকচারটির ভিডিও সিডি দেখা যেতে পারে।

Post a Comment

Previous Post Next Post