জিহাদ অর্থ কী? জিহাদ বলতে কী বুঝায়?
উত্তরে ডা. জাকির নায়েক: জিহাদ শব্দটি এসেছে আরবি শব্দ (জাহাদা) থেকে। যার অর্থ চেষ্টা ও সংগ্রাম করা।
তবে অনেক অমুসলিম, এমনকি কতিপয় মুসলিমের ধারণা হলো জিহাদ অর্থ যুদ্ধ করা। ব্যক্তিগত, অর্থনৈতিক, ধর্মীয় ইত্যাদি কারণে যুদ্ধ করা। এটা সম্পূর্ণ ভুল ধারণা।
ইসলামী পরিভাষায় জিহাদের বারোটি অর্থ আছে। এগুলো হলো নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা, সমাজের উন্নতির জন্য চেষ্টা ও সংগ্রাম করা, যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য যুদ্ধ করা বা সংগ্রাম করা এবং অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা।
একজন ছাত্র যে, স্কুলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যে চেষ্টা ও সংগ্রাম করে সেটাও এক ধরনের জিহাদ। জিহাদ শুধুমাত্র মুসলিমরা নয় অমুসলিমরাও করে।
তবে মুসলিমরা জিহাদ করে আল্লাহর পথে ও অমুসলিমরা জিহাদ করে তাগুতের পথে।
বিভাগ:
ইসলাম ধর্ম