যে জায়গায় ছয় মাস সূর্য দেখা যায় এবং ছয় মাস সূর্য দেখা যায় না, সে জায়গায় মানুষ কীভাবে নামাজ পড়ে?

যে জায়গায় ছয় মাস সূর্য দেখা যায় এবং ছয় মাস সূর্য দেখা যায় না, সে জায়গায় মানুষ কীভাবে নামাজ পড়ে?

ডা. জাকির নায়েকের উত্তর: কোরআন ও হাদীসে পাঁচ ওয়াক্ত নামাজের সময় বলে দেয়া হয়েছে। সূর্য ওঠার আগে ফজর, সূর্য যখন মধ্য আকাশে থাকে তখন জোহর, সূর্য ডোবার আগে আসর, সূর্য ডোবার পরপর মাগরিবের নামাজ। এর পর দিন শেষে রাতের বেলা এশার নামাজ।

যে জায়গায় ছয় মাস সূর্য দেখা যায় এবং ছয় মাস সূর্য দেখা যায় না, সে জায়গায় মানুষ কীভাবে নামাজ পড়ে?

অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের সময় নির্ভর করছে সূর্যের ওপর। পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে ঘুরছে। পৃথিবী ঘোরার কারণে দিন ও রাত হয়। তবে দু'মেরুর দিকে দীর্ঘ ছয় মাসব্যাপী দিন অথবা রাত থাকে।

এ সকল স্থানে নামাজ পড়ার ক্ষেত্রে সময় নির্ধারণের সমস্যা সমাধানের জন্য কোরআনে এ কথাটির সাহায্য নেয়া যেতে পারে যে, তোমার সব শহরের 'মা' এর দিকে তাকাও।

অর্থাৎ মক্কার সময়কে ধরে নামাজ পড়া যেতে পারে। অথবা সংশ্লিষ্ট স্থানের কাছাকাছি কোনো শহর, যেখানে দিন ও রাত সময়কাল স্বাভাবিক সে শহরের সময় অনুসরণ করা যেতে পারে। রোযা রাখার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন