মহিলাদের দ্রুত বীর্যপাত ঘটানোর কৌশল।

মহিলাদের দ্রুত বীর্যপাত ঘটানোর কৌশল।

গর্ভধারণের জন্য স্বামীর যেমন বীর্যপাত আবশ্যক, তেমনি ভাবে স্ত্রীর বীর্যপাতও জরুরী। বীর্যপাত না হলে পুরুষ যেমন কষ্ট পেয়ে থাকে, ঠিক মহিলারাও তেমনি কষ্ট অনুভব করে থাকে।

সাধারণত: পুরুষের বীর্যপাত মহিলার তুলনায় আগে হয়ে থাকে। এর কারণ হলো, পুরুষের মেজাজ গরম। অন্যদিকে মহিলাদের মেজাজ পুরুষদের তুলনায় ঠাণ্ডা ও নরম।

মহিলাদের দ্রুত বীর্যপাত ঘটানোর কৌশল।

সুতরাং মহিলাদের দ্রুত বীর্যপাত ঘটানোর উত্তম পদ্ধতি হলো, প্রত্যেক সহবাসের পূর্বে তাকে চুম্বনে চুম্বনে পাগলীনি বানিয়ে ফেলবে, আলিঙ্গন করবে, স্তনের বোটা নাড়াচাড়া করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে।

সুড়সুড়ি, স্তন মর্দন, মলামলি অতিরিক্ত পরিমাণে করবে। মাঝে মাঝে তার দিকে কামনায় ভরপুর এরূপ ভাব নিয়ে তাকিয়ে থাকবে।

এরূপ করলে মহিলাদের উত্তেজনায় উত্তাল খেলতে শুরু করে। একসময় সে নিজেই তার ভাব-ভঙ্গিমা দ্বারা বোঝাবে যে আমি আর সইতে পারছি না। আমাকে কিছু একটা কর।

আমাকে ছিড়ে ছিড়ে টুকুরা টুকরা করে খেয়ে ফেল। এরূপ অবস্থা দেখতে পেলে বুঝবে যে, সে এখন আহত বাঘিনী হয়ে গেছে। অতঃপর সহবাসে লিপ্ত হবে।

তখন কিছুক্ষণ সময় সহবাস করলেই দেখা যায় যে, স্ত্রীর বীর্যপাত হয়ে গেছে। তবে এক্ষেত্রে স্বামী নিজেকে সংযত রাখবে।

আর যদি নিজেই অধিক উত্তেজিত হয়ে যায়, তাহলে সামান্য সময়ের মধ্যেই নিজেই নিস্তেজ হয়ে যাবে। 

স্ত্রীর বীর্যপাত আরম্ভ হবে এমন মুহূর্তে স্বামী অকেজো হলে স্ত্রীর জন্য এটা সীমাহীন কষ্টকর যা কারো কাছে ব্যক্ত করা সম্ভব হয় না। স্বামীকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও হয়তো তাদের মনের জ্বালা কিছুই কম হবে না ।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports