যৌন মিলনের সময় সঙ্গিনী তৃপ্তি পেল কিনা, তা বুঝার উপায়।
অনেক স্বামী মনে করে যে, অধিক সময় সহবাস করলেই স্ত্রী তৃপ্ত হয়ে যায়। আসলে তা নয় বরং স্ত্রী তৃপ্ত হয়েছে কিনা তা সেই ভালো জানে।
হয়তো স্বামীকে খুশি করার জন্য বলে যে, আমি তৃপ্ত হয়ে গেছি। আসলে লজ্জা শরমের কারণে মনের জ্বালা প্রকাশ করতে পারছে না।
স্বামী ভাবতে পারে যে, আমার স্ত্রীর যৌন ক্ষুধা এতো বেশি, যে অনেক্ষণ সহবাস করার পরও সে তৃপ্ত হলো না।
না জানি সে তার মনের খাহেশ পুরণের জন্য আমার অজান্তে কার কার সাথে সম্পর্ক রাখে। এরূপ ধারণা আসতে পারে ভেবে স্ত্রী তার স্বামীকে বলে 'আমার বীর্যঙ্খলন হয়েছে'।
আসলে তার বীর্যস্খলন এখনও হয়নি। সহবাসের দ্বারা স্ত্রী তৃপ্ত হলো কিনা তা জানার অনেক উপায় রয়েছে, তন্মধ্যে কিছু নিম্নে উল্লেখ করা হলো।
সহবাসে মেয়েদের উত্তেজনার চরম তৃপ্তির লক্ষণ গুলো জেনে নিন।
১। দেহ নুয়ে পড়া।
২। সারা দেহ অবসাদগ্রস্থ হয়ে পড়া।
৩। দ্রুত হৃৎস্পন্দন হতে থাকা ।
৪। আবেশে চোখ বুজে থাকা।
৫। যোনি থেকে রসস্রাব নির্গত হওয়া।
৬। দেহ বার বার শিহরিত বা কেঁপে কেঁপে ওঠা।
৭। পূর্ণ তৃপ্তির আবেশে অজ্ঞানের মতো হওয়ার সম্ভাবনাও রয়েছে।
৮। ধীরে ধীরে গোঁ গোঁ বা প্রাণীর অনুরূপ শব্দ বের হতে পারে।
৯। স্বামীকে জোর করে বুকে চেপেও ধরে রাখতে পারে।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।