নারীরা কেমন পুরুষ পছন্দ করে? (নারীর কামনার পুরুষ)
০১. বলিষ্ঠ, স্বাস্থ্যবান ও যুবক।
০২. সুন্দর গাত্রবর্ণ, সুদর্শণ ও সুশ্রী।
০৩. যার মধ্যে নিজস্ব স্বকীয়তা বা বিশেষ দৃঢ়তা আছে।
০৪. যে কিছুটা অহঙ্কারী, গর্বিত।
০৫. যার প্রচণ্ড আত্মবিশ্বাস আছে।
০৬. যার বিশেষ ব্যক্তিত্ব ও দৃঢ়তা আছে।
০৭. যে পুরুষের নিজস্ব উপার্জন যথেষ্ট এবং সে তাকে প্রতিপালন করার যোগ্য।
০৮. যে পুরুষের অন্য স্ত্রী নাই বা অন্য নারীর প্রতি গভীর আসক্তি নাই ।
০৯. যে নির্ভরযোগ্য তাকে সারা জীবন আশ্রয় দিতে পারবে।
১০. নায়ক, সুশিক্ষিত, মার্জিত ও রুচি সম্পন্ন হলে খুব ভালো।
১১. খেয়ালী ও কল্পনা প্রবণ পুরুষকেও অনেক নারী পছন্দ করে থাকে।
১২. যে পুরুষের নানা গুণ আছে। যেমন- গান- বাজনা, শিশু সাহিত্য, কাব্য ইত্যাদি। কোনোও বিশেষ গুণের অধিকারী যে পুরুষ।
১৩. যে পুরুষ উচ্চ বংশোদ্ভূত।
১৪. বয়সে নারীর চেয়ে কিছুটা অন্ততঃ পাঁচ-ছয় বছরের বড়।
১৫. যে পুরুষ নারীকে সত্যিই গভীরভাবে ভালোবাসে।
১৬. খুব কামুক বা লম্পট পুরুষকে চায় না।
১৭. বয়স্ক বা অনাসক্ত পুরুষকে চায় না ।
১৮. জুয়ারি বা বেশ্যাসক্ত পুরুষকে চায় না। এই ধরনের অন্যান্য দূষ থাকলেও তাকে নারী ঘৃণা করে।
২০. যে পুরুষ পৌরুষত্বহীন বা দৃঢ়তাহীন তাকেও নারী চায় না।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।