তাহাজ্জুদ নামায সুন্নাত না কি নফল?
ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): আসলে আমরা অনেক অস্পষ্টতায় ভুগি। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধান দিয়েছেন তা দুই রকম। একটা হলো ফরয। আরেকটা নফল।
ফরযের বাইরে যা আছে সবই নফল। সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব- সবকিছুই নফলের অন্তর্ভুক্ত। একটা ইবাদত যখন ফরয না হয়, সেটা নফল।
নফলের ভেতর যেগুলো রাসূল (সা.) নিয়মিত করতেন এগুলোকে আমরা বলি নফল সুন্নাত। কাজেই তাহাজ্জুদ নফল, ফরয নয়। তবে সুন্নাত নফল।
অর্থাৎ রাসূল (সা.) নিয়মিত এটা পালন করতেন। কুরআন সুন্নাহর আলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত এবং মুআক্কাদ সুন্নাত হলো তাহাজ্জুদের সালাত।
রাসূল (সা.) কখনো ছাড়তেন না। ছাড়লে আপত্তি করতেন। এবং কুরআনে বারবার বলা হয়েছে, কিছু হলেও অন্তত কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ পড়া। এটা নফল কিন্তু গুরুত্বপূর্ণ নফল।
বিভাগ:
ইসলাম ধর্ম