আপন ভাই-বোনকে যাকাত দেওয়া যাবে কি না?

প্রশ্ন: আমার থেকে দরিদ্র আপন ভাই-বোনকে যাকাত দেয়া যাবে কি না?

আপন ভাই-বোনকে যাকাত দেওয়া যাবে কি না?

ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ): আপনার বোন অথবা ভাই আপনার থেকে আর্থিকভাবে অস্বচ্ছল এটা বড় কথা নয়। বড় কথা হলো যাকাতের যোগ্য কি না!

যাকাতের যোগ্য বলতে যা আয় করেন তাতে সংসার চলে না, সবসময় অভাব লেগে থাকে, অস্বচ্ছল এবং ব্যাংকে ব্যালেন্স না থাকে তাহলে অবশ্যই তাকে যাকাত দেয় যাবে।

বরং ভাইবোন, আপন আত্মীয়স্বজন, রক্তসম্পর্কের আত্মীয়দের আগে যাকাত দেয়া দরকার। তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দিলে বরং যাকাত কবুল না হওয়ার অনেক ভয় দেখিয়েছেন সাহাবি এবং তাবেয়িগণ।

তাদের অধিকার বেশি। তবে সন্তান, সন্তানের সন্তান, পিতামাতা এদেরকে যাকাত দেয়া যাবে না। ভাইবোন অন্যান্য আত্মীয়দেরকে দেয়া যাবে।

Post a Comment

Previous Post Next Post

Recent Posts

Recent in Sports