প্রশ্নকর্তা: একবার এক কোম্পানি বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা জুতো বের করলে পরে মুসলিমরা প্রতিবাদ জানালো। জুতার দোকানে পাথর ছুঁড়ে মেরে, হরতাল করে, আমার প্রশ্ন হলো এভাবে স্ট্রাইক করলে বা হরতাল করলে তারাও ক্ষতিগ্রস্ত হয় যারা এর সাথে জড়িত নয়, তাহলে এ ধরনের কাজে কি ইসলামে জায়েয আছে?
ইসলাম ধর্ম কি হরতাল করার অনুমতি দেয়?
ডা. জাকির নায়েকের উত্তর: আগের একটি প্রশ্নের উত্তরে এ ব্যাপারে বলা হয়েছে যে, কীভাবে ইসলামের প্রতি অবমাননাকর কোনো ঘটনার প্রতিবাদ করা যায়।
সেখানে ছয়টি পদ্ধতির কথা বলা হয়েছে। আপনি যে ঘটনা উল্লেখ সেটা হলো ছয় নম্বর পদ্ধতি, যে পদ্ধতিতে মুসলিমরা প্রতিবাদ করে থাকে। কিন্তু এ ধরনের ঘটনায় প্রথমে নন ভায়োলেন্ট পদ্ধতিতে প্রতিবাদ করা দরকার।
যেমন- মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ জানানো যেতে পারে। সে কোম্পানির জুতো না কিনে অর্থনৈতিক চাপ সৃষ্টি করা যেতে পারে। এ সকল পদ্ধতিতে কাজ না হলে তখন ষষ্ঠ পদ্ধতিতে প্রতিবাদ জানানো যায়।
তবে সেক্ষেত্রে যারা দোষী নয় তাদের দোকান ভাঙ্গা বা দোকানে পাথর ছুঁড়ে মারা এগুলো গ্রহণযোগ্য নয়। হরতাল করার মাধ্যমে যেহেতু এখানে অন্যান্য প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেহেতু হরতালও বৈধ হবে না।