জেনে নিন যেসব নারীদের বিবাহ করা উচিত নয়।
জ্ঞানীরা বলেন, নিম্নোক্ত মেয়েদেরকে বিবাহ না করা উত্তম।
এক. যেসকল মহিলা সব সময় বিরক্ত হয়ে থাকে এবং সবক্ষেত্রেই যেসব মহিলা হা-হুতাশ করে।
কিংবা সবসময় যে মহিলা অসুস্থ থাকে। এসব মেয়েদেরকে বিবাহ করলে সাংসারিক জীবনে কোনো কাজেই বরকত পাওয়া যায় না।
দুই. উপকার করে খোঁটাদানকারী মহিলা।
তিন. প্রথম স্বামীর প্রতি আসক্ত মহিলাকে বিবাহ করা থেকে বিরত থাকবেন।
চার. যেসব মহিলা সর্বক্ষণ সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে।
পাঁচ. সব সময় অশ্লীল ভাষায় বকা বাজীকারী মহিলাকে বিবাহ করবেন না।
ছয়. বাচাল বা প্রলাপী মহিলাকেও বিবাহ করতে নেই।
সাত. বৃদ্ধা মহিলার সাথে সহবাসে যেহেতু যুবকদের মানসিক দুর্বলতা ও অলসতা সৃষ্টি হয়, সেহেতু বৃদ্ধাদেরকে বিবাহ করবে না।
জ্ঞানীরা বলে থাকেন যে, যুবতীদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা জান তথা ভ্রুণ সৃষ্টি হয়। পক্ষান্তরে বৃদ্ধাদেরকে বিবাহ করে সহবাস করার দ্বারা অনিষ্টতা বৃদ্ধি পায়। সে সাথে অলসতা ও দুর্বলতা দেখা দেয়।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।
ইসলামিক স্বাস্থ্য
0 Response to "জেনে নিন যেসব নারীদের বিবাহ করা অনুচিত।"
Post a Comment
A Note for Entrepreneurs