মহিলাদের যোনি বড় করার উপায় জেনে নিন।

মহিলাদের যোনি বড় করার উপায় জেনে নিন।

মহিলাদের গুপ্তাঙ্গ প্রশস্ত করার হেকমত-

স্ত্রীর যোনি/গুপ্তাঙ্গ সঙ্কীর্ণ হলেও স্বামী-স্ত্রী পরস্পরে এক প্রকার যন্ত্রনা ভোগ করে। এজন্য প্রসিদ্ধ হাকীমগণ এরূপ হেকমত গ্রহণ করতে বলেছেন।

মহিলাদের যোনি বড় করার উপায় জেনে নিন।

যথা-

০১. কন্দর মধুর সাথে মিলিয়ে নাভীর নিম্ন হতে গুপ্তাঙ্গ পর্যন্ত মালিশ করবে। এরূপ তিন দিন করলেই মনোস্কামনা পূর্ণ হবে।

০২. নাগ কেশরী গাওয়া ঘিয়ে মিশ্রিত করে খাবে। দৈনিক সন্ধ্যায় গরম গরুর দুধ পান করবে। যথাসম্ভব সহবাস থেকে বিরত থাকবে এবং হিং আর সৈন্ধব লবণ সমান ওজন নিয়ে পানিতে গরম করবে।

পরে সহ্য মত ঐ গরম তৈরি করা জল নিয়ে স্ত্রীর গুপ্তাঙ্গে সেক দিলে অবশ্যই তার গুপ্তাঙ্গ প্রশস্ত হবে।

উৎস-

বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।

লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন