মহিলাদের গুপ্তাঙ্গ (যোনি) সঙ্কীর্ণ ও ছোট করার হেকমত।
স্ত্রীর গুপ্তাঙ্গ প্রশস্ত হলে স্বামী-স্ত্রী উভয়ে কখনই সহবাসে তৃপ্তিলাভ করতে পারে না। এ জাতীয় সমস্যায় অনেকেই মনে কষ্ট পেয়ে থাকে, কিন্তু এ লজ্জার বিষয়টি কারো কাছে বলতে পারে না।
এজন্য প্রসিদ্ধ হাকিমগণ এরূপ তদবীর করতে বলেছেন। যথা- মাজুফল চূর্ণ তিন তোলা, কাফুর চার আনা ওজনের, এক তোলা মধুর সাথে মিশ্রিত করে নাভির নিম্নে গুপ্তাঙ্গে তিন দিন প্রলেপ দিবে, গুপ্তাঙ্গ সঙ্কীর্ণ হয়ে যাবে।
তদ্রুপভাবে বিরটি পিষে ঘিয়ের সাথে গরম করে তিন দিন পর্যন্ত সেক দিলেও গুপ্তাঙ্গ সঙ্কীর্ণ হয়ে আসবে।
উৎস-
বই: নারী ও পুরুষের একান্ত গোপনীয় কথা বা পুশিদাহ রাজ।
লেখক: মুফতী হাকীম আল্লামা আশরাফ আমরহী।
Tags:
স্বাস্থ্য