টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায়। | টিকটকে ফলোয়ার বাড়াবো কীভাবে?

টিকটকে বেশি ফলোয়ার পাবো কী করলে?

টিকটক (Tiktok) অ্যাপ্লিকেশনটি অতি অল্প সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

অন্যান্য সব জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোকে পেছনে ফেলে সর্বাধিক ডাউনলোডের রেকর্ড গড়ে চলেছে টিকটক মোবাইল অ্যাপ্লিকেশন।

আমাদের অনেকের স্মার্টফোনেও জায়গা করে নিয়েছে এই অ্যাপ্লিকেশন। টিকটকে যাদের প্রফাইল তৈরি করা আছে তাদের সবার জনপ্রিয়তা সমান নয়।

কারো কারো ফ্যান, ফলোয়ার অনেক বেশি, তাই তারা কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই ঝড়ের গতিতে ভিউ ও লাইক আসতে থাকে।

আবার কারো কারো প্রফাইলে ফ্যান, ফলোয়ার একেবারেই কম। তাই তারা যতই ভিডিও পোস্ট করুক না কেন কোনো ভিউ আসে না।

যদিও টিকটকে এখন অনেকেই অতি অল্প সময়ে ভাইরাল হয়ে যাচ্ছে।

টিকটকে ভাইরাল হতে হলে কিংবা টিকটক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ফলোয়ার বানাতে ভালো মানের ভিডিও তৈরি করতে হয়, তাতো আমাদের সবারই জানা।

তবে টিকটকে যাদের লক্ষ লক্ষ ফ্যান, ফলোয়ার রয়েছে তাদের সবাই কি ভালো মানের ভিডিও তৈরি করে?

আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন অনেকের টিকটক অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, অথচ তাদের ভিডিওর মান খুব একটা ভালো না।

আবার, কেউ কেউ অনেক ভালো মানের ভিডিও তৈরি করেও টিকটকে তাদের তেমন ফলোয়ার নেই। তাদের ভিডিওতে লাইক, কমেন্ট তো দূরের কথা, ভিউ পর্যন্ত  হয় না।

টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায়। | টিকটকে ফলোয়ার বাড়াবো কীভাবে?

তাই শুধু ভালো মানের ভিডিও তৈরি করলেই যে টিকটকে প্রচুর ফলোয়ার পাবেন, এমন ধারণা ভুল।

আপনি টিকটকে নতুন হোন কিংবা পুরনো, আপনার টিকটক অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ফলোয়ার না থাকে, আর আপনি যদি জানতে চান দ্রুত টিকটকে ফলোয়ার বাড়াবো কীভাবে তাহলে টেক রবিন এর আজকের এই পোস্টটি আপনার জন্য।

টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় অনেক আছে। যেমন টিকটক অটো ফলোয়ার নেওয়ার উপায় আছে তবে তা নিরাপদ নয়।

তাই নিরাপদ উপায়ে সব চেয়ে সহজে টিকটকে ফলোয়ার বাড়ানোর উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো।

চলুন জেনে নিই টিকটকে অ্যাকাউন্টে ফলোয়ার বানাবো কীভাবে-

টিকটকে ফলোয়ার বাড়ানোর নিয়ম।

আপনি হয়তো অনেককেই টিকটকে ফলো করে রেখেছেন। আপনার প্রফাইলে থাকা Following অথবা Followers এর তালিকা থেকে এমন কারো প্রফাইলে প্রবেশ করুন যেই প্রফাইলের ভিডিওগুলো মোটেও ভালো নয়।

কিংবা ভালো হলেও আপনার তৈরি ভিডিওর চেয়ে অপেক্ষাকৃত কম ভালো।

আর যদি আপনার টিকটক অ্যাকাউন্টটি একেবারেই নতুন হয়ে থাকে যদি Following এবং Followers থাকে শূন্য, তাহলে আপনি ভিডিও দেখার সময় যখন এমন কোনো ভিডিও সামনে আসবে যে ভিডিও একেবারেই ভালো হয়নি, তাহলে আপনি তার প্রফাইলে প্রবেশ করুন।

অর্থাৎ আপনাকে এমন কারো টিকটক প্রফাইলে প্রবেশ করতে হবে যার ভিডিওগুলো খুব বেশি ভালো হয় না।

এরপর তার প্রফাইলে Following এবং Followers নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনি Followers লেখা অপশনে প্রবেশ করুন।

তাহলে কারা কারা তাকে অনুসরণ করেছে আপনি তাদের তালিকা দেখতে পাবেন।

আর সেই তালিকা থেকে এক এক করে সবার প্রফাইলে প্রবেশ করুন এবং যে প্রফাইলে দেখবেন Following এর চেয়ে Followers এর সংখ্যা অনেক কম আপনি কেবলমাত্র তাদেরকেই Follow করবেন।

যেমন ধরুন, কারো Following হচ্ছে ২০০০, আর তার Followers হচ্ছে মাত্র ৫০০।

এভাবে আপনি প্রতিদিন সময় করে ৫০-৮০ টির মতো অ্যাকাউন্ট Follow করবেন। তাহলে দেখবেন কমপক্ষে ৪৫-৭০ জন আপনাকে Follow Back করেছে।

আর যদি আপনি এমন কোনো অ্যাকাউন্ট Follow করেন যার Following এর চেয়ে Followers সংখ্যা অনেক বেশি তাহলে সেই অ্যাকাউন্ট থেকে Follow Back পাওয়ার সম্ভাবনা একেবারেই কম।

আশা করি, বিষয়টি বুঝতে পেরেছেন। আপনি যদি গড়ে প্রতিদিন এভাবে ৫০ জনকে Follow করেন আর আনুমানিক ৪৫ জন আপনাকে Follow Back করে তাহলে এক মাসে আপনার ফলোয়ারের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়ে যাবে।

আর আপনি যদি গড়ে প্রতিদিন এভাবে ১০০ জনকে Follow করেন আর আনুমানিক ৯০ জন আপনাকে Follow Back করে তাহলে এক মাসে আপনার ফলোয়ারের সংখ্যা প্রায় তিন হাজার বেড়ে যাবে।

আপনি চাইলে প্রতিদিন এর অনেক বেশি অ্যাকাউন্ট ফলো করতে পারবেন তবে আপনার টিকটক অ্যাকাউন্ট যেন ব্লক না হয় বা অন্য কোনো সমস্যা না হয় তার জন্য এর চেয়ে বেশি না করাই ভালো।

আর এতো মানুষ যখন আপনাকে ফলো ব্যাক করবে তখন আপনার অ্যাকাউন্টটি আরো বেশি করে অন্যদের নিকট পৌছাবে, তখন তাদের মধ্যে অনেকেই আপনাকে ফলো করবে।

আপনার টিকটক আইডিতে ফলোয়ার বাড়ার সাথে সাথে ভিডিওতে অনেক লাইকও আসতে থাকবে।

তবে আপনাকে যারা ফলো ব্যাক করবে কয়েক দিন পর পর তাদের মধ্যে যাদের ভিডিও আপনার পছন্দ হবে না, আপনি তাদের আনফলো (Unfollow) করে দিবেন।

আর যাদের অ্যাকাউন্ট অনেক দিন ফলো করে রেখে দেওয়ার পরেও ফলো ব্যাক পাবেন না তাদেরকেও আনফলো করে দিবেন।

কাউকে আনফলো করার জন্য তার প্রফাইলে যাবেন, সেখানে Friend/Following লেখা দেখতে পাবেন তাতে ক্লিক করলেই সে আনফলো হয়ে যাবে।

সহজে টিকটকে ফলোয়ার বাড়ায় কীভাবে আশা করি তা ভালো ভাবেই বুঝতে পেরেছেন। চাইলে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্টগুলোও পড়ে দেখতে পারেন। ধন্যবাদ।

5 Comments

Previous Post Next Post