গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করা Apps মেমোরিতে Backup দিয়ে রাখবেন যেভাবে।

গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা অ্যাপগুলো মেমোরি কার্ডে ব্যাকআপ দিয়ে রাখবেন যেভাবে-

মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলােড করার জন্য বেশ কিছু অ্যাপ স্টোর রয়েছে। আর এসব অ্যাপ স্টোর গুলাের মধ্যে গুগলের প্লেস্টোর খুবই জনপ্রিয় অ্যাপ স্টোর।

আমরা যারা এন্ড্রয়েড মােবাইল ব্যবহার করে থাকি তারা বেশিরভাগ সময় গুগল প্লেস্টোর থেকেই প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে ইনস্টল করে থাকি।

গুগল প্লেস্টোর থেকে ইনস্টল করা Apps মেমোরিতে Backup দিয়ে রাখবেন যেভাবে।

আপনি হয়তো খেয়াল করেছেন Play Store থেকে ডাউনলােড করা অ্যাপ্লিকেশনগুলো আমাদের মােবাইল ফোনে ফাইল হিসেবে না থেকে সরাসরি ইন্সটল হয়ে যায় ।

যার কারণে যখন আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো Uninstall করে দেই তখন আর তা আমাদের ফোনে থাকেনা।

পরবর্তীতে কখনো যদি আবার Install করার প্রয়োজন হয় তখন ওই অ্যাপ্লিকেশনগুলো আবার নতুন করে ডাউনলােড করতে হয়।

তাই প্রযুক্তি প্রিয়’র আজকের এই পোস্টে আমরা শিখবো Play Store থেকে ডাউনলােড করা অ্যাপস কীভাবে আমাদের ফোনে ব্যাকআপ ফাইল হিসেবে রাখা যায়।
যাতে কোনো মোবাইল অ্যাপ Uninstall করে দিলেও আমাদের ফোনে থেকে যায়।
গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করা অ্যাপগুলো কিভাবে মেমোরি কার্ডে ব্যাকআপ দিয়ে রাখবেন?

ফোনের Install করা অ্যাপগুলো মেমোরিতে ব্যাকআপ দিয়ে রাখতে হলে আপনাকে মাত্র ২০ কেবির ছোট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে Apk Manager

প্লেস্টোর থেকে যেটি ১ মিলিয়নেরও বেশি সংখ্যকবার ডাউনলোড করা হয়েছে। এন্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লেস্টোরে গিয়ে ‘Apk Manager’ লিখে সার্চ করলেই খুব সহজেই পেয়ে যাবেন।
সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। অথবা সরাসরি এখান থেকে Apk Manager অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।
এবং নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করুন।

ধাপ-০১: প্রথমে Apk Manager অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন। অ্যাপটিতে প্রবেশ করা মাত্রই আপনার ফোনে ইনস্টল করা সকল অ্যাপস এর তালিকা দেখতে পাবেন।
সেখান থেকে আপনার কাক্ষিত অ্যাপ্লিকেশনটি খোঁজে বের করুন। অর্থাৎ যে অ্যাপ ব্যাকআপ দিয়ে রাখতে চাচ্ছেন সেটি।
এরপর  উক্ত অ্যাপ্লিকেশনটি লং প্রেস অর্থাৎ কিছুক্ষণ চেপে ধরে ধাকুন।

ধাপ-০২: অ্যাপ্লিকেশনটিতে চাপ দিয়ে ধরে থাকলে নিচের চিত্রের মতো বেস কিছু অপশন দেখানো হবে। সেগুলোর মধ্য থেকে “Backup to SD” লেখায় ক্লিক করুন।

‘Backup to SD’ লেখায় ক্লিক করার সাথে সাথেই উক্ত অ্যাপ্লিকেশনটি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে (Internal Storage) ব্যাকআপ হয়ে যাবে।

সুতরাং ব্যাকআপ দেওয়ার পর আপনি যদি উক্ত অ্যাপ্লিকেশনটি কখনো Uninstall করে দিন এবং পরবর্তীতে আবার কখনো নতুন করে Install করতে চান তাহলে আর MB খরচ করে নতুন করে আর ডাউনলোড করার প্রয়োজন পরবে না।

দরকার হলে আপনার ফাইল ম্যানেজার থেকেই অ্যাপটি আবার Install করতে পারবেন।

ব্যাকআপ দেওয়া অ্যাপ্লিকেশনটি কোথায় পাওয়া যাবে?

আপনার ব্যাকআপ দেওয়া অ্যাপ্লিকেশনটি ফাইল ম্যানেজারের ইন্টারনাল স্টোরেজে গিয়ে জমা হয়ে থাকবে।

অ্যাপ্লিকেশনটি সেখান থেকে আপনার পছন্দের যেকোনো ফোলডারে Move বা Copy করে রেখে দিতে পারবেন। হোক সেটা ইন্টারনাল স্টোরেজ অথবা মেমোরি কার্ড।

আশা করি, ছোট এই টিউটোরিয়ালটি খুব সহজেই বুঝতে পেরেছেন। আর কোথাও যদি কোনো সমস্যার সম্মুখীন হোন তাহলে নিচের কমেন্ট বক্সে জানান, সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

Post a Comment

Previous Post Next Post