প্রিয় পাঠক, টেক রবিন ওয়েবসাইটের মোবাইল টিপস এন্ড ট্রিকস সম্পর্কিত আরেকটি নতুন আর্টিকেলে আপনাকে স্বাগত।
আজকের এই আর্টিকেলের আলোচ্য বিষয় হচ্ছে মোবাইল পানিতে পড়লে করণীয় কী তা নিয়ে।
আপনার ফোনের নিরাপত্তার জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি, পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়বেন।
মোবাইল পানিতে পড়লে কী করতে হয়?
বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া একটি দিন কল্পনা করা যায় না। মোবাইল আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে।
মোবাইলের সাহায্যে একে অপরের সাথে যোগাযোগ করা ছাড়াও বিনোদনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা আমাদের প্রাত্যহিক দিনের প্রায় প্রতিটি কাজেই এটি ব্যবহার করে থাকি।
তাই সব সময় আমরা আমাদের ফোন আমাদের সাথেই রাখি। কেউ কেউ তো বাথরুমে গিয়েও মোবাইল ব্যবহার করা শুরু করে দেয়।
তবে কখনো কখনো অসাবধানতার কারণে আমাদের ফোন পানির সংস্পর্শে চলে আসে। যাদের ফোন পানিরোধী (Waterproof) তাদের কোনো চিন্তা নেই।
সাধারণ ফোনের চেয়ে পানিরোধী ফোনের দাম কিছুটা বেশি। তাই পানিরোধী ফোন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম।
দেখা গেল হাতমুখ ধোয়ার সময় হঠাৎ করে পকেটে থাকা মোবাইল পানিতে পড়ে গেল কিংবা উন্মুক্ত কোথাও আছেন এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেল।
কিংবা মোবাইল টেবিলের সঠিক স্থানেই রাখা আছে তবে পাশে রাখা পানির পাত্রে হাত লেগে পাত্রটি পড়ে গিয়ে মোবাইল ভিজে গেল।
তখন আমাদের কী করার আছে? আসলে আমরা যতোই সাবধানতা অবলম্বন করি না কেন, মোবাইলে পানি লাগার সম্ভাবনা থেকেই যায়।
মোবাইলে পানি লাগার কারণ যাই হোক না কেন, দ্রুততার সাথে কিছু সঠিক পদক্ষেপ নিতে পারলে মোবাইল নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায়।
কোনো কারণে মোবাইল ভিজে গেলে তখন জানতে চাওয়া হয়, “মোবাইল পানিতে পড়লে কী করবো? মোবাইলে পানি ঢুললে কী করবো?“
আসলে আমাদের ফোন কখন পানিতে পড়ে যায় তা বলা যায় না। তাই পূর্বে থেকেই এসব বিষয়ে জেনে নেওয়া প্রয়োজন।
তাহলে আমরা আমাদের মোবাইলকে নষ্ট হওয়া থেকে খুব সহজেই রক্ষা করতে পারবো।
চলুন এবার জেনে নেওয়া যাক মোবাইল পানিতে পড়লে কী কী করা উচিত না এবং মোবাইল পানিতে পড়লে কী করতে হবে।
মোবাইল পানিতে পড়লে কী করা উচিত না?
আপনার শখের মোবাইল পানিতে পড়লে মাথা গরম না করে ঠান্ডা মাথায় সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।
তাড়াহুড়ো করে লোকের কথায় ভুল কিছু করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। মোবাইল পানিতে পড়লে আমাদের কী কী করা অনুচিত সেগুলো নিচে আলোচনা করা হলো-
০১. অনেকের পরামর্শ হলো মোবাইল ফোনের ভেতর পানি ঢুকলে ফোন চালের বস্তা বা ডামের মধ্যে রেখে দিতে হবে। যাতে চালগুলো মোবাইলের ভেতরে থাকা আর্দ্রতা শুষে নিতে পারে।
কিন্তু ফোন চালের বস্তা বা ডামের মধ্যে ডুবিয়ে রাখলে আপনার ফোনের ভেতরে চালে থাকা ময়লা ঢুকে যাবে।
তাই ফোনে যদি অল্প পরিমাণ পানি ঢুকে তাহলে চালের বস্তা বা ডামের মধ্যে রেখে দিবেন না। নাহলে উপকারের চেয়ে অপকারই বেশি হবে।
০২. আপনার মোবাইলটি যদি নতুন হয় এবং উক্ত মোবাইলের যদি ওয়ারেন্টি সুবিধা থেকে থাকে তাহলে পানিতে পড়া মোবাইল নিয়ে ওয়ারেন্টি সুবিধার অপেক্ষায় থাকবেন না।
কারণ, নির্মাতারা কেবল মাত্র নির্মাণত্রুটি পেলেই ওয়ারেন্টি সেবা দেবে। আপনার মোবাইল পানিতে পড়ার দায়ভার তাদের না। আর এ কারণে ঐ ফোনের ওয়ারেন্টি সুবিধা পাবেন না।
০৩. অহেতুক কোনো সুইস চাপবেন না। আর আপনার মোবাইলটি যদি বাটন মোবাইল হয়ে থাকে তাহলেও বাটন টিপবেন না।
আপনার হয়তো পরীক্ষা করতে মন চাবে যে, মোবাইল পানিতে পড়ে যাওয়ার পর মোবাইলের বাটনগুলো সঠিকভাবে কাজ করছে কিনা।
এমনটা মোটেও করবেন না। করলে এতে আরো সহজে বেশি করে পানি ঢুকে যাবে।
০৪. অতি চালাকি করে বৈদ্যুতিক চুলা বা গরম কোনো যন্ত্রের ভেতর মোবাইল রাখবেন না। জানেন তো, অতি চালাকের গলায় দড়ি।
০৫. ফোন কড়া রোদে শুকাতে দিবেন না।
০৬. ফোন শুকাতে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। হেয়ার ড্রায়ার ব্যবহার করার ফলে আপনার ফোনের ভেতরে থাকা যে পানি বাইরে নিয়ে আসার সম্ভাবনা ছিল, সে পানি আরো ভেতরে চলে যাবে।
আর হেয়ার ডায়ারের গরম বাতাস আপনার ফোনের ভেতরে থাকা স্পর্শকাতর উপাদানগুলো খুব সহজেই নষ্ট করে দিতে পারে।
০৭. পুরোপুরি ভাবে ঠিক না হওয়া পর্যন্ত পানিতে পড়া ফোনটি চার্জে লাগাবেন না।
মোবাইল পানিতে পড়ে গেলে করণীয় কী?
০১. মোবাইল পানিতে পড়লে সবার প্রথমে যত দ্রুত সম্ভব আপনার মোবাইল পানি থেকে উঠিয়ে ফেলুন।
০২. পানি থেকে উঠানোর পর আপনার মোবাইলটি তাড়াতাড়ি বন্ধ করে ফেলুন। এতে মোবাইলের ডেটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
০৩. মোবাইলের বাহ্যিক অংশে লেগে থাকা পানি টিস্যু কিংবা হাতের কাছে থাকা পরিস্কার, শুকনো নরম কাপড় দিয়ে সাবধানে মুছে ফেলুন।
০৪. মোবাইল ফোনের কভার এবং ভেতরে থাকা এক্সটারনাল মেমোরি (External Memory), সিম কার্ড বের করে ফেলুন।
মোবাইল ঠিক হওয়ার পর এগুলো আবার ব্যবহার করবেন। সম্ভব হলে ফোনের ব্যাটারি খুলে রাখুন।
০৫. মোবাইলটি বিভিন্ন দিক থেকে হালকা ঝাঁকাতে পারেন। এতে করে ভেতরের পানি হেডফোন জ্যাক ও চার্জিং পোর্ট দিয়ে বের হয়ে আসার সম্ভাবনা থাকবে।
০৬. টিস্যু অথবা পরিষ্কার শুকনো কাপড়ের মাঝখানে মোবাইলটি রেখে কাপড়টি দিয়ে ভালো ভাবে মুড়িয়ে রেখে দিন।
যদি সিলিকা জেল (Silica Gel) থেকে থাকে তাহলে সেগুলো ফোনের সাথে দিয়ে দিবেন। এরফলে ফোনের ভেতরের আর্দ্রতা দ্রুত শুষে নেবে।
০৭. আপনার বাসায় যদি ভ্যাকুম ক্লিনার (Vacuum Cleaner) থেকে থাকে তাহলে তা কাজে লাগাতে পারেন। ভ্যাকুম ক্লিনার আপনার ফোনের ভেতরের পানি বাইরে নিয়ে আসবে।
আরো ভালো ফল পেতে পরিষ্কার একটি মোজার ভেতর মোবাইলটি রেখে মোজার খোলা জায়গাটাতে ভ্যাকুম ক্লিনারের মুখটা রেখে তা চালু করে দিবেন।
০৮. আপনার ফোনে যদি বেশি পরিমাণে পানি ঢুকে তাহলে ফোনটি চালের বস্তা বা ডামের মধ্যে ডুবিয়ে রেখে দিতে পারেন। এতে চালগুলো মোবাইলের ভেতরে থাকা আর্দ্রতা শুষে নিবে।
যদিও চালের বস্তা বা ডামে ডুবিয়ে রাখলে আপনার ফোনের ভেতরে চালের ময়লা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ফোনটা পুরোপুরি ভাবে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে তা করতেই পারেন।
শেষ কথা, এতোকিছু করার পরেও যদি আপনার ফোনটি ঠিক না হয় তাহলে তারাতাড়ি অভিজ্ঞ কাউকে দেখান অথবা নিকটস্থ কোনো মোবাইল সার্ভিস সেন্টারে নিয়ে যান।