কীভাবে একটি সুন্দর ডোমেইন নাম নির্বাচন করা যায়?
ভুবনে সদ্য জন্মানো শিশুর জন্য তার মা-বাবা নাম রাখাটা নিয়ে খুনসুটি করেন, এটা স্বাভাবিক। তবে অনলাইন জগতে আপনার পার্সোনাল কিংবা ব্যবসায়িক উদ্দেশ্যে কেনা ডোমেইন নেইম ঠিক ততখানিই জরুরী, যতটা না তার কাজের পরিচিতির ব্যাপার হয়ে দাঁড়ায়।
কারণ, যতক্ষণ আপনার ব্যবসায় বা পার্সোনাল ওয়েবসাইট টিকে থাকবে তা সেই নামেই পরিচিত হবে। আপনার পার্সোনাল বা ব্যবসায়ের ওয়েবসাইটের জন্য ডোমেইন নেইম ঠিক করার অনেকগুলো সাধারণ গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে, যা আপনার পার্সোনাল বা ব্যবসায়ের ওয়েবসাইটের নাম বাছাই করার ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রাখবে।
ডোমেইন নাম নির্বাচন। |
আপনার ব্যবসা বা পার্সোনাল ওয়েবসাইটটির ধরণের উপর নির্ভর করে আপনি নাম ঠিক করতে পারেন। ওয়েবসাইটটি হতে পারে ব্লগ কিংবা অন্য কোনো বিষয়ক।
যাইহোক, আপনাকে অনলাইনে পরিচিত হতে হলে অবশ্যই একটি সুন্দর ও অর্থবহ ইউনিক ডোমেইন নাম বাছাই করে নেওয়া উচিত।
তাছাড়া একটি সুন্দর বা যথাযথ অর্থবহ ডোমেইন নাম বাছাই করে খুঁজে বের করাটা বেশ কষ্টসাধ্য বটে। একটি ব্যবসা দাঁড় করানোর মতোই ডোমেইন নাম নির্ধারণ করা সত্যিই কঠিন একটি কাজ।
আর এটি করতে অনেক চিন্তাভাবনার পাশাপাশি আরও অনেক বিষয় বিবেচনায় রাখতে হয়। যেহেতু অনলাইনে ডোমেইন নামটি আপনার বা আপনার ব্যবসার পরিচয় বহন করবে, তাই অবশ্যই এমন একটি নাম নির্বাচন করতে হবে, যা শুধুমাত্র আপনার ব্যবসার পরিচয়ই বহন করবে না, সাথে সাথে সেটি যেন অন্যরা সহজে খুঁজে পায় এবং আপনি যেন নামটি সব জায়গায় ব্যবহার করতে স্বাচ্ছ্যন্দ বোধ করেন।
একটি সেরা ডোমেইন নাম বাছাইয়ে যে কাজগুলো করবেন না-
০১. ডোমেইন নামটি কখনোই জটিল রাখবেন না।
০২. ডোমেইন নামে লেটার/বর্ণ অধিকসংখ্যক ব্যবহার করবেন না। অর্থাৎ আপনার ডোমেইন নামটি যেন বেশি বড় না হয়।
০৩. একটি ইউনিক ডোমেইন নাম বাছাইয়ে সংখ্যা এবং হাইফেন ব্যবহার না করাই ভালো।
০৪. ডোমেইন নাম এমন বাছাই করবেন না যেন তা অন্য কোনো পপুলার বা প্রতিষ্ঠিত কোম্পানীর নামের সাথে মিলে যায়।
০৫. বাংলা-ইংরেজি মিশ্রিত নামের ডোমেইন কেনা থেকে বিরত থাকুন।
০৬. আপনার ডোমেইন নামটি যেন আপনার ওয়েবসাইটের ধরনের সাথে অমিল না থাকে।
০৭. ডোমেইন অবৈধ উপায়ে ক্রয় করবেন না।
০৮. কারো প্ররোচনায় পড়ে কম দামে ডোমেইন কিনবেন না।
০৯. আপনি যে কাজে ডোমেইন কিনবেন সে কাজের সাথে অমিল রেখে ভিন্ন নামে ডোমেইন বাছাই করবেন না।
ওয়েবসাইটের জন্য একটি সঠিক ডোমেইন নাম বাছাইয়ের জন্য যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার-
০১. প্রথমত, আপনি যে ডোমেইন নাম পছন্দ করেছেন, সেটা কি কেউ আগেই কিনে রেখেছে কিনা তা যাছাই করুন।
০২. ডোমেইনটি সোশ্যাল মিডিয়াতে ব্লক অবস্থায় আছে কিনা তা পরীক্ষা করুন।
০৩. ডোমেইন নামটি ছোট রাখার চেষ্টা করুন। কারণ আপনার ভিজিটররা নামটি ভুলভাবে উচ্চারন করতে বা লিখতে পারে, এতে আপনার ওয়েবসাইটে কাঙ্খিত ভিজিটর হারানোর ঝুঁকিটা বেড়ে যাবে।
০৪. সহজবোধ্য, অর্থবহ এবং সুন্দর শ্রুতিমধুর একটি সঠিক ডোমেইন নাম বাছাই করুন, যা মানুষজন সহজে মনে রাখতে পারবে।
০৫. ডোমেইন নামের সাথে সংখ্যা রাখার কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ডোমেইন কিংবা ব্র্যান্ড নাম এর ক্ষেত্রে এখনই গুরুত্ব দিতে শুরু করুন।
কখনো সংখ্যা ব্যবহার করবেন না ডোমেইন নামের মধ্যে। এতে করে ডোমেইন নামটি প্রফেশনাল মনে হয়না এবং ব্র্যান্ড হিসেবেও মানুষের খুব একটা গ্রহণযোগ্যতা পায়না।
০৬. যদি আপনার ওয়েবসাইটে বাংলায় কনটেন্ট লিখে সবার মাঝে ছড়িয়ে দিতে চান, তাহলে ডোমেইন নাম নির্বাচনে বাংলা শব্দ ব্যবহার করতে পারেন। তাছাড়া, ভালো ইংরেজি নাম খুঁজে পাওয়া এখন প্রায় অসম্ভব একটি কাজ।
সেক্ষেত্রে আপনি সুন্দর বাংলা অর্থবোধক শব্দ ব্যবহার করতে পারেন। আর ইংরেজি কনটেন্ট নিয়ে কাজ করতে চাইলে সময় নিয়ে ইংরেজি নামের ডোমেইন বাছাই করতে পারেন।
০৭. আপনার পছন্দকৃত ডোমেইন নামটি অন্য কারো ট্রেডমার্ক বা কপিরাইট করা আছে কিনা অথবা অন্য কোনো কোম্পানী ব্যবহার করছে কিনা, তা ভালোভাবে যাচাই করে নিতে হবে।
এটা আপনার জন্য ভবিষ্যতে অনেক বড় লিগ্যাল ইস্যু হতে পারে এবং অনেক ঝামেলা পোহাতে হতে পারে তা বুঝে সামনে এগোতে হবে।
০৮. আরো কিছু বিষয় জেনে নিন:-
ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে .com ডোমেইন এক্সটেনশন ব্যবহার করে ডোমেইন নাম বাছাই করতে হবে।
কোনো সমাজসেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে .org ডোমেইন এক্সটেনশন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের ক্ষেত্রে .net ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।
.gov ব্যবহার করা সরকারি প্রতিষ্ঠানের ডোমেইন এক্সটেনশন আর শিক্ষা প্রতিষ্ঠানের ডোমেইন নামের সাথে .edu ডোমেইন এক্সটেনশন।
এবং তথ্যমূলক সাইটের নাম উল্লেখ করার ক্ষেত্রে মূলত .Info ডোমেইন এক্সটেনশন ব্যবহার করা হয়।
✯ নিউজ পোর্টাল ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচন।
যদি আপনার পছন্দ অনলাইন নিউজ পোর্টাল নিয়ে হয়, আমাদের পক্ষ থেকে আপনার জন্য কিছু ইউনিক ডোমেইন নেম নিচে দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ হলে তা ব্যবহার করতেে পারেন-
১. banglarbahok.com
২. banglarkothon.com
৩. banglarwiki.com
৪. protidinerpotro.com
৫. bortomankagoj.com
৬. jagosongbad.com
৭. manobdiganta.com
৮. banglashomoy.com
✯ জব নিউজ ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচন।
যদি আপনি জব নিউজ ওয়েবসাইটের জন্য ডোমেইন নিতে চান তাহলে নিচে দেওয়া ডোমেইনগুলো থেকেও নাম বাছাই করতে পারেন-
১. niyogmela.com
২. followjobsnotice.com
৩. followjobnotice.com
৪. kormobitan.com
৫. chakrirkhoje.com
৬. notunkaj.com
৭. ajkerkajkormo.com
৮. kormisondhan.com
✯ প্রযুক্তি বিষয়ক ব্লগ ওয়েবসাইটের জন্য ডোমেইন নির্বাচন।
বিভিন্ন টিপস, ট্রিক্স কিংবা প্রযুক্তি বিষয়ক নিশ নিয়ে কাজ করতে চাইলে যে ডোমেইনগুলো বাছাই করে নিতে পারেন-
১. tipsomachar.com
২. projuktibitan.com
৩. etipslover.com
৪. tickbrain.com
৫. ticksbrain.com
৬. pocotips.com
৭. fineticks.com
৮. techanyshare.com
আপনাদের জন্য পরবর্তীতে আরও অনেক ডোমেইন নাম নিয়ে আরেকটি পর্বে বিশদ তথ্যাদি নিয়ে হাজির হবো। তখন সবকিছু নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো।
সর্বশেষ বলতে চাই, আপনার ওয়েবসাইটের জন্য পছন্দের ডোমেইন নাম দ্রুত ক্রয় করুন। কারণ, ডোমেইন নামগুলো ইউনিক হয়, এবং কিনতে খুব বেশি খরচ করতে হয়না।
তাই, আপনার পছন্দের নামটি যত দ্রুত সম্ভব ক্রয় করুন। একবার কেউ ডোমেইনটি কিনে ফেললে আপনার জন্য সেটি সংগ্রহ করা অসম্ভব হয়ে যাবে।
ওয়েবসাইটের জন্য ডোমেইন নাম পছন্দ করা হয়ে গেলে কিনে রাখুন।প্রতিনিয়ত পছন্দের ডোমেইন নাম মানুষ কিনে রাখছে। আজ এইটুকুই। খোদা হাফেজ।
(লিখেছেন:- মো. আজিজুর রহমান।)
nice post
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে।
মুছুন