বগলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়- বগল পরিষ্কার করতে রেজার বা হেয়ার রিমুভাল ক্রিম দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার ফলে কালো দাগ পড়ে যায়। যা দেখতে খুবই বাজে লাগে।
রেজার বা হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করা ছাড়াও আরো কিছু কারনে বগলে কালো দাগ হতে পারে। যেমনঃ বংশগত কারনে, মরা কোষ জমে থাকা, অতিরিক্ত ডিওডোরেন্ট ও বডি স্প্রে ব্যবহার, জন্মনিয়ন্ত্রণ বড়ি, ডায়াবেটিস কিংবা হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া ইত্যাদি কারনে বগলে কালো দাগ হতে পারে।
অনেকের হয়তো স্লিভলেশ বা হাতকাটা কাপড় পড়তে পছন্দ। তবে বগলের কালো দাগের কারণে লজ্জায় পড়তে পারে না।
তাছাড়া বগলে কালো দাগ থাকলে নিজের কাছেও অস্বস্তি লাগে। আসুন বগলের কালো দাগ দূর করার বেশ কিছু ঘরোয়া উপায় জেনে নেই-
বগলের কালো দাগ দূর করার ঘরোয়া উপায়।
০১ঃ বগলের কালো দাগ দূর করতে লেবুর রস খুবই কার্যকরী। লেবু সহজ একটি উপকরণ যা প্রায় সবার বাসাতেই থাকে।
প্রতিদিন ৫ মিনিট করে লেবুর ফালি বগলের নিচে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে ৩ সপ্তাহ করুন। দেখবেন দাগ দূর হয়ে গেছে।
০২ঃ শসার রস বানিয়ে তার সাথে সামান্য লেবুর রস ও এক চিমটি হলুদের গুঁড়া একত্র করে ভালোভাবে মিশিয়ে বগলের নিচে বিশ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। দেখবেন বগলের নিচের কালো দাগ আর থাকছেনা।
০৩ঃ আলু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। তাই আলু (অথবা শশা) পাতলা করে কেটে ১৫-২০ মিনিট ধরে বগলে ঘষে ধুয়ে ফেলুন।
০৪ঃ চন্দন ও গোলাপজল একত্রে ভালো ভাবে মিশিয়ে বগলে লাগাতে পারেন। চন্দন ব্যবহার করার ফলে ফর্সা হবে আর গোলাপ জল ত্বক ঠান্ডা ও নরম রাখবে।
০৫ঃ নারিকেল তেলে ভিটামিন ই থাকে। নারিকেল তেল ব্যবহার করলে এটির ভিটামিন ই উপাদান বগলের কালো দাগ তুলতে সাহায্য করবে। তাই নারিকেল তেল বগলে ম্যাসাজ করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
০৬ঃ কমলার খোসা ছাড়িয়ে তা রোদে শুকান। শুকানো কমলার খোসা পাউডার বানিয়ে ব্যবহার করলেও বগলের কালো দাগ দূর হবে।
বগলের দাগ দূর করার ঘরোয়া উপায়গুলো কাজে না আসলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।