হাজারকে কেনো K দিয়ে প্রকাশ করা হয়?

হাজারকে কেনো K বলা হয়:- আমরা যখন ইউটিউব বা ফেসবুকে ভিডিও দেখি তখন অনেক সময় দেখতে পাই  বিভিন্ন ভিডিওতে 300K, 200K, 400K ভিউস থাকে।

আবার ফেসবুকের বিভিন্ন পেজের ফলোয়ার বা পোস্টের রিয়াক্ট ও মন্তব্য গণনা হয় 2K, 3K, 7K ইত্যাদি হিসেবে। এখানে K এর মানে হচ্ছে হাজার তা আমরা সবাই জানি।

কিন্তু কখনো কি জানতে ইচ্ছে হয়েছে যে, কেনো হাজারকে 'কে' বা 'K' শব্দ দিয়ে প্রকাশ করা হয়? তাছাড়া আমরা জানি হাজার এর ইংরেজি শব্দ হচ্ছে 'Thousand'। তাহলে কেনো 'কে' বলতে হাজার বুঝানো হয়? চলুন আজকে তার ইতিহাস জেনে নিই।

হাজারকে কেনো K দিয়ে প্রকাশ করা হয়? হাজারকে কেনো K বলা হয়?

K দিয়ে কেনো হাজার বুঝানো হয়?

'কে' শব্দটির উৎপত্তি হয়েছে গ্রীক শব্দ ‘Chilioi’, ‘চিলয়’ বা ‘কিলয়’ থেকে। কিলয় কথাটি গ্রীকরা ব্যবহার করতো হাজার হিসেবে।

কাজেই তারা বাজার থেকে যদি ৫ হাজার টাকার কোনো পণ্য কিনে আনতো তাহলে বলত পণ্যটির দাম ৫ কে টাকা, যদি ৮ হাজার টাকার পণ্য কিনে আনতো তাহলে বলতো তার ৮ কে টাকা।

ঐ একই গ্রীক শব্দ ‘কিলয়’কে পরবর্তীতে ফ্রেঞ্চরাও তাদের শব্দভাণ্ডারে যোগ করে নেয়। তবে তারা একটু ছোট করে 'কিলয়' শব্দ থেকে ‘কিলো’তে পরিণত করে।

কিলো শব্দটি পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশেও কিলোগ্রাম বা কেজি হিসেবে ব্যবহার করা হয়। একই ভাবে কিলোমিটার, কিলোগ্রাম, কিলো টন ইত্যাদি ক্ষেত্রেও কিলো শব্দটি যুক্ত হয়।

খুব জলদিই সমগ্র পৃথিবী এই শব্দটি গ্রহণ করে এবং কিলোকে সংক্ষেপে শুধুমাত্র ‘কে’ বা 'K' দিয়ে প্রকাশ করে। সেই থেকে হাজারের সংক্ষিপ্ত রূপ হিসেবে 'কে' বা 'K' শব্দটির ব্যবহার করা হয়।

Post a Comment

Previous Post Next Post