ব্লগিং ও এডসেন্স বিষয়ক ১০ টি কমন প্রশ্নের সহজ উত্তর জেনে নিন।

ব্লগিং ও এডসেন্স বিষয়ে জানতে চাওয়া ১০ টি কমন প্রশ্নের সহজ উত্তর।

ব্লগিং বিষয়ে অনেকের মনে নানা প্রশ্ন উদিত হয়, নানা ঝামেলায় আবার কৌতুহলী হয়ে অজানা প্রশ্নের উত্তর জানতে চাওয়ার প্রবণতা তৈরি হয়। নিচে ব্লগিং বিষয়ে আপনাদের জানতে চাওয়া ১০ কমন প্রশ্নের সহজ উত্তর ক্রমান্বয়ে সাজিয়ে দেয়া হলো-

১. অনলাইনের সকল ধরণের কাজের জন্য কোথায় ব্যাংক এ্যাকাউন্ট করলে ভাল হবে? (adsense ও affiliate এই দুইটা বিশেষ করে)

উত্তর: প্রতি মাসে ১০০ ডলারের বেশি কিংবা ৬০ পাউন্ডের বেশি হলে adsense তা পাবলিশারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। বাংলাদেশী এডসেন্স পাবলিশারা সরাসরি ব্যাংক এ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ উত্তোলন করতে পারেন।

তবে আমি পার্সোনালি Islami Bank Bangladesh Ltd এ এ্যাকাউন্ট এড করতে বলবো। অনেকেরই এই ব্যাংক প্রথম পছন্দ। এরপর তালিকায় আমি রাখবো Dutch-Bangla Bank Limited-কে।

২. আমি একটি ব্লগ ওয়েবসাইট করতে চাচ্ছি।
কোন ক্যাটাগরির কনটেন্ট লেখে আমি খুব তাড়াতাড়ি (Grow) করতে পারব আমার ওয়েবসাইটকে?

উত্তর: আপনার যে বিষয় নিয়ে কাজ করতে ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ শুরু করেন। তা
নাহলে কিছুদিন পরে কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন। নয়তোবা লেখার কিছু পাবেন না।

৩. WP (ওয়ার্ডপ্রেস) সাইটে কোন Plugin ব্যবহারের মাধ্যমে Content কপি হওয়ার হাত থেকে রক্ষা করা যায়, মানে আমার কনটেন্ট কেউ কপি করতে পারবে না?

উত্তর: আপনি WP Content Copy Protection & No Right Click এটা ব্যবহার করতে পারেন।

ব্লগিং করে কত টাকা আয় করা যায়, ব্লগিং টিউটোরিয়াল, ব্লগিং করে কিভাবে আয় করা যায়, ব্লগিং এর সুবিধা, ব্লগিং করে টাকা ইনকাম, ব্লগিং করে টাকা আয়, ব্লগিং করে টাকা, ব্লগিং থেকে ইনকাম।
ব্লগিং করে টাকা আয়।


৪. Adsense Apply করার পর Auto Ads On করে রাখলে কি প্রবলেম হবে?

উত্তর: না, কোনো সমস্যা হবো না।

৫. wplocker থেকে ক্র্যাক থিম ব্যবহার করলে কোনো সমস্যা হবে? (বি.দ্র. প্যাক্টিস করার করার জন্য)

উত্তর: প্রফেশনাল কাজে ব্যবহার না করাই উত্তম। তবে শুধু প্যাক্টিস করার জন্য হলে সমস্যা নেই।

৬. আচ্ছা, গুগুলে ইনডেক্স করে নিতে হয়? নাকি নিজে থেকেই অটোমেটিক হয়ে যায়?

উত্তর: নিজে থেকেই হয়। ইনডেক্স নিয়ে চিন্তা করবেন না। সাইটকে র‍্যাংক করানোর চিন্তা করেন, ভালো হবে।

৭. এডসেন্স পিন এর জন্য আবেদন করার টাইমে বিভাগ ভুল দিয়ে ফেলেছি এটা সমাধানের কোন পথ আছে?

উত্তর: হ্যাঁ, আছে। আপনার এ্যাকান্টের ১০ ডলার পূর্ণ হওয়ার আগে তা এডিট করে নিতে পারেন। আর যদি ভুল ঠিকানায় চিঠি পাঠানো হলে, পুনরায় তো আবার সংশোধনের সুযোগ থাকছেই।

৮. একবার এডসেন্স পাওয়ার পর যদি ব্লক হয়। সেই সাইটে কি আবার কোন ভাবে এডসেন্স ফিরিয়ে আনা যায়?

উত্তর: হ্যাঁ, যায়। পূর্বের adsence এর code remove করে new mail and new device দিয়ে আবার apply করলে পাবেন।

৯. ইংরেজি সাইটে বাংলা কন্টেন্ট দিলে কী এডসেন্স পেতে সমস্যা হবে?

উত্তর: না, এতে কোনো সমস্যা হবে না।

১০. আমি যদি আমার ডোমেইনের রিনিউ চার্জ ১ বছর পর পেইড না করি বা পরে করতে চাই সেক্ষেত্রে ডোমেইনটার কি হবে? সেটা কি আমারই থাকবে? না পরে যেকোনো সময় পে করে ব্যবহার করতে পারবো?
নাকি হাতছাড়া হয়ে যাবে?

উত্তর: Expired হয়ে গেলে সেটা পাবলিকলি এভেইলেবল হয়ে যাবে এবং যে কেউ সেটাকে রেগুলার প্রাইসে কিনতে পারবে। এক্ষেত্রে অনেক কোম্পানি আছে যারা মেয়াদউত্তীর্ণ ডোমেইনের প্রতি নজর রাখে, যদি তাদের আপনার ডোমেইনটি পছন্দ হয়ে যায়, তাহলে সেটা তারা কিনে নিবে। ফলে আপনি আপনার ডোমেইনটি চিরতরে হারাবেন।

সংকলনেঃ মোঃ আজিজুর রহমান।
সকলকে ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post