বিকাশ অফার - Bkash offer
বিকাশের এই অফারটি সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য এই মাসের সেরা অফার!
বিকাশ অ্যাপ থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে (সকাল ১০টা-রাত ১০টার মধ্যে) ৯৯টাকা রিচার্জ করুন। প্রতি মিনিটে প্রথম রিচার্জকারী পরবর্তী কার্যদিবসের মধ্যে পাবেন ১০০% ক্যাশব্যাক।
আর সাথে সবাই পাবেন ১৬০ মিনিট টকটাইম (যার মেয়াদ ৭দিন)।
অফারের সময়সূচি:
অফারটি ২৩-২৯ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত চলবে।
অফারের শর্তাবলী:
* অ্যাপ অথবা *247# ডায়াল করে মোবাইল রিচার্জ বিকাশ করে গ্রাহক ক্যাশব্যাক পেতে পারেন।
* অফারের জন্য যোগ্য গ্রাহক রিচার্জের পরবর্তী দিবসে ক্যাশব্যাক পাবেন।
* গ্রামীণফোন গ্রাহক নিজের বিকাশ একাউন্ট থেকে সফলভাবে যেকোনো গ্রামীণফোন নাম্বারে অফারের সময়সীমার মধ্যে সকাল ১০টা-রাত ১০টার মধ্যে যেকোনো মিনিটে সর্বপ্রথম ৯৯ টাকা রিচার্জ করলে ১০০% ক্যাশব্যাক পাবেন।
* অফার চলাকালীন একজন গ্রাহক একবার ক্যাশব্যাক পাবেন। শুধুমাত্র ০১৭ ও ০১৩ দিয়ে শুরু হওয়া বিকাশ একাউন্ট গ্রাহক নিজের বিকাশ একাউন্ট থেকে যেকোনো গ্রামীণফোন নাম্বারে রিচার্জ করলে ১০০% ক্যাশব্যাক পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।
* একই সময়ে একাধিক রিচার্জকারীর ক্ষেত্রে সিস্টেম কর্তৃক বিজয়ী নির্ধারিত হবে।
* ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে।
* যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, তাহলে গ্রাহক আর ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না।
* গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে পরপর তিনবার পুনরায় ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক ক্যাশব্যাক অফারের জন্য আর বিবেচিত হবেন না।
* বিকাশ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মোবাইল নেটওয়ার্ক অপারেটরের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
* কোনো নির্দিষ্ট লেনদেন অথবা গ্রাহক লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাশব্যাক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক বাতিলের অধিকার সংরক্ষণ করে।
* যদি মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোনো সেবার প্রাপ্যতা ও ডেলিভারি নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহকের কাছে মোবাইল রিচার্জ সেবা সরবরাহ করে। মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রাহককে কোনো সেবা সঠিকভাবে দিতে না পারার কারণে যদি মূল্য ফেরত দেয় তাহলে বিকাশ ঐ নির্দিষ্ট লেনদেনের জন্য গ্রাহকের ক্যাশব্যাক লিমিট পুনর্বহাল করতে বাধ্য নয়। গ্রাহক ক্যাশব্যাক অফারটি গ্রহণ করেছেন বলে ধরে নেওয়া হবে।
আরও বিস্তারিত জানুন: বিকাশের অফিশিয়াল ওয়েবসাইটে। তাই এখানে ক্লিক করুন।