আমরা সবাই চাই আমাদের ফোনের স্ক্রিনে মনের মতো একটা ওয়ালপেপার সেট করতে। যাতে সবাই দেখে ওয়ালপেপারটি পছন্দ করে।
তাছাড়া ভালো একটা মোবাইল ওয়ালপেপার সেট করলে মোবাইল ফোনের আলাদা একটি সুন্দর look আসে, দেখতে ভালো দেখা যায়।
HD Wallpaper Download |
তাই ভালো কিছু ওয়ালপেপার ছবি সংগ্রহে রাখা অনেক জরুরি। মোবাইলে ওয়ালপেপার সেট করা ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেও ভালো কিছু ফটো ডাউনলোড করে সংগ্রহে রাখা প্রয়োজন।
আর তার জন্য সুন্দর ছবি ডাউনলোড করতে অনেক বেগ পেতে হয়। অনেকেই গুগলে গিয়ে সার্চ করি ওয়ালপেপার hd, ফুলের ছবি Download 2021, বাংলা লেখা পিকচার ডাউনলোড ২০২১ ইত্যাদি ইত্যাদি লিখে।
তবে গুগলে যেসব অসংখ্য ওয়ালপেপার পিকচার দেখানো হয় তা থেকে ভালো কিছু HD ওয়ালপেপার ছবি ডাউনলোড করা খুবই কষ্টের। কারণ এতো এতো ছবির ভিড়ে ভালো ছবি খুঁজে বের করা ঝামেলা।
তবে আজকে আমি আপনাদেরকে ছোট একটি এন্ড্রয়েড ওয়ালপেপার অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দিব। এপটি গুগল প্লে স্টোর থেকে ১০০ মিলিয়ন+ সংখ্যক বার ডাউনলোড করা হয়েছে এবং রেটিং পয়েন্ট ৪.৫।
অ্যাপ্লিকেশনটিতে হাজার হাজার এইচডি ওয়ালপেপার রয়েছে। সেগুলো থেকে আপনার পছন্দের ছবি বা ওয়ালপেপারগুলো খুব সহজেই বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
তাছাড়া এপটি চালু করতে কোনো একাউন্ট খোলা বাধ্যতামূলক নয়। এপটিতে প্রবেশ করলেই উপরের থ্রিডট মেনুতে কিছু অপশন দেখতে পাবেন।
ওয়ালপেপার পেতে সেগুলো থেকে ওয়ালপেপার 'Wallpapers' অপশনটিতে ক্লিক করা মাত্রই আপনাকে জনপ্রিয় সব ওয়ালপেপার দেখানো হবে।
আর Wallpapers থেকে "Categories" লেখায় ক্লিক করলে ওয়ালপেপারের বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাবেন।
সেখান থেকে খুব সহজেই ফুলের ওয়ালপেপার ডাউনলোড ২০২১, দেয়ালের ওয়ালপেপার, কষ্টের পিকচার ডাউনলোড ২০২১, ভালবাসার ওয়ালপেপার ২০২১, ফানি ছবি, প্রানীর ছবি, প্রাকৃতিক ছবি, বলিউড পিকচার সহ অসংখ্য অসংখ্য HD ওয়ালপেপার ফটো ডাউনলোড করতে পারবেন।
আপনার পছন্দের ওয়ালপেপারটিতে ক্লিক করে ডাউনলোড আইকনে ক্লিক করলেই কিছু আপশন দেখতে পাবেন সেগুলো হলোঃ-
Set Wallpaper,
Set Lock Screen,
Set Both,
Adjust,
এবং Save To Media Folder.
পছন্দের মোবাইল ওয়ালপেপার ডাউনলোড করতে সবার নিচের "Save To Media Folder" লেখায় ক্লিক করলেই ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে।
এই এপসটির আরেকটি সুবিধা হচ্ছে এখান থেকে ওয়ালপেপার ছবি ছাড়াও সুন্দর সুন্দর ভিডিও ওয়ালপেপার ও মোবাইল রিংটোন খুব সহজেই ডাউনলোড করতে পারবেন।
আর আপনি যদি তাদের প্রেমিয়াম মেম্বার হোন তাহলে আরো অনেক সুবিধা ভোগ করতে পারবেন।
জনপ্রিয় এই মোবাইল ওয়ালপেপার এপ্লিকেশনটি গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনস্টল করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।
সকলকে ধন্যবাদ।