হ্যাপি নিউ ইয়ার এর এসএমএস ২০২২-
সকলকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ২০২১ সাল প্রায় শেষ। আবার আরেকটি নতুন বছরের শুরু হতে চলেছে।
Happy New Year SMS Bangla 2022. |
২০২১ সালের ফেলে আসা দিনগুলোতে আমরা যেমন অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছিও। সেই দিনগুলোর কিছু স্মৃতি ছিল সুখের, আবার কিছু স্মৃতি ছিল বেদনার।
তবে সবারই আশা, পুরাতন বছরের যেসকল চাওয়া না পাওয়া রয়ে আছে, যেসকল ইচ্ছা অপূর্ণ রয়ে আছে সেগুলো নতুন বছরে নতুন করে পাওয়া। আর এই চাওয়া পাওয়া কে ঘিরেই তো চলে আমাদের জীবন।
তাইতো আমরা আমাদের প্রিয় জনদের প্রতিটি নতুন বছরের উপলক্ষে বিভিন্ন উপহার প্রদান করে থাকি। আর কাছের মানুষ, বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন সকলের জন্য শুভ কামনা করে থাকি।
যাদেরকে নতুন বছরের শুভেচ্ছা 2022 জানাবো তাদের সবাই আমাদের কাছাকাছি থাকে তা কিন্তু নয়! আমাদের থেকে যারা দূরে অবস্থান করছে তাদেরও আমরা মোবাইল এসএমএস এর মাধ্যমে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বা, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ২০২২ জানাতে পারি।
তাছাড়া ইমু, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার সহ বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেসেজ করেও নতুন বছরের শুভেচ্ছা sms সেন্ড করতে পারি।
তাই আজকে আমি এমনই কিছু হ্যাপি নিউ ইয়ার এসএমএস 2022 নিয়ে হাজির হয়েছি, যা আপনার কাছের মানুষদের সেন্ড করে নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা কামনা জানাতে পারেন।
২০২২ নতুন বছরের শুরুটা আরও সুন্দর ও আনন্দের করে তুলতে নিচে দেওয়া হ্যাপি নিউ ইয়ার sms গুলো থেকে আপনার পছন্দের এসএমএস টি কপি করে আপনার প্রিয়জনদের সেন্ড করুন।
#হ্যাপি নিউ ইয়ার এর sms:
নতুন বছরের নতুন সূর্য 🌄
বয়ে আনুক আপনার আনন্দ,
নতুন বছরের নতুন আলো 🌅
জীবন হোক সবার ধন্য,
নতুন বছরের নতুন আশা 🥰
সবাই মিলে বাধবো সুখের বাসা।
*হ্যাপি নিউ ইয়ার ২০২২*
#new year sms বাংলাঃ
নতুন দিনের নতুন আলো, 🌄
দূরে নিয়ে যাক নিকষ কালো।
নতুন সূর্য নতুন প্রানে, 🌅
বাজাও বাদ্য জীবন গানে।
কাটুক আঁধার আলোর স্পর্শে, 🥰
মেতে উঠুক মন নতুন বর্ষে।
#হ্যাপি নিউ ইয়ার এসএমএস বাংলাঃ
আগামী বছরটি তোমার জীবনে যেন
পৃথিবীর যাবতীয় খুশি নিয়ে আসে। 🥰
সুখে কাটুক তোমার আরো একটি বছর।
হ্যাপী নিউ ইয়ার_২০২২ 💝
#হ্যাপি নিউ ইয়ার বাংলা sms:
🌺 ফুল ফুটেছে বনে বনে,
ভাবছি তোমায় মনে মনে,
🗣️ বলছি তোমায় কানে কানে,
শুভ নববর্ষ ২০২২।
#বাংলা নিউ ইয়ার এসএমএসঃ
এটি সেই সময়, যখন সবাই অতীতের কথা ভুলে আশা-ভরসা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে।
💌*হ্যাপী নিউ ইয়ার*💌
#ইংরেজী নতুন বছরের এসএমএসঃ
নতুন বছর আসুক নিয়ে,
নতুন নতুন আশা। 🥰
পৃথিবীতে ছড়িয়ে দিক
অনেক অনেক ভালবাসা। 💗
💌 হ্যাপী নিউ ইয়ার 💌
#হেপি নিউ ইয়ার এসএমএসঃ
দিন যদি চলে যায়, দিগন্তের শেষে রাত।
যদি চলে যায় তারার দেশে! ভেব না বন্ধু,
আমি থাকব তোমাদের পাশে।
🌺*হ্যাপি নিউ ইয়ার*🌹
এমন আরো অনেক ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা বার্তা পেতে নিচে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে সেখান থেকে ছোট এই এন্ড্রয়েড অ্যাপটি ফ্রিতেই ইনস্টল করে নিন।
ধন্যবাদ।