আজকে মেসেঞ্জার সমস্যার সমাধান নিয়ে যে পোস্টটি করা হচ্ছে তা অত্যন্ত ছোট এবং সহজ একটি ব্যাপার। যা হয়তো পোস্টের টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। আর তা হয়তো অনেকেরই জানা।
তবে সমস্যার সমাধান না জানলে ছোট সমস্যাগুলোও অনেক সময় অনেক বড় ধরনের প্রভাব ফেলে। তাই আশা করি, যারা এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আজকের পোস্টটি তাদের জন্য অনেক কার্যকরী একটি পোস্ট হতে চলেছে।
মেসেঞ্জার থেকে রিমুভ করে দিন যারা আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেই। |
বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে অথচ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আমাদের প্রায় সবারই একটি করে ফেসবুক একাউন্ট আছে।
যা কম-বেশি সবাই ব্যবহার করে থাকি। আর 'ফেসবুক মেসেঞ্জার' ও 'মেসেঞ্জার লাইট' হচ্ছে ফেসবুকেরই এপস। যা সাধারণত এক ফেসবুক ব্যবহারকারী অন্য ফেসবুক ব্যবহারকারীর সাথে মেসেঞ্জারে ভিডিও কল কিংবা অডিও কলে কথা বলা, মেসেজ আদান-প্রদান, ভয়েস চ্যাট, মেসেঞ্জার গ্রুপ চ্যাট সহ নানা কাজে ব্যবহার করে থাকি।
যত দিন যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ আরো নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। আমাদের প্রাত্যহিক অনলাইন জীবনে মেসেঞ্জার অ্যাপস অঙ্গাঅঙ্গি ভাবে জরিত।
সাধারণত মেসেঞ্জারের একটিভ লিস্টে আমরা আমাদের ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা যেসকল বন্ধু-বান্ধব ফেসবুকে একটিভ থাকে তাদেরকে দেখতে পাই। তবে কখনো কখনো দেখা যায় আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেই অথচ তাদের আইডি আমাদের চ্যাট লিস্টে কিংবা একটিভ লিস্টে সবার আগে এসে বসে আছে।
যাদের অনেককেই হয়তো আমরা চিনিই না। নতুন মেসেঞ্জার ব্যবহারকারী কিংবা পুরাতন মেসেঞ্জার ব্যবহারকারী সবাই একই সমস্যায় পড়েন। এই সমস্যাটি অনেক বিরক্তির।
আর এ বিরক্তি থেকে রক্ষা পেতে আমরা হয়তো সেই ব্যক্তিকে ফেসবুক থেকে ব্লক করে দিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি। তবে এর জন্য কাউকে ব্লক করে দেওয়া কোনো সমাধান নয়।
মেসেঞ্জার সেটিং থেকেই খুব সহজে এসব কন্টাক্ট রিমুভ করা যায়। সমস্যার সমাধান জানার আগে চলুন জেনে নেই, এমনটা কেন হয়?
এরকম হওয়ার মূল কারণ হচ্ছে, আপনি যখন মেসেঞ্জারে কারো সাথে মেসেজ আদান-প্রদান করবেন তখন সে যদি আপনার ফ্রেন্ড লিস্টে নাও থাকে তাহলেও মেসেঞ্জারের কন্টাক্ট লিষ্টে যুক্ত হবে এবং যখন সে একটিভ থাকবে তখন তাকে একটিভ লিস্টে দেখাবে।
কাজেই আপনার মেসেঞ্জারের একটিভ লিস্টে যদি আপনি এমন কাউকে দেখতে পান যে আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে নেই, তার মানে আপনি কখনো না কখনো তার সাথে মেসেজ আদান-প্রদান করেছেন। আর তার জন্যেই সে আপনার মেসেঞ্জারের কন্টাক্ট লিস্টে যুক্ত হয়েছে।
ফ্রেন্ড লিস্টে না থাকা আইডিগুলো মেসেঞ্জার থেকে রিমুভ করবেন যেভাবেঃ-
০১ঃ প্রথমে আপনার ফেসবুক মেসেঞ্জারে প্রবেশ করুন। মেসেঞ্জারে প্রবেশ করলেই সবার নিচে 'Chats' ও 'People' নামে দুটি অপশন দেখতে পারবেন। এখান থেকে 'People' লেখা অপশনটিতে ক্লিক করুন।
০২ঃ এরপর সবার উপরে ডান পাশে নিচের চিত্রের মতো দুটি অপশন দেখতে পারবেন। সেখান থেকে মার্ক করা বাম পাশের কন্টাক্ট আইকনটিতে ক্লিক করুন।
০৩ঃ মেসেঞ্জারে যুক্ত হওয়া সকলের লিস্ট এখানে দেখতে পাবেন। মেসেঞ্জার থেকে কাউকে রিমুভ করতে তার নাম খুঁজে বের করুন এবং নামের পাশে "🅘" আইকনটিতে ক্লিক করে "Remove Contact" লেখায় ক্লিক করুন এবং 'Remove' করে দিন।
এভাবে রিমুভ করে দিলে মেসেঞ্জারের একটিভ লিস্টে আর সেই আইডি দেখাবে না।