ইমুতে আসা বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায়। || বিজ্ঞাপন ছাড়া ইমু সফটওয়্যার ডাউনলোড করতে চাই।

ইমুতে আসা বিরক্তিকর বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশন বন্ধ করার নিয়ম- অডিও-ভিডিও কলে কথা বলা, মেসেজ আদান-প্রদান কিংবা ভয়েস চ্যাট করার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার রয়েছে।


ইমুতে আসা বিরক্তিকর বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশন বন্ধ করার নিয়ম, ইমু নাম্বার, ইমু বেটা, ইমু খোলার নিয়ম, ইমু লাইভ, নতুন ইমু সফটওয়্যার ডাউনলোড করতে চাই, সপটার ইমু, ইমু সপটার ডাউনলোড, ইমু এপ ডাউনলোড, নতুন ইমু ডাউনলোড, ইমু ডাউনলোড করতে চাই, ইমু এপস ডাউনলোড, ইমু ছপটার, ইমু সেটিং ইমু লাইট, imo lite apk, ads free imo.
ইমুতে আসা বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায়।

তবে আমরা সবাই কম-বেশি ইমু সফটওয়্যারটিই ব্যবহার করে থাকি। ইমু অনেক জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ্লিকেশন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ইমু সফটার এর জনপ্রিয়তা অনেক বেশি।

বর্তমানে ইমু সপটার শুধু কথা বলা আর মেসেজ আদান-প্রদান করার জন্যই নয়, তারা তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে।

তাই তাদের ব্যবহারকারীর সংখ্যাও প্রতিনিয়ত বেড়ে চলেছে। ইমু এপস ব্যবহারের সুবিধা অনেক। তা আমরা সবাই জানি। তবে এর যন্ত্রণারও শেষ নেই!

যেখানে সেখানে অত্যাধিক বিজ্ঞাপন আর অহেতুক  নোটিফিকেশনের যন্ত্রণায় ইচ্ছে হয়না আর ইমু সফটওয়্যার ব্যবহার করতে। তবে বন্ধু-বান্ধব, আত্নীয় সজন ও পরিচিতদের সাথে যোগাযোগ রক্ষার্থে যন্ত্রণা সহ্য করেই ব্যবহার করে যেতে হয়।

আপনি ইমু সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করেন কিংবা ইমু বেটা সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করেন তবু একই সমস্যায় আপনাকে পরতে হবে।

ইমোতে আসা এসব বিরক্তিকর বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশন বন্ধ করার দুটি উপায় রয়েছে। আর তা হলোঃ- টাকা খরচ করে প্রেমিয়াম মেম্বার হওয়া।

অথবা বিনা খরচে নতুন ইমু ডাউনলোড করে ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করা। চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাকঃ-

প্রেমিয়াম মেম্বার হওয়ার মাধ্যমে ইমুর বিজ্ঞাপন বন্ধ করা।

আপনি যদি আপনার ইমু একাউন্টটিতে কোনো বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশন দেখতে না চান তাহলে আপনাকে তাদের প্রেমিয়াম মেম্বার হতে হবে।

আর এর জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে প্রদান করতে হবে। আমি যদি তাদের প্রেমিয়াম মেম্বার হতে চাই তাহলে তারা আমাকে প্রতি মাসে ৩.৭৯ সৌদি রিয়াল পে করতে বলে।

যা বাংলাদেশের টাকায় দারায় ৮৫ টাকারও বেশি। প্রতি মাসে এতো টাকা খরচ করে আপনি যদি প্রেমিয়াম মেম্বার হোন তাহলে তারা আপনাকে যেসকল সুবিধাসমূহ প্রদান করবে, সেগুলো হলোঃ-

০১. তারা তাদের বিজ্ঞাপনগুলো দেখানো বন্ধ করে দেবে।

০২. তারা আপনাকে ২৫ জিবি ক্লাউড স্টোরেজ প্রদান করবে।

০৩. সাধারণ ইমুতে আপনার প্রফাইলটি শেষ ৭ দিনে কে কে ভিজিট করেছে তা দেখা যায়। তবে প্রেমিয়াম মেম্বার হলে শেষ ৩০ দিনের কিংবা আরো বেশি দিনের তথ্য দেখতে পারবেন।

০৪. আপনাকে প্রেমিয়াম মেম্বার ব্যাজ প্রদান করা হবে।

০৫. এবং প্রেমিয়াম কন্টাক্ট কার্ড দেওয়া হবে।

এসকল সুবিধার পাশাপাশি পরবর্তীতে তারা আরো বিভিন্ন সুবিধা যুক্ত করতে কাজ করে যাচ্ছে।

ইমু লাইট ব্যবহার করার মাধ্যমে ফ্রিতে বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম।

আপনি যদি টাকা খরচ না করে ইমুর এসব বিরক্তিকর বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশনের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে আপনাকে আপনার বর্তমান ইমু (Imo) বা ইমু বেটা (Imo Beta) অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ করে দিয়ে ইমু লাইট (Imo Lite) অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে।

ইমু লাইট হচ্ছে ইমু কোম্পানির আরো একটি সফটওয়্যার। তবে আগেই বলে রাখি, ইমু লাইট অ্যাপ্লিকেশনে আপনি ইমু বা ইমু বেটার সবগুলো ফিচার পাবেন না।

যেমনঃ ইমু লাইভ, মাই প্লানেট, অনলাইন ভয়েস রুম ইত্যাদি ফিচার থেকে বঞ্চিত হবেন। তবে ইমুতে আপনার উদ্দেশ্য যদি থাকে অডিও-ভিডিও কলে কথা বলা, মেসেজ আদান-প্রদান, ভয়েস চ্যাট করা, স্টোরি অপশনটি ব্যবহার ও ইমু গ্রুপ ব্যবহার করা তাহলে ইমু লাইট অ্যাপ্লিকেশনটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

আর এর জন্য গুগলে গিয়ে 'Imo lite apk' লিখে সার্চ করুন। এবং প্রথম লিংকটিতে প্রবেশ করে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে নিন। অথবা সরাসরি এখান থেকে ডাউনলোড করে নিন।

ইমু লাইট অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন। এরপর আপনার ইমু নাম্বার দিয়ে পিন ভেরিফিকেশনের মাধ্যমে একাউন্টটি লগিন করে নিন।

আরেকটি কথা না বললেই নয়, তা হলো আপনি যদি পূর্বে ব্যবহৃত ইমু নাম্বার দিয়ে ইমু লাইটে একাউন্ট খুলুন তাহলে আপনার পূর্বে ব্যবহৃত Imo একাউন্টের কোনো ডেটা কিংবা কন্টাক্ট হারাবে না।

তাই পুরনো Imo এপসটি আনস্টল দিয়ে নিশ্চিন্তে Imo Lite এপসটি ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post