বিরক্তিকর ফেসবুক ট্যাগ বন্ধ করার নিয়ম। || ফেসবুকে ট্যাগ বন্ধ করার উপায়।

ফেসবুক ট্যাগ বন্ধ করার নিয়ম।- ইন্টারনেট ব্যবহার করে অথচ ফেসবুক চালায় না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! আমরা প্রায় সবাই কম-বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করি।

কেউ হয়তো শখের বসে আর কেউ হয়তো বন্ধু-বান্ধব, আত্নীয়, পরিচিতদের সাথে যোগাযোগ রক্ষার জন্য ফেসবুক ব্যবহার করি। বিনোদনের জন্যেও ফেসবুকের জুরি নেই।

ফেসবুক ট্যাগ কি, ফেসবুক ট্যাগ করা মানে কি, ফেসবুক ট্যাগ বন্ধ করার নিয়ম, ফেসবুকে ট্যাগ বন্ধ করার উপায়।, ফেসবুকে ট্যাগ বন্ধ করার নিয়ম, ফেসবুকে ট্যাগ করার নিয়ম, কিভাবে ট্যাগ করতে হয়।
বিরক্তিকর ফেসবুক ট্যাগ বন্ধ করার নিয়ম। || ফেসবুকে ট্যাগ বন্ধ করার উপায়।


তবে কখনো কখনো নতুন কিংবা পুরাতন ব্যবহারকারীদেরও একটি যন্ত্রণায় ভোগতে হয়। আর তা হলো ফেসবুক ট্যাগ সমস্যা। যা খুবিই বিরক্তিকর!

দেখা যায় ফ্রেন্ড লিষ্টের কেউ কেউ ফেসবুকে ট্যাগ করার নিয়ম বুঝে কিংবা না বুঝেই বিভিন্ন ছবি বা ভিডিওতে ট্যাগ করে বসে। সেই ছবি বা ভিডিও আপনার টাইম লাইনে যোগ হয়ে যায় এবং আপনার বন্ধুদের নিউজ ফিডেও চলে যায়।

অনেক সময় হয়তো এমন আপত্তিকর ছবি বা ভিডিওতে আপনাকে ট্যাগ করে বসে যার জন্য আপনাকে বিড়ম্বনায় পড়তে হয়। আর অনেকের প্রফাইলে ঢুকলে দেখা যায় ট্যাগ করা পোস্টের ভিড়ে তার নিজস্ব পোস্টই খুঁজে পাওয়া যায়না।

আর তা একটি একটি করে রিমুভ করতে গেলেও অনেক সময়ের ব্যাপার। তাই আমি আজকের এই পোস্টে ফেসবুকে ট্যাগ বন্ধ করার নিয়ম জানাবো। তবে তার আগে চলুন জেনে নিই ফেসবুক ট্যাগ করা মানে কি?

ফেসবুক ট্যাগ কি?

Tag এর বাংলা অর্থ হচ্ছে শিকল বা শিকল দিয়ে আটকানো। অর্থাৎ আপনার কোনো পোস্টে (হতে পারে ছবি কিংবা ভিডিওতে) যদি আপনার কোনো বন্ধু বা বন্ধুদের আটকানোর প্রয়োজন পরে তাহলে Tag অপশনটি ব্যবহার করতে পারেন।

যেমনঃ আপনি যদি আপনার বন্ধুদের সাথে ছবি বা সেলফি তুলেন তাহলে সেই ছবি বা সেলফি আপলোড দেওয়ার সময় সেসকল বন্ধুদের ট্যাগ করে দিতে পারেন।

আর পোস্ট ট্যাগ করলে সেই পোস্টের সাথে আপনার ট্যাগ করা বন্ধুদের একটি লিংক তৈরি হবে যার ফলে পোস্টের Reach ও Engagement বেড়ে যাবে।

আর সেই পোস্টটি ট্যাগ করা বন্ধুদের টাইম লাইনে যোগ হবে। এবং পোস্টটি তাদের বন্ধুদেরও নিউজ ফিডেও পৌছাবে।

তবে অনেক সময় বিভিন্ন অপ্রয়োজনীয় কিংবা আপত্তিকর ছবি বা পোস্টে ট্যাগের সম্মুখীন হয়ে বিড়ম্বনায় পড়তে হয়। যদিও ফেসবুক ট্যাগ করা বন্ধ করার জন্য কোনো সেটিংস বা অপশন নেই।

তবে একটি উপায় আছে, যার ফলে আপনার  কোনো বন্ধু আপনাকে ট্যাগ করলেই সেই পোস্ট আপনার  টাইমলাইনে যোগ হবেনা আর আপনার বন্ধুদের কাছেও পৌছাবে না।

ট্যাগ করা মাত্রই নোটিফিকেশনের মাধ্যমে আপনার অনুমতি চাওয়া হবে। আপনি চাইলে সেই ট্যাগ রিমুভ অথবা এক্সেপ্ট করে আপনার টাইম লাইনে যোগ করতে পারবেন আবার হাইডও করতে পারবেন।

কিভাবে ফেসবুকে ট্যাগ করা বন্ধ করা যায়?

ফেসবুকে ট্যাগ বন্ধ করার উপায়ঃ-

০১ঃ প্রথমে আপনার ফেসবুক মেনুবার থেকে ডানপাশে থাকা থ্রিডট অপশনটিতে ক্লিক করুন।

০২ঃ সেখান থেকে "Settings & Privacy" লেখায় ক্লিক করুন।

০৩ঃ এবার "Settings" লেখায় প্রবেশ করুন।

০৪ঃ তারপর "Timeline and Tagging" নামে একটি অপশন দেখতে পাবেন তাতে প্রবেশ করুন।


[সংক্ষিপ্ত নির্দেশনাঃ Settings & Privacy > Settings > Timelines and Tagging]


০৫ঃ এবার এখান থেকে নিচের দুটি অপশন খুঁজে বের করুন। এবং তা Off থেকে On করে দিন।

ক. Review tags people add to your post before the tags appear on Facebook?

খ. Review posts you're tagged in before the post appears on your timeline?


আপনার কাজ শেষ। এখন কেউ কোনো কিছুতে আপনাকে ট্যাগ করলে তা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে অনুমতি চাওয়া হবে।

আপনি অনুমতি দিলেই ট্যাগ করা পোস্টটি আপনার টাইমলাইনে যোগ হবে এবং বন্ধুদের নিউজ ফিডে পৌঁছে যাবে, অন্যথায় নয়।

Post a Comment

Previous Post Next Post