কিভাবে ইমু নাম্বার পরিবর্তন করতে হয়? || ইমু সফটওয়্যার টিপস।

ইমু আইডি ডিলেট না দিয়ে নাম্বার পরিবর্তন করুন- আমরা অনলাইনে একে অপরের সাথে মেসেজ আদান-প্রদান করার জন্য কিংবা অডিও-ভিডিও কলে কথা বলার জন্য বিভিন্ন মোবাইল এপস ব্যবহার করি।

যেমনঃ ইমু, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইন, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি। তবে আমাদের দেশে ইমু সফটওয়্যার সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।

ইমু সফটওয়্যার, ইমু নাম্বার, ইমু বেটা, ইমু খোলার নিয়ম, ইমু লাইভ, মেয়েদের ইমু নাম্বার, ইমু সফটওয়্যার ডাউনলোড, ইমু সফটওয়্যার ইমু সফটওয়্যার
কিভাবে ইমু নাম্বার পরিবর্তন করতে হয়? || ইমু সফটওয়্যার টিপস।

যারা ইমু খোলার নিয়ম জানেন তারা অবশ্যই এ বিষয়ে অবগত আছেন যে, ইমু আইডি খুলতে মোবাইল নাম্বারের প্রয়োজন পরে। আপনি যদি ইমু বেটা ব্যবহার করে আইডি খুলতে চান তাহলেও মোবাইল নাম্বারের প্রয়োজন পরবে।

আর যে নাম্বার ব্যবহার করে ইমু একাউন্ট খুলা হয় সেই নাম্বারটি পরবর্তীতেও প্রয়োজন পরে। যেমন, পুরাতন আইডি নতুন করে লগিন করতে গেলে কিংবা একটি ফোন থেকে অন্য ফোন বা ডিভাইসে একই আইডি লগইন থাকলে তা লগ আউট করতে গেলেও ব্যবহৃত মোবাইল নাম্বারটি প্রয়োজন পড়বে।

কারণ আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটিতে ইমু থেকে OTP (One Time Password) বা পিন কোড পাঠানো হবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন প্রয়োজনে ফোনের নাম্বার পরিবর্তন করতে হয়।

যেমন, আপনি যদি একটি দেশ থেক অন্য কোনো দেশে প্রবেশ করুন তাহলে কিন্তু আপনার আগের নাম্বারটি ব্যবহার করতে পারবেন না। আর তা ছাড়া ব্যবহৃত সিম কার্ডটি হারানো কিংবা মোবাইলের সাথে চুরি হওয়ার সম্ভাবনা তো আছেই!

যদি কখনো এমন বিপত্তি দেখা দেয় তাহলে কি নিজের ইমু আইডিটি হারাতে হবে? কিংবা সিম কার্ডটি চুরি হয়ে গেলে কি চুর সেই আইডিটি হাতিয়ে নিবে? তাহলে তো আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে!

তবে আজকের পোস্টে আমি আপনাদেরকে শিখাবো ইমু আইডি ডিলেট না করে কিভাবে নাম্বার পরিবর্তন করতে হয়। আরেকটি কথা না বললেই নয়, তা হলো- এভাবে নাম্বার পরিবর্তন করলে আপনার ইমু আইডির কোনো ডেটা হারাবে না।

আপনার ইমু একাউন্টের কন্টাক্ট লিষ্ট এবং চ্যাট লিষ্ট অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাই প্রয়োজন হলে যেকোনো সময় নিশ্চিন্তে পুরাতন নাম্বারটি পরিবর্তন করে নতুন নাম্বার যোগ করে নিতে পারেন।

ইমু আইডির নাম্বার পরিবর্তন করার নিয়ম।

আপনার ফোনের ইমু সফটার আপডেট দেওয়া না থাকলে আপডেট করে নিন এবং নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।

০১ঃ ইমুতে প্রবেশ করার পর "Explore" লেখা অপশনে যান।

০২ঃ এরপর সবার নিচে "More" লেখায় ক্লিক করুন। 

০৩ঃ তারপর "Settings" লেখায় ক্লিক করুন। 

০৪ঃ সেটিংস থেকে "Imo Account Settings" এ প্রবেশ করুন। 

০৫ঃ তারপর সবার উপরে "Change Phone Number" লেখায় ক্লিক করুন। 

[সংক্ষিপ্ত নির্দেশনাঃ Explore > More > Settings > Imo Account Settings > Change Phone Number]

০৬ঃ "Change Phone Number" লেখায় ক্লিক করলে নিচের ছবির মতো অপশন দেখানো হবে।

ইমু সফটওয়্যার, ইমু নাম্বার, ইমু বেটা, ইমু খোলার নিয়ম, ইমু লাইভ, মেয়েদের ইমু নাম্বার, ইমু সফটওয়্যার ডাউনলোড, ইমু সফটওয়্যার ইমু সফটওয়্যার
কিভাবে ইমু নাম্বার পরিবর্তন করতে হয়? || ইমু সফটওয়্যার টিপস।



এখন আপনি যে নতুন নাম্বারটি যোগ করতে চাচ্ছেন সেই নাম্বারটি কোন দেশের তা বাছাই করতে হবে। যেমন আপনার নাম্বারটি যদি বাংলাদেশের হয় তাহলে "Bangladesh" বাছাই করুন।

আর তার নিচের ঘরে আপনার নতুন নাম্বারটি বসিয়ে "Next" লেখায় ক্লিক করুন।

০৭ঃ আপনার দেওয়া নাম্বারে একটি পিন কোড পাঠানো হবে। পরবর্তী পেজে সেই পিন কোডটি বসিয়ে সাবমিট করে দিলেই আপনার পুরাতন ইমু নাম্বারটি পরিবর্তন হয়ে নতুন নাম্বারটি যোগ হয়ে যাবে।

উল্লেখ্য, নতুন নাম্বারটি যোগ করার পর আপনাকে যদি কেউ তার ইমুতে কন্টাক্ট লিষ্টে যোগ করতে চায় তাহলে নতুন নাম্বারটিই সেভ করতে হবে। পুরাতন নাম্বার সেভ করলে আপনাকে আর খুঁজে পাবেনা।

ধন্যবাদ সবাইকে।

4 Comments

  1. Replies
    1. আপনাকে স্বাগতম।

      Delete
  2. ইমু নাম্বার চেঞ্জ করার পর আগের নাম্বারে কি বদলে নেয়া যাবে? দুইটা নাম্বার অদলবদল হবে কিন্তু একাউন্ট একটাই থাকবে।

    ReplyDelete
Previous Post Next Post