আমরা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট কিংবা বাংলা টু ইংরেজি ট্রান্সলেট করার জন্য সাধারণত যে মাধ্যমটি সবচেয়ে বেশি ব্যবহার করি তা হলো গুগল ট্রান্সলেট বা গুগল অনুবাদ।
কারণ গুগলে ট্রান্সলেট করা খুবই সহজ। তাছাড়াও বিভিন্ন এন্ড্রয়েড ট্রান্সলেটর এপস বা অনলাইন ট্রান্সলেটর তো আছেই।
তবে কখনো কি শুনেছেন ফেসবুক মেসেঞ্জারে মেসেজের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি অনুবাদ কিংবা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করা যায় খুব সহজেই!
আজকের পোষ্টে আপনারা জানতে চলেছেন কিভাবে ফেসবুক মেসেঞ্জারে আপনার কাংখিত বাক্যটি সেকেন্ডের মধ্যেই ইংলিশ বাংলা অনুবাদ করে নিতে পারেন যেকোনো সময়।
অনলাইনে কারো সাথে ইংরেজিতে মেসেজ করতে গেলে আমরা অনেক সময় আটকে যাই। কিংবা কেউ আমাদের ইংরেজিতে মেসেজ দিলে কখনো কখনো তা বুঝতে সমস্যা হয়।
তবে আপনি যদি ফেসবুকের মাধ্যমে অনুবাদ করার এই সহজ পদ্ধতিটি জানেন তাহলে আর কোনো সমস্যা হবেনা আশা করি। কারন আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই ইংরেজি বাংলা অনুবাদ করতে পারবেন।
ফেসবুকের মাধ্যমে ইংলিশ টু বাংলা অনুবাদ বা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট করলে আরেকটি যে সুবিধা পাওয়া যাবে তা হলো, আমরা যদি বাংলা কিংবা ইংরেজি লিখতে গিয়ে কোথাও কোনো বানান ভুল করে ফেলি তাহলে তা সংশোধন করে দেওয়া হবে।
কিভাবে ফেসবুকের মাধ্যমে অনুবাদ করতে হয়?
ইংলিশ থেকে বাংলা অনুবাদ কিংবা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে চলে যান আপনার ফেসবুকে। এবং সার্চ বক্সে "BD Translator" লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে নিচের ছবির মতো একটি ফেসবুক পেজ দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।
অথবা "BD-Translator" ফেসবুক পেইজ লিংকে গিয়ে সরাসরি মেসেজ অপশনে যান ।
এই "BD-Translator" বটটি ব্যবহার করেই আমরা খুব সহজেই ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট আর বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করবো। আর এর জন্য পেইজে প্রবেশ করার পর চলে যান পেইজের মেসেজ অপশনে।
তারপর প্রথমবার হলে 'Get Started' লেখায় ক্লিক করুন। আর আপনার যে বাক্যটি অনুবাদ করতে চান তা লিখে মেসেজ করুন। মূহুর্তের মধ্যেই ফিরতি মেসেজে আপনার কাংখিত অনুবাদটি তারা জানিয়ে দিবে।
এমনকি যদি কোথাও কোনো অনিচ্ছাকৃত ভুল বানান থাকে তাহলে তাও সংশোধন করে দিবে। ধরুন, আমি বলা সহজ করা কঠিন Translation করতে চাচ্ছি।
তাহলে পেইজে মেসেজ করলাম "বলা সহজ করা কঠিন"। আর সাথে সাথেই ফিরতি মেসেজে লেখা এসেছে "It's hard to say"।
বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করার মতো করেই আপনি আপনার ইংরেজি বাক্যটি পেজে মেসেজ করে ইংলিশ টু বাংলা অনুবাদ করে নিতে পারেন খুব সহজেই।
'টেক রবিন' এর পাশে থাকার জন্য ধন্যবাদ।