ফেসবুক অবতার তৈরি করার নিয়ম || কিভাবে ফেসবুক অবতার বানাতে হয়​?

ফেসবুক অবতার তৈরি করার নিয়মঃ- ফেসবুক ব্যাবহারকারিদের মধ্যে অনেকেই এখন ব্যস্ত হয়ে পরেছে 'ফেসবুক অবতার' তৈরি করার জন্য। অতি অল্প সময়ে 'ফেসবুক অবতার' ফিচারটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

যদিও এটি পূর্বেই আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ এবং কানাডার বাসিন্দাদের জন্য প্রাথমিকভাবে উপলব্ধ ছিল। তবে বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য ফেসবুক অবতার নতুন একটি বিষয়।

ফেসবুক অবতার কিভাবে তৈরি করবো? ফেসবুক অবতার বানাবো কিভাবে? ফেসবুক অবতার বানানোর নিয়ম, ফেসবুক স্টিকার পোস্ট করার নিয়ম, ফেসবুক স্টিকার তৈরি।
ফেসবুক অবতার তৈরি করার নিয়ম || কিভাবে ফেসবুক অবতার তৈরি করবেন?


তাই, এখনো অনেকেই জানিনা যে, কিভাবে ফেসবুক অবতার তৈরি করতে হয়। ফেসবুক ব্যবহারকারীদের অনেকেই নিজেকে কার্টুন রূপে দেখার জন্য ইতিমধ্যে এই ফিচারটি ব্যবহার করে ফেলেছে। আপনিও যদি চান ফেসবুক অবতার তৈরি করতে, তাহলে আজকের পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

ফেসবুক অবতার কি?

'ফেসবুক অবতার' হচ্ছে ফেসবুকের নতুন একটি ফিচার। এই নতুন ফিচারটি ব্যবহারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা নিজের মতন করে কার্টুন চরিত্র বানাতে পারে। এবং সেই 'ফেসবুক অবতার' ফেসবুকে পোস্ট, পোস্টে কমেন্ট হিসেবে ব্যবহার আর অন্যকে মেসেজ করতেও পারে।

ফেসবুক অবতার কিভাবে তৈরি করবেন?

ফেসবুক অবতার তৈরি করতে প্রথমে আপনার Facebook এপসটি আপডেট দেওয়া না থাকলে গুগল প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট দিয়ে নিবেন। আপনার মোবাইলের ফেসবুক এপসটি ওপেন করে নিচের দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।

০১ঃ প্রথমেই 'Facebook' অ্যাপের হোমপেজের উপরের মেনু বার থেকে সবার ডানে থাকা থ্রিডট অপশনে ক্লিক করুন।

০২ঃ মেনুবার থেকে থ্রিডট অপশনে ক্লিক করলেই আপনাকে বেশ কিছু অপশন দেখানো হবে। সেখান থেকে 'See More' লেখায় ক্লিক করুন।

০৩ঃ 'See More' এ ক্লিক করলেই উপরের দিকে দেখতে পাবেন ‘Avatars’ লেখা অপশন। তাতে ক্লিক করুন।

[সংক্ষিপ্ত নির্দেশনাঃ 'Facebook' এপের থ্রিডট মেনু > See More > Avatars]

০৪ঃ 'Abatars' এ ক্লিক করার পর নতুন পেজ ওপেন হবে। যেখানে বেশ কিছু কার্টুন ফেস দেওয়া থাকবে। সেখান থেকে আপনি যে কার্টুন ফেস দিয়ে অবতার তৈরি করতে চান সেটি বাছাই করে 'Next' চাপুন।

০৫ঃ এরপর পর্যায়ক্রমে সেটির চুল, চুলের রং, মুখের ধরন, চশমা, চোখ, নাক, ঠোঁট, ভ্রু, গোঁফ, শারিরীক গঠন, জামা-কাপড়, জুতা, টুপি, ইত্যাদি পরিবর্তন বা নিজের পছন্দ মতো বাছাই করে সাজিয়ে নিতে হবে।

০৬ঃ আপনার পছন্দের অবতারটি তৈরি হয়ে গেলে উপরের 'Done' লেখায় ক্লিক করুন।

০৭ঃ এরপর পরবর্তী দুটি ধাপ 'Next' করে দিন।

০৮ঃ এরপর 'Skip' করে দিন। আর যদি চান আপনার তৈরিকরা অবতারটি নিউজ ফিডে শেয়ার করতে তাহলে "Share To News Feed" লেখায় ক্লিক করে শেয়ার করে দিন।

তৈরি হয়ে যাওয়ার পর অবতারের বিভিন্ন ভঙ্গিমা দেওয়া ছবি পোস্টে কমেন্ট বা মেসেঞ্জারে স্টিকার হিসেবেও ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, ফেসবুকে কারো পোষ্টে কমেন্ট করার অপশনে গিয়ে ইমুজি আইকনটিতে ক্লিক করলেও সেখানে ‘Make your Avatar’ অপশনটি দেখা যাবে। আপনি চাইলে সেখান থেকেও বানিয়ে নিতে পারেন নিজের অবতার।

অথবা, আপনার ফ্রেন্ড লিষ্টের কেউ বা অন্য কেউ তার বানানো অবতারের ছবি নিউজফিডে শেয়ার করলে সেখানে ‘Try It’ লেখা অপশন থেকেও 'ফেসবুক অবতার' তৈরি করা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন