আসসালামুআলাইকুম, বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি, অনেক ভাল আছেন। আজকের পোষ্টে আমি আপনাদের শিখাবো কিভাবে গান থেকে গলার আওয়াজ বা গান থেকে ভোকাল রিমুভ করা যায় এবং আপনি চাইলে কিভাবে সেই ভোকাল ছাড়া মিউজিকে আপনার নিজের কন্ঠ দিয়ে গান বানিয়ে তা ফোনে সেভ করবেন।
গান থেকে মিউজিক আলাদা করার সফটওয়্যার অনেক রয়েছে তবে সেসব সফটওয়্যার ভালোভাবে কাজ করেনা। আবার বিভিন্ন গান গাওয়ার এপসও রয়েছে সেগুলোরও বেশিরভাগ দিয়ে গান গাইতে হলে গান ছাড়া বাজনা বা কারাওকে মিউজিক ট্রাক এর প্রয়োজন হয়।
আর এর জন্য তৃতীয় কোনো মাধ্যম থেকে গান ছাড়া মিউজিক বা কারাওকে মিউজিক ডাউনলোড করতে হয়। কারাওকে মিউজিক বাংলা গান, ইংরেজি কিংবা হিন্দি যেকোনো গান থেকে মিউজিক আলাদা করুন মোবাইলে। আজকে যে এন্ড্রয়েড এপসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো তা দিয়ে খুব সহজেই আপনার ফোনের যে কোন গান থেকে মিউজিক আলাদা করে তাতে নিজের কন্ঠ দিয়ে সেভ করে রাখতে পারবেন।
কিভাবে গান থেকে মিউজিক আলাদা করা যায়?
গান থেকে মিউজিক আলাদা করুন Android এ।
প্রথমে গুগল প্লে স্টোর থেকে Singplay এপসটি ইনস্টল করে নিন। ইনস্টল করার পর প্রথম ওপেন করলে অ্যাপস থেকে কিছু পারমিশন বা অনুমতি চাওয়া হবে। সেই অনুমতিগুলো দিয়ে দিন।
এপসটি ওপেন হলে আপনার মোবাইল ফোনে যতগুলো অডিও ফাইল আছে সেইসব ফাইলের তালিকা এই অ্যাপস এর মধ্যে দেখানো হবে। আপনি যে গান থেকে বাজনা আলাদা করতে চান সেটি সিলেক্ট করুন প্রথমে।
যে কোনো গান থেকে মিউজিক আলাদা নিজের কন্ঠ দিন। গান থেকে মিউজিক আলাদা করার সফটওয়্যার। |
আর এই প্লে-পজ বাটনের ডান পাশে মাইকের মতো যে বাটনটি দেখতে পাচ্ছেন তা হলো গান থেকে ভোকাল রিমুভ করার অপশন। সেখানে ক্লিক করলে গান থেকে ভোকাল বা কন্ঠ রিমুভ হয়ে যাবে। আর রয়ে যাবে শুধু গানের বাজনা, হয়ে যাবে কারাওকে মিউজিক ট্রাক।
গানের মিউজিক আলাদা করার পর সেভ করার কোনো অপশন নেই। তবে আপনি যদি তা সেভ করতে চান তাহলে প্লে-পজ বাটনের বাম পাশের রেকর্ড অপশনটি ব্যবহার করে সেভ করতে হবে।
নিজের ভয়েস দিয়ে গান রেকর্ড করবেন যেভাবে।
গান গাইবেন আপনি মিউজিক দেবে মোবাইল। (ফ্রি বাংলা কারাওকে মিউজিক।) আপনি চাইলে গান থেকে আলাদা করা মিউজিকটিতে আপনার নিজের ভয়েস দিয়ে গান রেকর্ড করতে পারবেন। আর এর জন্য নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করতে হবে।
ধাপ-১ঃ নিজের ভয়েস দিয়ে গান রেকর্ড করতে প্রথমে গান থেকে ভোকাল রিমুভ করুন এবং প্লে-পজ বাটনের বাম পাশের রেকর্ড করার বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করার পর আপনাকে বলবে গান গাইতে আপনি তখন মিউজিকের তালে তালে আপনার ভয়েস রেকর্ড করে নিতে হবে।
ভাল রেকর্ড পেতে অবশ্যই ইয়ারফোন ব্যবহার করুন।
ধাপ-২ঃ রেকর্ড করা শেষ হলে আবার রেকর্ড বাটনে ক্লক করুন।
ধাপ-৩ঃ এরপর "Save The Performance" নামে একটি অপশন আসবে তা 'Ok' করে দিন।
যে কোনো গান থেকে মিউজিক আলাদা নিজের কন্ঠ দিন। গান থেকে মিউজিক আলাদা করার সফটওয়্যার। |
ধাপ-৫ঃ সর্বশেষ নিচের বাম পাশের সেভ বাটনে ক্লিক করে দিন। তাহলে রেকর্ডকৃত ফাইলটি আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যাবে।
উল্লেখ্য, আপনার Save করা রেকর্ডগুলো এপসের 'My Recording' অপশনে জমা হয়ে থাকবে। আপনি চাইলে সেখান থেকে রেকর্ডকৃত অডিও ইডিট করে নিতে পারবেন।
ধন্যবাদ।