মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম। || ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে?

ফেসবুক হচ্ছে খুবই জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আর আমরা সবাই কম-বেশি এই সামাজিক মাধ্যমে সময় কাটিয়ে থাকি। তবে কখনো বিশেষ কারনে ফেসবুক থেকে সাময়িক সময়ের জন্য অবসর নিতে হয়।

মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম, ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে, অনলাইন ইনকাম, ফেসবুক থেকে আয়, ফেসবুক একাউন্ট খুলে আয়, ফেসবুক পেজ খোলার নিয়ম, ফেসবুক থেকে আয় করার উপায়, ফেসবুক পেজ থেকে আয় করার উপায়, কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়, ফেসবুক পেজ থেকে আয় * facebook থেকে টাকা আয়, ফেসবুক ইনকাম ফেসবুক থেকে টাকা আয় করুন, ফেসবুক ভিডিও থেকে আয়, ফেসবুক টিপস, ফেসবুক টিপস মোবাইল, ফেসবুক টিপস এন্ড ট্রিকস,
মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম। || ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে?

যেমন, পড়াশোনা বা পরিক্ষা, কাজের ব্যস্ততা, বা অন্য কোনো ব্যক্তিগত কারন। কারন যাই হোক না কেনো, আপনি চাইলে আপনার ফেসবুক একাউন্ট ডিলেট না করে সাময়িকভাবে ডিয়েক্টিভ করে রাখতে পারেন। (Temporary Facebook Account Deactivate). আবার আপনার যখন ব্যস্ততা দূর হবে তখন পূর্বের ন্যায় চালাতে পারবেন।

আজকের পোষ্টে যা যা জানবোঃ-
   ✰ ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হয়?
   ✰ ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে?
   ✰ ফেসবুক মেসেঞ্জার ডিএক্টিভ করে কিভাবে?
   ✰ ফেসবুক আইডি ডিএক্টিভ থেকে একটিভ করে কিভাবে?
   ✰ ফেসবুক মেসেঞ্জার ডিএক্টিভ থেকে একটিভ করে কিভাবে?

সাধারণ উপায়ে ফেসবুক আইডি ডিয়েকটিভেট করলে, পূর্বে যারা আপনাকে মেসেজ করেছে তারা আগের মতোই মেসেজ করতে পারবে। আর আপনি যদি আপনার আইডি ডিয়েকটিভেট করতে চান, তারসাথে কেও আপনাকে মেসেজ করতে পারুক তা যদি না চান তাহলে ফেসবুক আইডিটি প্রথমে ব্রাউজার বা Facebook/Lite এপসের মাধ্যমে Deactivate করতে হবে। তারপর মেসেঞ্জারে গিয়ে মেসেন্জার থেকেও আইডি Deactivate করতে হবে।

[বিঃদ্রঃ Facebook ID Deactivate আগে ব্রাউজার বা Facebook/Lite এপস থেকে করতে হবে। তারপর মেসেঞ্জারে Deactivate Option টি যুক্ত হবে।]

ফেসবুক আইডি ডিএক্টিভ করার ফলে যা ঘটেঃ

ফেসবুক আইডি ডিএক্টিভ করার পূর্বে জেনে নেওয়া প্রয়োজন ফেসবুক আইডি ডিএক্টিভ করলে কি হয়। যতক্ষন না তা আবার আপনি ফেসবুক একাউন্ট পুনরায় এ্যাক্টিভ করেন আপনার একাউন্টটিতে কিছু পরিবর্তন ঘটবে।

নিচে তা উল্লেখ করা হলো, চলুন জেনে নেওয়া যাক:-

০১. আপনাকে কেউ বন্ধুত্বের অনুরুধ করতে পারবেনা।

০২. আপনার প্রফাইল কেউ খোঁজ করে পাবেনা।

০৩. আপনি যাদের সাথে মেসেজে বার্তা আদান-প্রদান করেছেন, তারা সেই পুরনো বার্তাগুলো চাইলে দেখতে পাবে। যদি আপনি মেসেঞ্জার থেকেও আপনার একাউন্টটি ডিয়েকটিভেট করে রাখেন তাহলে নতুন করে কেউ বার্তা পাঠাতে পারবেনা।

০৪. আপনার ফেসবুক টাইমলাইনে করা পোষ্টগুলো আর কেউ দেখতে পারবেনা।

০৫. আপনার ফেসবুক একাউন্টটিতে যদি এমন কোনো পেজ থেকে থাকে যা পরিচালনার দায়িত্বে আপনার আইডি ছাড়া আর কারো আইডি যোগ করা নেই, তাহলে তা Unpublish হয়ে যাবে। আর আপনার একাউন্টটি ডিয়েকটিভেট থেকে একটিভ করার পর তা Publish করতে হবে।

➤ Facebook Story তে ফোল ভিডিও আপলোড করার উপায়। মেসেঞ্জার, Lite এপসে My Day তে 20 সেকেন্ডের বেশি সময়ের ভিডিও আপলোড করুন।

ফেসবুক একাউন্ট ডিএক্টিভ করার নিয়মঃ

আপনার ফেসবুক একাউন্টটি সাময়িকভাবে বন্ধ রাখতে চাইলে নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ-১ঃ আপনার ফেসবুক একাউন্টটি ডিয়েকটিভেট করতে Facebook কিংবা Lite এপসে উক্ত একাউন্টটি লগিন করে নিন। এবার লগিন থাকা অবস্থায় সবার উপরে যে মেনুবারটি রয়েছে সেখানে একদম ডান পাশের যে তিনটি দাগের মতো মেনু রয়েছে (থ্রি ডট মেনু) তাতে প্রবেশ করুন।

ধাপ-২ঃ এখানে আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখন "Settings & Privacy" লেখায় ক্লিক করুন।

ধাপ-৩ঃ "Settings & Privacy" লেখায় ক্লিক করলে আপনাকে আরো কিছু অপশন দেখানো হবে। সেগুলোর মধ্য থেকে "Settings" লেখা অপশনটিতে প্রবেশ করুন।

ধাপ-৪ঃ ফেসবুকের সকল সেটিংসগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখন আপনাকে 'Personal Information' লেখায় ক্লিক করতে হবে।

ধাপ-৫ঃ এখন পার্সোনাল ইনফরমেশন এর সকল সেটিংস এখানে দেখতে পারবেন। সবার নিচে থাকা "Manage Account" লেখায় ক্লিক করুন।

ধাপ-৬ঃ এবার 'Account' লেখার ডান পাশে 'Deactivate' লেখা দেখবেন, তাতে প্রবেশ করুন।

[সংক্ষিপ্ত নির্দেশনাঃ
Settings & Privacy > Settings > Personal Information > Manage Account > Deactivate.]

ধাপ-৭ঃ পরের পেজে আপনার আইডির পাসওয়ার্ড চাওয়া হবে। খালি ঘরে পাসওয়ার্ড দিয়ে 'Continue' লেখায় ক্লিক করুন।

মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম, ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে, অনলাইন ইনকাম, ফেসবুক থেকে আয়, ফেসবুক একাউন্ট খুলে আয়, ফেসবুক পেজ খোলার নিয়ম, ফেসবুক থেকে আয় করার উপায়, ফেসবুক পেজ থেকে আয় করার উপায়, কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়, ফেসবুক পেজ থেকে আয় * facebook থেকে টাকা আয়, ফেসবুক ইনকাম ফেসবুক থেকে টাকা আয় করুন, ফেসবুক ভিডিও থেকে আয়, ফেসবুক টিপস, ফেসবুক টিপস মোবাইল, ফেসবুক টিপস এন্ড ট্রিকস,
মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম। || ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে?


ধাপ-৮ঃ এরপর উপরের চিত্রের মতো আপনার কাছ থেকে ফেসবুক একাউন্ট ডিয়েকটিভেট করার কারণ জানতে চাওয়া হবে। আপনি যে কারনে আপনার আইডি ডিয়েকটিভেট করতে চাচ্ছেন তা বাছাই করে 'Continue' লেখায় ক্লিক করুন।

মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম, ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে, অনলাইন ইনকাম, ফেসবুক থেকে আয়, ফেসবুক একাউন্ট খুলে আয়, ফেসবুক পেজ খোলার নিয়ম, ফেসবুক থেকে আয় করার উপায়, ফেসবুক পেজ থেকে আয় করার উপায়, কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়, ফেসবুক পেজ থেকে আয় * facebook থেকে টাকা আয়, ফেসবুক ইনকাম ফেসবুক থেকে টাকা আয় করুন, ফেসবুক ভিডিও থেকে আয়, ফেসবুক টিপস, ফেসবুক টিপস মোবাইল, ফেসবুক টিপস এন্ড ট্রিকস,
মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম। || ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে?


ধাপ-৯ঃ পরবর্তীতে পেজে "Reactivating Your Account" নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে জানতে চাওয়া হবে আপনার ফেসবুক একাউন্টটি কতো দিন পর ডিয়েকটিভেট থেকে অটোমেটিক একটিভ করতে চাচ্ছেন। আর আপনি যদি চান আপনার আইডিটি স্বয়ংক্রিয়ভাবে একটিভ না করতে তাহলে "Don’t Reactivate Automatically" বাছাই করে "continue" করে দিন।

ধাপ-১০ঃ পরবর্তী পেজে সবার নিচে "Deactivate My Account" লেখায় ক্লিক করলেই আপনার ফেসবুক একাউন্টটি ডিয়েকটিভেট হয়ে যাবে।

 প্রয়োজনীয়​ ফেসবুক টিপস এন্ড ট্রিকস। ও ফেসবুক সেটিংস সমূহ ২০২০। Facebook Settings On Mobile.

ফেসবুক মেসেঞ্জার ডিএক্টিভ করার উপায়ঃ

আগেই বলেছি মেসেঞ্জার ডিয়েকটিভেট করার পূর্বে ফেসবুক একাউন্টটি ডিয়েকটিভেট করে নিতে হবে। তা না হলে মেসেঞ্জারে আইডি ডিয়েকটিভেট করার অপশন যুক্ত হবেনা। তাই ফেসবুক একাউন্ট ডিয়েকটিভেট করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।

মেসেঞ্জার সহ ফেসবুক আইডি ডিএক্টিভ করার নিয়ম, ফেসবুক আইডি ডিএক্টিভ করে কিভাবে, অনলাইন ইনকাম, ফেসবুক থেকে আয়, ফেসবুক একাউন্ট খুলে আয়, ফেসবুক পেজ খোলার নিয়ম, ফেসবুক থেকে আয় করার উপায়, ফেসবুক পেজ থেকে আয় করার উপায়, কিভাবে ফেসবুক থেকে টাকা আয় করা যায়, ফেসবুক পেজ থেকে আয় * facebook থেকে টাকা আয়, ফেসবুক ইনকাম ফেসবুক থেকে টাকা আয় করুন, ফেসবুক ভিডিও থেকে আয়, ফেসবুক টিপস, ফেসবুক টিপস মোবাইল, ফেসবুক টিপস এন্ড ট্রিকস,

ফেসবুক মেসেঞ্জার ডিএক্টিভ করার উপায়ঃ



ধাপ-১ঃ মেসেঞ্জারে প্রবেশ করার পর সবার উপরে বাম পাশে আপনার প্রফাইল ছবি দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

ধাপ-২ঃ আরপর সবার নিচে 'Legal & Policies' লেখায় ক্লিক করুন।

ধাপ-৩ঃ এরপর 'Deactivate Messenger' লেখায় ক্লিক করুন।

ধাপ-৪ঃ এরপর 'Deactivate' লেখায় ক্লিক করলেই আপনার আইডি ফেসবুক থেকেও ডিয়েকটিভেট হয়ে যাবে।

[সংক্ষিপ্ত নির্দেশনাঃ Messenger এ নিজের প্রফাইল ছবিতে ক্লিক করুন > Legal & Policies > Deactivate Messenger > Deactivate.]


ফেসবুক আইডি ডিএক্টিভ অবস্থা থেকে এক্টিভ করার উপায়ঃ

আপনি চাইলে Facebook বা Lite এপস থেকে কিংবা যেকোনো ব্রাউজার এ www.facebook.com এ প্রবেশ করে "Mobile number or email" এর ঘরে আপনি যেটা দিয়ে ফেসবুক  আইডি খুলেছেন (মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস) সেটা লিখুন, তারপর "Password" এর ঘরে আপনার আইডিতে দেওয়া পাসওয়ার্ডটি লিখে 'Log In' (লগিন) করুন।

আর একবার লগিন করলেই আপনার ফেসবুক একাউন্টটি ডিয়েকটিভেট অবস্থায় থেকে একটিভ হয়ে যাবে। তারপর আপনার ফেসবুক একাউন্টটি পূর্বের ন্যায় আবার চালাতে পারবেন।

মেসেঞ্জার আইডি ডিএক্টিভ থেকে একটিভ করার উপায়ঃ

মেসেঞ্জার আইডি ডিএক্টিভ থেকে একটিভ করতে Messenger এ আপনার ফোন নাম্বার বা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। একবার লগিন করলেই আপনার আইডি একটিভ হয়ে যাবে।

পরিশেষেঃ ফেসবুক একাউন্ট ও মেসেঞ্জার সাময়িকভাবে বন্ধ রাখতে এবং তা পূনরায় সচল করতে যদি কোথাও সমস্যার সম্মুখীন হোন তাহলে নিচের কমেন্ট বক্সে জানান আমি উত্তর দিব ইনশাআল্লাহ।
ধন্যবাদ।

2 মন্তব্যসমূহ

  1. আমার ম্যাসেঞ্জারে ডিএক্টিভেট করার অফশন নাই।
    কি করলে পাওয়া যাবে?

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. Facebook ID Deactivate আগে ব্রাউজার বা Facebook/Lite এপস থেকে করতে হবে। তারপর মেসেঞ্জারে Deactivate Option টি যুক্ত হবে।

      মুছুন
নবীনতর পূর্বতন