জিমেইল সাইন আপ নিউ একাউন্ট। – আজকের দিনে অনলাইনে কিংবা অফলাইনে অনেক কাজেই আমাদের ইমেইল একাউন্টের প্রয়োজন হয়। যেমনঃ কাউকে মেইল পাঠানো ছাড়াও অনলাইন থেকে টাকা আয় করা, অনলাইন কেনাকাটা, চাকরির জন্য আবেদন বা বায়োডাটা দেয়া, অনলাইনে বিভিন্ন একাউন্ট খোলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিবন্ধন করাসহ প্রায় সবখানেই, ইমেইল বা জিমেইল অ্যাকাউন্ট চাই। কম্পিউটার কিংবা স্মার্টফোনেও ইমেইল সেবা ব্যাবহার করা যায়।
মোবাইল দিয়ে কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়? Gmail account খোলার নিয়ম ২০২০। |
ইমেইল খোলার নিয়ম বা জিমেইল খোলার নিয়ম অনেক সহজ হওয়া সত্যেও এখনো অনেকেই আছে যারা ইন্টারনেটে খোঁজ করে যে, কিভাবে জিমেইল একাউন্ট খুলবো, জিমেইল খোলার ভিডিও, জিমেইল খোলার পদ্ধতি, কিভাবে নতুন জিমেইল আইডি খুলব, কিভাবে নিউ জিমেইল অ্যাকাউন্ট খুলবো, gmail account কিভাবে খুলতে হয়, জিমেইল আইডি খোলার নিয়ম ২০২০ ইত্যাদি।
সেই সব বন্ধুদের কথা চিন্তা করেই আজকের পোস্টটি করা। আজকের এই পোস্টে আমরা শিখবো Gmail এ কিভাবে ইমেইল একাউন্ট খুলতে হয়।
ইমেইল কি? / ইমেইল আইডি মানে কি?
"Email" এর পুরো নাম হচ্ছে "Electronic Mail"। কোনো চিঠি বা Letter ইলেকট্রনিক সাহায্যে অন্যকে পাঠানো হলে তাকে ইলেকট্রনিক মেইল বা বৈদ্যুতিক চিঠি বলে।
জিমেইল কি? / জিমেইল আইডি মানে কি?
জিমেইল হচ্ছে গুগলের ইমেইল সেবা। যার মাধ্যমে ফ্রিতে মেইল পাঠানো যায়। "Gmail" এর পুরো নাম হচ্ছে "Google Mail"। Gmail Account এবং Google Account দুটো একই জিনিস।
ইমেইল ও জিমেইল এর পার্থক্যঃ
ইমেইলের মাধ্যমে আমরা একে অন্যকে টেক্স মেসেজ, অডিও-ভিডিও, ছবি, ডকোমেন্ট সহ বিভিন্ন ধরনের ফাইল প্রেরণ করতে পারি। একটি ইমেইল ঠিকানায় তিনটি অংশ থাকে। যেমন, প্রথম অংশে থাকে 'ইউজার নেম' এবং শেষের অংশে থাকে আমরা যে ওয়েবসাইটে ইমেইল এড্রেস তৈরি করি তার নাম বা লিংক। আর মাঝে থাকে ”@” চিহ্ন।
উদাহারণ: "techrobin20@gmail.com"। এখানে 'techrobin20' হচ্ছে ইউজার নেম। আর 'gmail.com' হচ্ছে যে সাইটে ইমেইল ঠিকানা তৈরি করা হয়েছে তার নাম। বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট খুলে ইমেইল সেবা পাওয়া যায়।
তবে তাদের মধ্যে কিছু বিশ্বস্ত ও জনপ্রিয় ইমেইল সেবাগুলো হলো:- Google এর gmail Service (জিমেইল আইডি ডট কম), Yahoo, Microsoft, Hotmail, Outlook ইত্যাদি। এসব সাইট থেকে ফ্রিতেই ইমেইল আইডি তৈরি করা যায়। তবে এসবের মধ্যে জিমেইল সবচেয়ে বেশি জনপ্রিয়।
Gmail ID হচ্ছে গুগলের একটি ইমেইল সেবা। তাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের gmail আইডি অনেক প্রয়োজন। গুগলের প্রতিটি সেবা ব্যবহারের জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আজকে আমি আপনাদের মোবাইলে জিমেইল আইডি খোলার নিয়ম শিখাবো। যা দিয়ে ইমেইলের সব সুযোগ সুবিধা পাবেন।
মোবাইলে জিমেইল আইডি খোলার নিয়মঃ
এন্ড্রয়েড মোবাইল দিয়ে নিউ জিমেইল অ্যাকাউন্ট খুলার পদ্ধতি অনেক। তবে আজকে দেখবো কিভাবে অল্প সময়ে নাম্বার ছাড়া জিমেইল সাইন আপ নিউ একাউন্ট তৈরী করা যায়। এন্ড্রয়েড মোবাইলে জিমেইল চালু করতে নিচে চিত্র ও বর্ণনাগুলো অনুসরণ করুনঃ-
মোবাইল দিয়ে কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়? Gmail account খোলার নিয়ম ২০২০। |
Open gmail app: প্রথমে আপনার ফোনের 'Gmail' এপসটি (জিমেইল সফটওয়্যার) ওপেন করে সবার উপরের বাম পাশের থ্রি ডট মেনুতে ক্লিক করুন। এবং এখান থেকে 'Settings' এ চলে যান।
এপসটি প্রথম বার ওপেন করলে next/skip করে হোমপেজে চলে আসুন।
Add account: এরপর "Add Account" এ ক্লিক করুন।
নতুন জিমেইল একাউন্ট বানাতে “Add an email address” এ ক্লিক করুন। অথবা মাল্টিপল একাউন্ট বানাতে “Add another account“ এ ক্লিক করুন।
মোবাইল দিয়ে কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়? Gmail account খোলার নিয়ম ২০২০। |
Select google: এবার এখানে অনেক গুলো ইমেইল প্রোভাইডারের নাম দেখতে পাবেন। জিমেইল চালু করতে “Google” সিলেক্ট করুন।
Create account: নতুন লগইন পেজ ওপেন হবে। যেহেতু আমরা নিউ জিমেইল অ্যাকাউন্ট খুলবো তাই নিচের “create account” এ ক্লিক করবো। তারপর পার্সোনাল একাউন্ট খুলার জন্য “for myself” অপশনটা বাছাই করতে হবে।
Enter your name: পরবর্তী পেজে আপনার নাম চাওয়া হবে। এখন “First name” এর ঘরে আপনার নামের ১ম অংশ এবং “Last name” এর ঘরে নামের ২য় দিয়ে দিন। (যেমন, আমার নাম হচ্ছে Robin Miah, তাহলে First Name হবে Robin আর Last name হবে Miah।) তারপর 'Next' লেখায় ক্লিক করুন।
মোবাইল দিয়ে কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়? Gmail account খোলার নিয়ম ২০২০। |
Enter your birthday and gender: এবার আপনার জন্মতারিখ ও লিঙ্গ (Gender) বাছাই করতে হবে। যথাক্রমে দিন, মাস, সাল বাছাই করুন আর Gender পুরুষ হলে Male এবং মহিলা হলে Female বাছাই করে 'Next' চাপুন।
Create your Gmail address: এবার আপনাকে একটি ইউনিক জিমেইল ইউজার নেম বাছাই করতে হবে। যা আপনার মেইল ঠিকানার ১ম অংশ হবে। যেহেতু ইমেইল এড্রেস ইউনিক হয় তাই আপনার দেওয়া ইউজার নেইম নাও নিতে পারে, তাই নামের সাথে আপনার পছন্দের নাম্বার যোগ করে ইউজার নেইম দেওয়ার চেষ্টা করুন।]
Create password: এবার আপনার জিমেইল একাউন্টের পাসওয়ার্ড তৈরী করতে হবে।পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী যেন হয়। এক্ষেত্রে অক্ষর, সংখ্যা, ও চিহ্নের মিশ্রণ ঘটালে ভাল হয়। জিমেইল অ্যাকাউন্ট এর অধিক সুরক্ষা পেতে শক্তিশালী পাসওয়ার্ড রাখা জরুরি। পাসওয়ার্ডটি সর্বনিম্ন ৮ সংখ্যার মধ্যে হতে হবে।
মোবাইল দিয়ে কিভাবে জিমেইল একাউন্ট খোলা যায়? Gmail account খোলার নিয়ম ২০২০। |
Add phone number: এখন মোবাইল নাম্বার যোগ করতে বলবে। মোবাইল নাম্বার যোগ করতে দেশ বাছাই করে নাম্বার দিয়ে 'Yes, I’m in' এ ক্লিক করুন। নাম্বার দেওয়ার পর তা পিন কোডের মাধ্যমে ভেরিফাই করতে হবে। আর যদি নাম্বার যোগ না করতে চান তাহলে skip করে দিন।
আমি আপনাকে পরামর্শ দিবো নাম্বার যোগ করার জন্য। কারণ জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে মোবাইল নাম্বারের সাহায্যে জিমেইল পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন।
Account Review: এবার আপনার একাউন্টের এড্রেস ও ফোন নাম্বারের রিভিউ দেখানো হবে, রিভিউ হয়েগেলে 'next' লেখায় ক্লিক করে দিন।
Privacy and terms: এই পেজে দেওয়া গোপনীয়তা নীতি'টি ভালোভাবে পরে নিন, তারপর নিচে স্ক্রল করে “I agree” তে ক্লিক করুন।
তৈরি হয়ে গেলো আপনার একটি জিমেইল নিউ একাউন্ট। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তা নিচের মন্তব্যের ঘরে লিখে ফেলুন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো।
ধন্যবাদ।