আপনার ইমু আইডির তথ্য অন্য কেউ ব্যবহার করছে নাতো? || Rules For Using Imo Carefully.

 তথ্য আদান-প্রদান করে থাকি।


আর এই ইমু একাউন্ট লগিন করা খুবই সহজ। যে একাউন্ট লগিন করতে চান সেই একাউন্টের নাম্বার ইমুতে দিলে অই নাম্বারে একটা গোপন কোড মেসেজে যায়, আর সেই কোড ইমুতে বসালেই একাউন্টটি লগিন হয়ে যায়।

যদি অন্য কেও আপনার নাম্বারে ইমু কোড পাঠিয়ে আপনার অজান্তেই চুরি করে ইমু একাউন্টটি ব্যবহার  করে আপনার বিভিন্ন তথ্য হাতিয়ে নেয় কিংবা অন্য ভাবে আপনার ক্ষতি সাধন করে তাহলে কি করবেন?


প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বুঝবেন অন্যকারো ফোনে আপনাদের ইমু একাউন্টটি লগিন করা আছে কিনা। আর যদি থেকে থাকে তাহলে তা কিভাবে ডিলেট করবেন।

Imo এবং Imo Beta দুটি অ্যাপেই পদ্ধতিটা একই। তবে সবার প্রথমে আপনার অ্যাপটি আপডেট দেওয়া না থাকলে আপডেট করে নেবেন। তো চলুন শুরু করা যাক।

যেভাবে বুঝবেন আপনার একাউন্টটি অন্য কারো মোবাইলে লগিন করা আছে কিনাঃ-

০১ঃ আপনার ইমুতে প্রবেশ করুন।

০২ঃ Explore থেকে More অপশনে যান।

০৩ঃ Settings এ যান।

০৪ঃ Imo Account Settings এ যান।

০৫ঃ Manage Devices এ যান।

০৬ঃ যদি অন্য কারো মোবাইলে আপনার ইমু একাউন্টটি লগিন করা না থাকে তাহলে 'You Can Log Out Device Of The Phone In This List' লেখার নিচে খালি থাকবে, আর যদি অন্য কেও লগিন করে থাকে তাহলে লেখাটির নিচে তা শো করবে।

যদি অন্য কেও আপনার ইমু একাউন্টটি লগিন করে রাখে তা ডিলেট করবেন যেভাবেঃ

০১ঃ উক্ত লিষ্টে যদি অন্য কোনো ডিবাইসের নাম দেখতে পান তাহলে তাতে ক্লিক্ন করুন।

০২ঃ সেখানে ডিলেট অপশনটিতে ক্লিক করুন।

০৩ঃ এবার আপ্নার নাম্বারে মেসেজে একটি কোড আসবে। আর সেই কোডটি বসিয়ে দিলেই চিরতরের জন্য ওই মোবাইল থেকে আপনার একাউন্টটি ডিলেট হয়ে যাবে।


ইমু (Imo) ও ইমু বেটার (Imo Beta) মধ্যে পার্থক্য?


ইমু (Imo) হচ্ছে মূল এপস। আর ইমু বেটা (Imo Beta) এপসগুলো সাধারণত পরীক্ষামূলকভাবে ছাড়া হয়।  ইমুর আগে ইমু বেটা আপডেট করা হয়। সুযোগ সুবিধার দিক দিয়ে Imo Beta অন্যতম।


গুগল প্লেস্টোরে ইমু এপস (Imo Apps):


গুগল প্লেস্টোরে ইমু (Imo) এপসটির রেটিং পয়েন্ট ৪.৩। এ পর্যন্ত ৫০০ মিলিয়নেরও বেশি সংখ্যকবার এপসটি ডাউনলোড করা হয়েছে।

গুগল প্লেস্টোরে ইমু বেটা এপস (Imo Beta Apps):

গুগল প্লেস্টোরে ইমু বেটা (Imo Beta) এপসটির রেটিং পয়েন্ট ৪.৩। এ পর্যন্ত ১০০ মিলিয়নেরও বেশি সংখ্যকবার এপসটি ডাউনলোড করা হয়েছে।


আমি জানি, এই পোষ্টটি সবার জন্য অনেক বেশি প্রয়োজনীয়, তাই আপনাদের নিকট আমার অনুরুধ থাকবে, পোষ্টটির লিংক আপনার পরিচিতদের মাঝে শেয়ার করার জন্য। যাতে তারাও তথ্য চুুুুরির হাত থেকে রক্ষা পায়।
ধন্যবাদ।

2 Comments

  1. https://abulhasan9.blogspot.com/2019/12/blog-post_27.html

    ReplyDelete
  2. অসংখ্য ধন্যবাদ

    ReplyDelete
Previous Post Next Post