ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় জেনে নিন।

ফেসবুকের ভিডিও কিভাবে ডাউনলোড করব? (ভিডিও ডাউনলোড ফর ফেসবুক)

আমরা আমাদের প্রাত্যহিক দিনে যতটুকু সময় অনলাইনে থাকি তার বেশিরভাগ সময়ই ব্যয় করি ফেসবুক ব্রাউজ করে।

বর্তমানে ইউটিউবের মতো ফেসবুকও ভিডিও শেয়ারিং প্লাটফর্মে পরিণত হয়েছে। আর ফেসবুকেও এখন ভিডিও মনিটাইজেসন এর মাধ্যমে টাকা উপার্জনের সুযোগ রয়েছে।

তাই ইউটিউবের মতো ফেসবুকেও প্রতিনিয়ত প্রচুর ভিডিও আপলোড হচ্ছে। অনেক ইউজার ফেসবুকে বেশিরভাগ সময় কাটায় এসব ভিডিও দেখে।

ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সবচেয়ে সহজ উপায় জেনে নিন।

আমাদের ফেসবুক নিউজ ফিডে এবং ফেসবুক Watch অপশনে মাঝে মাঝে এমন ভিডিও চলে আসে যেগুলো আমাদের অনেক ভালো লেগে যায়।

ইচ্ছে করে এসব ফেসবুক ভিডিও ডাউনলোড করে আমাদের ফোনে জমা করে রাখতে। (ফেসবুক স্ট্যাটাস ভিডিও ডাউনলোড)

যাতে আমরা অফলাইনে থাকলেও ইচ্ছে হলে এসব ভিডিও দেখতে পারি।

তবে ফেসবুকে এসব ভিডিও ডাউনলোড করার জন্য কোনো অপশন না থাকায় আমরা তা করতে পারিনা।

অনেকেই আবার ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপস, ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়, ফেসবুক ভিডিও ডাউনলোড লিংক ইত্যাদি লিখে অনলাইনে খোঁজ করে।

অনলাইনে অসংখ্য ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায় বলা আছে।

যেখানে বিভিন্ন ফেসবুক ভিডিও ডাউনলোড সফটওয়্যার এবং ফেসবুক ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইট এর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিবে।

এসব ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম কোনোটা সহজ আবার কোনোটা খুবই জটিল।

তবে আজকের এই আর্টিকেল থেকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সহজ উপায়টিই আপনি জানতে চলেছেন।

আমি চাইলে আপনাকে বিভিন্ন ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার অ্যাপস এর লিংক ধরিয়ে দিতে পারি।

কিন্তু আমরা যদি এসব ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার Download করা ছাড়াও কাজ চালাতে পারি তাহলে এতো কষ্ট করে, ফোনের এমবি খরচ করে কী লাভ?

এবার চলুন ফেসবুক এবং ফেসবুক লাইট থেকে ভিডিও ডাউনলোড করব কিভাবে তা শিখে নেওয়া যাক।

ফেসবুক থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করা যায়? (ভিডিও ডাউনলোড ফ্রম ফেসবুক)

ফেসবুক ভিডিও ফ্রি তে ডাউনলোড করুন নিচে দেওয়া সহজ ৪ টি ধাপ অনুসরণ করে।

ধাপ-১: আপনার ডাউনলোড করতে চাওয়া ফেসবুক ভিডিওর লিংক কপি করে নিন।

আপনার পছন্দের ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য উক্ত ভিডিওর ত্রি ডট মেনুতে ক্লিক করুন।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়।

ত্রি ডট মেনুতে ক্লিক করলে বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেগুলো থেকে Copy Link লেখা অপশনে ক্লিক করলেই ভিডিওটির লিংক কপি হয়ে যাবে।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়।

ধাপ-২: ফেসবুক এর ভিডিও ডাউনলোড করার ওয়েবসাইটে প্রবেশ করুন।

কম্পিউটার কিংবা মোবাইলে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে যেকোনো ব্রাউজারের এড্রেস বারে www.getfvid.com লিখে উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর নিচের চিত্রের মতো দেখতে পাবেন।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়।

এরপর “Enter Facebook Video URL” লেখা ঘরে আপনার কপি করা ফেসবুক ভিডিওর লিংকটি Paste করে দিন। তারপর নিচের Download বাটনে ক্লিক করুন।

ধাপ-৩: ভিডিও কোয়ালিটি নির্বাচন করুন।

Download বাটনে ক্লিক করার পর উক্ত ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য তিনটি অপশন দেখতে পাবেন। যেমনটি নিচের চিত্রে দেখতে পাচ্ছেন।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়।

Download In HD Quality: ভিডিওটি যদি আপনি HD কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিল করুন।

Download In Normal Quality: ভিডিওটি যদি আপনি নরমাল কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিল করুন।

Audio Only: আর যদি আপনি উক্ত ভিডিওটির শুধু অডিও অর্থাৎ mp3 ফাইলে ডাউনলোড করতে চান তাহলে Audio Only অপশনটিতে ক্লিক।

আপনার পছন্দের কোয়ালিটি বাছাই করার পর উক্ত ভিডিও সেই কোয়ালিটিতে চালু হবে।

ধাপ-৪: ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন।

এবার ভিডিওর নিচে ত্রি ডট অপশনে ক্লিক করুন।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়।

তাহলে Download অপশন দেখতে পেবেন।

ফেসবুকের ভিডিও ডাউনলোড করার উপায়।

আর Download লেখায় ক্লিক করলেই ফেসবুক ভিডিও ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড সম্পূর্ণ হলে ভিডিওটি আপনার ডিভাইসের স্টোরেজে গিয়ে জমা হবে।

ফেসবুক এর ভিডিও ডাউনলোড করার জন্য Getfvid ছাড়াও আরো কিছু জনপ্রিয় ওয়েবসাইট হলো:-

০১. fDown.Net

০২. fbDownloader.Net

০৩. SnapSave.App

আশা করি, ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করার এপস ছাড়া কীভাবে খুব সহজেই আপনার পছন্দের ফেসবুক এর ভিডিও ডাউনলোড করতে পারবেন তা শিখে গেলেন।



Post a Comment

Previous Post Next Post