টিকটক আইডির মেইল এড্রেস পরিবর্তন করার নিয়ম।

অতি দ্রুত জনপ্রিয়তা পাওয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো Tiktok অ্যাপ। টিকটক হচ্ছে একটি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।

টিকটকে আমরা ভিডিও বানাই বা না বানাই, ভিডিও দেখার জন্য হলেও আমাদের ফোনে অ্যাপটি ইনস্টল করে রাখি।

অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই টিকটকে ভিডিও দেখে অনেক সময় ব্যয় করে থাকে। টিকটকে ভিডিও দেখতে অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নেই।

তবে আপনি যদি ভিডিও তৈরি করতে চান, কাউকে ফলো করতে চান, কারও ভিডিওতে লাইক-কমেন্ট করতে চান তাহলে অবশ্যই টিকটকে একটি অ্যাকাউন্ট থাকা চাই।

টিকটকে অ্যাকাউন্ট খুলতে মোবাইল নাম্বার অথবা ইমেইলের প্রয়োজন হয়। তবে চাইলে জিমেইল, ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট দিয়েও লগিন করা যায়।

টিকটক আইডির মেইল এড্রেস পরিবর্তন করার নিয়ম।

আমাদের অনেকেরই টিকটক অ্যাকাউন্ট জিমেইল দিয়েই খোলা। তবে কখনো কখনো সে জিমেইল এড্রেস পরিবর্তন করার প্রয়োজন হয় আমাদের।

যেমন, পুরনো যে জিমেইল এড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম সে জিমেইল এড্রেস এখন হয়তো আর ব্যবহার করি না কিংবা অন্য কোনো কারণ।

আবার অনেক সময় ফেসবুক, জিমেইল কিংবা এক্স অ্যাকাউন্ট দিয়ে টিকটক অ্যাকাউন্ট লগিন করে থাকি আমরা। পরবর্তীতে হয়তো সেই টিকটক অ্যাকাউন্টে জিমেইল এড্রেস এড করার প্রয়োজন হয়।

প্রযুক্তি প্রিয়’র আজকের এই আর্টিকেলে আমরা শিখব, কীভাবে টিকটক অ্যাকাউন্টে জিমেইল এড্রেস যুক্ত বা পরিবর্তন করতে পারি এবং কীভাবে আমরা আমাদের ব্যবহৃত জিমেইল এড্রেসটি টিকটক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলতে করতে পারি।

রিমুভ করা জিমেইল এড্রেস দিয়ে আপনি চাইলে পরবর্তীতে নতুন আরেকটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

টিকটক অ্যাকাউন্টের জিমেইল এড্রেস পরিবর্তন করব কীভাবে?

আপনার টিকটক আইডির জিমেইল এড্রেস পরিবর্তন করতে আপনার মোবাইল ফোনে থাকা Tiktok অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করুন। এবং নিচে দেওয়া নির্দেশনাগুলো হুবুহু অনুসরণ করুন।

০১. Tiktok অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর টিকটকের মেনু বারে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন: Home, Inbox, Profile ইত্যাদি।

আপনি এখানে থাকা Profile লেখা অপশনে চলে যান। যেটি মেনুবারের একদম বাম পাশে রয়েছে।

০২. আপনার টিকটক প্রফাইলে প্রবেশ করার পর সবার উপরে ডান পাশে তিনটি রেখা দেখতে পাবেন আপনি তাতে ক্লিক করুন।

০৩. সবার উপরে ডান পাশে তিনটি রেখায় ক্লিক করলে আপনার সামনে কয়েকটি অপশন হাজির হবে। সেখান থেকে আপনি “Settings and privacy” লেখা অপশনে প্রবেশ করুন।

০৪. “Settings and privacy”-তে প্রবেশ করার পর আপনি আরো অনেক অপশন দেখতে পাবেন, যেগুলো দেখার প্রয়োজন নেই আপনার।

আপনি শুধুমাত্র সবার উপরে থাকা Account লেখা অপশনে প্রবেশ করুন। যার ভেতর আপনি আপনার অ্যাকাউন্টের সকল সেটিংস পেয়ে যাবেন।

০৫. এরপর চলে যান “User Information” লেখা অপশনে।

০৬. “User Information” অপশনে প্রবেশ করার পর Email লেখা একটি অপশন দেখতে পাবেন, যার ডান পাশে আপনি আপনার টিকটকে ব্যবহৃত জিমেইল এড্রেসটি দেখতে পাবেন। আপনি তাতে ক্লিক করুন।

Email লেখা অপশনে ক্লিক করলে “Change email” এবং “unlink email” লেখা দুটি অপশন দেখতে পাবেন।

টিকটক আইডির মেইল নাম্বার পরিবর্তন করতে “Change email” লেখা অপশনে প্রবেশ করুন।

আর আপনি যদি চান আপনার ব্যবহৃত জিমেইল এড্রেসটি রিমুভ করে ফেলবেন তাহলে “unlink email” লেখা অপশনে প্রবেশ করুন।

তবে জিমেইল এড্রেস রিমুভ করার জন্য যাওয়ার পূর্বে নিশ্চিত হয়ে নিন আপনার টিকটক অ্যাকাউন্টে ফোন নাম্বার যুক্ত করা আছে কিনা।

জিমেইল এড্রেস পরিবর্তন করতে আপনি নতুন যে জিমেইল এড্রেস দিবেন তাতে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) অর্থাৎ পিনকোড পাঠানো হবে যা দিয়ে আপনার নতুন যুক্ত করতে চাওয়া ইমেইল এড্রেস ভেরিফাই করতে হবে।

আর যদি আপনি আপনার জিমেইল এড্রেস রিমুভ করে ফেলতে চান তাহলেও সে মেইলে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) অর্থাৎ পিনকোড পাঠানো হবে যা দিয়ে আপনার রিমুভ করতে চাওয়া জিমেইল এড্রেসটি ভেরিফাই করতে হবে।

আর যদি আপনার টিকটক অ্যাকাউন্টে কোনো জিমেইল এড্রেস যুক্ত করা না থাকে তাহলে আপনি এখান থেকেই যুক্ত করে নিতে পারেন।

যেমন অনেক সময় আমরা জিমেইল এড্রেস দিয়ে টিকটক অ্যাকাউন্ট খোলার পরিবর্তে ফোন নাম্বার দিয়ে খুলি।

আবার কখনও এক্স বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগিন করি। তখন জিমেইল এড্রেস যুক্ত করা থাকে না। তাই পরবর্তীতে যেকোনো সময় আপনি এখান থেকে যুক্ত করতে পারেন।

তবে আপনি যে জিমেইল এড্রেস যুক্ত করবেন সে জিমেইল এড্রেসটিতে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) অর্থাৎ পিনকোড পাঠানো হবে যা দিয়ে আপনার নতুন যুক্ত করতে চাওয়া জিমেইল এড্রেসটি ভেরিফাই করতে হবে।



Post a Comment

Previous Post Next Post