টিকটকে কীভাবে ম্যাসেজ আসা বন্ধ করবেন বা নিয়ন্ত্রণ করবেন?

অতি দ্রুত জনপ্রিয়তা পাওয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম হলো Tiktok অ্যাপ। টিকটক হচ্ছে একটি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম।

আমরা ভিডিও বানাই বা না বানাই, ভিডিও দেখার জন্য হলেও আমাদের ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল করে রাখি।

অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারীই টিকটকে ভিডিও দেখে অনেক সময় ব্যয় করে থাকে। টিকটকে ভিডিও দেখতে অ্যাকাউন্ট খোলার বাধ্যবাধকতা নেই।

তবে আপনি যদি ভিডিও তৈরি করতে চান, কাউকে ফলো করতে চান, কারও ভিডিওতে লাইক-কমেন্ট করতে চান তাহলে অবশ্যই টিকটকে একটি অ্যাকাউন্ট থাকা চাই।

আর টিকটকে যাদের একটি অ্যাকাউন্ট রয়েছে তারা প্রায়ই একটি কমন সমস্যার সম্মুখীন হোন সেটা হলো অপরিচিত আইডি থেকে ম্যাসেজ আসা।

টিকটকে কীভাবে ম্যাসেজ আসা বন্ধ করবেন বা নিয়ন্ত্রণ করবেন?

বিশেষ করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আপনার টিকটক অ্যাকাউন্টট যদি Public অবস্থায় থাকে তাহলে তো কথাই নেই।

অনেক সময় এমনও হয় আমাদের পরিচিত মানুষজনও আমাদের অসময় ম্যাসেজ পাঠিয়ে বিরক্ত করে।

এবং আপনি হয়তো চান না পরিচিত মানুষজনও আপনাকে টিকটকে কোনো ম্যাসেজ পাঠাতে পারুক। টিকটক হচ্ছে একটি ভিন্নধর্মী বিনোদনমূলক প্লাটফর্ম।

যদি প্রয়োজন হয় তারা আপনার সাথে ইমো, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করবে, টিকটকে কেন! কিন্তু আপনি হয়তো জানেন না এসব সমস্যার সমাধান রয়েছে।

টিকটকে আপনাকে কারা ম্যাসেজ পাঠাতে পারবে আপনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এবং আপনি যদি ইচ্ছে করেন আপনাকে কেউ যেন কোনো ম্যাসেজ পাঠাতে না পারে তাহলে আপনি তাও করতে পারেন।

টিকটকে কীভাবে ম্যাসেজ আসা বন্ধ করবেন বা নিয়ন্ত্রণ করবেন?

আপনার টিকটক অ্যাকাউন্টে ম্যাসেজ পাঠানোর অপশন বন্ধ করতে কিংবা আপনাকে কারা ম্যাসেজ করতে পারবে তা নিয়ন্ত্রণ করতে একটি সেটিং পরিবর্তন করতে হবে।

যা খুবই সহজ একটি কাজ। এরজন্য আপনার ফোনে থাকা Tiktok অ্যাপ্লিকেশনটি খুলুন এবং নিচে দেওয়া নির্দেশনা অনুসরণ করুন।

০১. Tiktok অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর টিকটকের মেনু বারে কয়েকটি আইকন দেখতে পাবেন। যেমন: Home, Inbox, Profile ইত্যাদি।

আপনি এখানে থাকা Profile আইকনে চলে যান। যেটি মেনুবারের একদম বাম পাশে রয়েছে।

০২. আপনার টিকটক প্রফাইলে প্রবেশ করার পর সবার উপরে ডান পাশে ম্যানু আইকন দেখতে পাবেন আপনি তাতে ক্লিক করুন।

০৩. সবার উপরে ডান পাশে ম্যানু আইকনে ক্লিক করলে আপনার সামনে কয়েকটি অপশন এসে হাজির হবে। সেখান থেকে আপনি “Settings and privacy” লেখা অপশনে প্রবেশ করুন।

০৪. “Settings and privacy”-তে প্রবেশ করার পর আপনি আরো অনেক অপশন দেখতে পাবেন, যেগুলো দেখার প্রয়োজন নেই আপনার।

আপনি শুধুমাত্র সবার উপরের দিকে থাকা “Privacy” লেখা অপশনে প্রবেশ করুন। যার ভেতর আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের সকল প্রাইভেসি সেটিংস পেয়ে যাবেন।

০৫. Privacy অপশনে আসার পর কিছুটা নিচের দিকে চলে আসবেন। সেখান থেকে “Massaging” লেখা অপশনে প্রবেশ করবেন।

০৬. এরপর আবার Massaging লেখা অপশনে প্রবেশ করুন।

০৭. Who can send you message? অর্থাৎ আপনাকে কারা ম্যাসেজ করতে পারবে তা এখান থেকে আপনি নির্বাচন করে দিতে পারবেন।

এখানে ৪টি অপশন আপনাকে দেওয়া হবে। কোন অপশন নির্বাচন করলে কারা ম্যাসেজ করতে পারবে আর কারা ম্যাসেজ করতে পারবে না চলুন তা বিস্তারিত জেনে নেওয়া যাক।

  • Everyone: আপনার টিকটক অ্যাকাউন্ট যদি পাবলিক অবস্থায় থাকে তাহলে আপনি ডিফল্ট ভাবে Everyone অপশনটিই নির্বাচন অবস্থায় দেখতে পাবেন। এটি নির্বাচন করা থাকলে টিকটকে যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের যেকেউ চাইলেই আপনাকে ম্যাসেজ পাঠাতে পারবে, আপনি তাকে চিনেন বা না নিচেন।
  • Suggested friends: এই অপশনটি নির্বাচন থাকা অবস্থায় আপনার ফ্রেন্ড এবং ফলোয়ার ছাড়াও যাদের টিকটক আইডি সাজেসটেড ফ্রেন্ডস হিসেবে দেখানো হয় তারা আপনাকে ম্যাসেজ করতে পারবে।
  • Friends: এই অপশনটি নির্বাচন থাকা অবস্থায় কেবলমাত্র আপনার টিকটক ফ্রেন্ডরাই আপনাকে ম্যাসেজ পাঠাতে পারবে। এখন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, টিকটকে কারা আপনার ফ্রেন্ড? যারা আপনাকে Follow করেছে আপনি যদি তাদেরকে Follow Back করে থাকেন এবং আপনি যাদেরকে Follow করেছেন তারা যদি আপনাকে Follow Back করে থাকে তারাই আপনার টিকটক ফ্রেন্ড। যদি এমন হয় আপনি কাউকে Follow করেছেন কিন্তু সে আপনাকে Follow Back করেনি কিংবা কেউ আপনাকে Follow করেছে কিন্তু আপনি তাকে Follow Back করেননি তাহলে আপনারা ফ্রেন্ড নন। অর্থাৎ টিকটকে ফ্রেন্ড হতে হলে দুজন দুজনকে Follow করতে হবে।
  • No One: এই অপশনটি নির্বাচন থাকা অবস্থায় কেউ আপনাকে ম্যাসেজ পাঠাতে পারবে না।

উপরে ৪টি অপশন সম্পর্কে বিস্তারিত জানার পর আপনার সিদ্ধান্ত আপনি কোন অপশনটি নির্বাচন করবেন।

আপনার পছন্দের অপশনটি নির্বাচন করার পর পরবর্তীতে যেকোনো সময় তা পরিবর্তন করতে পারবেন। আর পরিবর্তন করার নিয়মও একই।

কোনো জিজ্ঞাসা থাকলে আপনার জন্য নিচের মন্তব্য ঘরটি উন্মুক্ত রাখা হলো।


Post a Comment

Previous Post Next Post