সৌদি আরবের Nafath অ্যাপে কীভাবে লগিন করতে হয়?

আপনি যদি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে Nafath অ্যাপের কথা নিশ্চয় শুনেছেন। সৌদি আরবের যেকোনো সরকারি ডেটা পোর্টাল অ্যাক্সেস করার জন্য, আপনাকে Nafath অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস অনুমোদন করতে হয়।

প্রবাস বেলার আজকের এই আর্টিকেল থেকে আপনি জানতে চলেছেন, আপনার মোবাইলে Nafath অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে রেজিষ্ট্রেশন এবং কীভাবে লগিন করবেন।

সৌদি আরবের Nafath অ্যাপে কীভাবে লগিন করতে হয়?

মোবাইলে Nafath অ্যাপ ডাউনলোড করার নিয়ম।

আপনি যদি এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে Play Store-এ গিয়ে Nafath লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। যেখান থেকে ইনস্টল করে নিবেন।

আর আপনি যদি আইফোন মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে App Store-এ গিয়ে Nafath লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। যেখান থেকে ইনস্টল করে নিবেন।

অথবা গুগলে গিয়ে "Nafath app" লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। যেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন।

তবুও আপনাদের সুবিধার কথা চিন্তা করে এন্ড্রয়েড ও আইফোনের জন্য Nafath অ্যাপের ডাউনলোড লিংক নিচে দিয়ে দেওয়া হলো। আপনি তাতে ক্লিক করেই খুব সহজেই অ্যাপটি পেয়ে যাবেন। যেখান থেকে ইনস্টল করে নিবেন।

Nafath অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন?

Nafath অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাপটি ওপেন করুন এবং নিচে দেওয়া নির্দেশনা অনুসরণগুলো করুন।

০১. অ্যাপটিতে প্রথমবার প্রবেশ করলে Login এবং Settings নামে দুটি অপশন দেখতে পাবেন। আপনি Login লেখা অপশনে প্রবেশ করুন।

সৌদি আরবের Nafath অ্যাপে কীভাবে লগিন করতে হয়?

০২. Login বাটনে ক্লিক করলে লগিন করার পেইজে প্রবেশ করবেন। এখানে আপনি আপনার ইকামা নম্বর এবং Absher এর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

সৌদি আরবের Nafath অ্যাপে কীভাবে লগিন করতে হয়?

০৩. আপনার মোবাইল নম্বরে একটি পিন কোড আসবে তা বসিয়ে দিন।

সৌদি আরবের Nafath অ্যাপে কীভাবে লগিন করতে হয়?

০৪. পরবর্তী ধাপে ৬ সংখ্যার একটি পিন কোড তৈরি করতে হবে।

সৌদি আরবের Nafath অ্যাপে কীভাবে লগিন করতে হয়?

০৪. এরপরের ধাপে "Get ready for face verification" লেখা দেখতে পাবেন। যেখানে আপনার ফেস ভেরিকেশন করতে বলা হবে। আপনি তার নিচে Next বাটন দেখতে পাবেন।

সৌদি আরবের Nafath অ্যাপে কীভাবে লগিন করতে হয়?

Next বাটনে ক্লিক করলে আপনার ফোনের সামনের ক্যামেরা চালু হয়ে যাবে। সেখানে আপনার চেহারা (Face) ক্যান করতে হবে।

আপনার কাজ শেষ, Nafath অ্যাপে আপনার অ্যাকাউন্ট এখন একটিভ। পরবর্তীতে Nafath অ্যাপে লগিন করতে আপনার ইকামা নম্বর এবং Absher এর পাসওয়ার্ড প্রয়োজন পড়বে শুধু।

Nafath অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস এপ্রুভ করবেন যেভাবে।

আপনি যখনই সৌদি সরকার দ্বারা পরিচালিত কোনো ডেটা পোর্টাল অ্যাক্সেস করবেন, তারা আপনাকে Nafath অ্যাপের মাধ্যমে আপনার অ্যাক্সেস এপ্রুভ করতে বলবে।

Nafath অ্যাপের মাধ্যমে কোনো অ্যাক্সেস রিকোয়েস্ট এপ্রুভ করার জন্য Nafath অ্যাপটি খুলুন এবং নিচে দেওয়া নির্দেশনাগুলো অনুসরণ করুন।

Nafath অ্যাপ্লিকেশনটি ডেটা পোর্টাল থেকে প্রাপ্ত রিকোয়েস্ট নিজে থেকে স্ক্যান করবে।

০১. আপনি Accept বাটনে ক্লিক করুন।

০২. সরকারি ডেটা পোর্টাল ওয়েবসাইটে দেওয়া একই সংখ্যাগুলি নির্বাচন করুন।

০৩. Nafath অ্যাপ প্রথম বার একটিভেট করার সময় যে পিন নম্বর দিয়েছিলেন তা লিখুন।

আপনার কাজ শেষ, এখন আপনি আপনার কাংখিত অ্যাপ/পোর্টাল ওয়েবসাইটটি এক্সেস এর জন্য অনুমতি পেয়ে গেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন