সৌদি আরবে আপনার নামে কয়টি সিম কেনা করা হয়েছে তা চেক করবেন যেভাবে।

সৌদি আরবে আপনার ইকামা দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে তা চেক করবেন যেভাবে।

সৌদি আরবে বসবাস করার সময়, আপনার কোনো নতুন সিম কেনার প্রয়োজন হতে পারে। কিন্তু আপনি যখন কোনো সিম কোম্পানির অফিসে যান তখন আপনি জানতে পারেন যে, আপনি কোনো সিম কার্ড কিনতে পারবেন না কারণ আপনার ইকামায় ইতিমধ্যেই অনেক সিম নিবন্ধিত আছে।

অথবা, আপনি একটি সিম কার্ড ব্যবহার করছেন এবং হঠাৎ করেই তা বন্ধ হয়ে গেছে। আপনার কোনো ধারণা নেই কী ভুল হয়েছে এবং তারপর আপনি জানতে পারবেন যে, সিম কোম্পানি সিমটি ব্লক করেছে কারণ এটি আপনার নামে নিবন্ধিত ছিল না। আপনার বিরক্তি এবং রাগান্বিত বোধ করা ছাড়া আর কী করার আছে?

তাই এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনার ইকামাতে কতগুলি সিম কার্ড নিবন্ধিত আছে তা চেক করে নেওয়া অতি জরুরী।

কারণ কিছু প্রতারক চক্র রয়েছে যাদের কাজ হচ্ছে আপনার আমার ইকামা দিয়ে সিম নিবন্ধন করে তা আবার বেশি টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়া।

সৌদি আরবে আপনার ইকামা দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে তা চেক করবেন যেভাবে।

আপনি কি জানেন, আপনার ইকামা দিয়ে কতগুলো সিম নিবন্ধন করা? যদি না জেনে থাকেন তাহলে পড়তে পারেন বিপদে। এবং পড়তে পারেন বড় ধরনের জরিমানার মুখে। 

আপনি যদি আপনার নামে কোনো সিম কার্ডের মালিক না হন কিন্তু সন্দেহ করেন যে, অন্য কেউ এটি ব্যবহার করতে পারে তাহলেও আপনি তা চেক করে দেখতে পারেন।

আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করে নিতে পারেন আপনার ইকামা দিয়ে কতগুলো সিম কার্ড নিবন্ধন করা আছে।

সিম কোম্পানিগুলো তাদের নেটওয়ার্কে আপনার নামের সিমগুলো চেক করার জন্য SMS পরিষেবা প্রদান করে৷ প্রবাস বেলার আজকের এই আর্টিকেল থেকে আমরা জানব, সৌদি আরবে আমাদের ইকামা দিয়ে কতগুলো সিম কার্ড নিবন্ধন করা আছে তা কী কী উপায়ে চেক করতে পারি।

ওয়েবসাইটের মাধ্যমে চেক করতে পারেন। (পদ্ধতি-১)

০১. আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার খুলুন এবং নিচের লিংকে প্রবেশ করুন। https://mutasilind.cst.gov.sa/Arqami/Inquiry

০২. ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর উপরের বাম দিকে মেনু আইকন দেখতে পাবেন তাতে ক্লিক করুন।

সৌদি আরবে আপনার ইকামা দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে তা চেক করবেন যেভাবে।

০৩. ওয়েবসাইটটির ভাষা ইংরেজি নির্বাচন করুন।

সৌদি আরবে আপনার ইকামা দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে তা চেক করবেন যেভাবে।

০৪. এরপর ওয়েবসাইটটিতে নিচের তথ্যগুলো লিখুন।

সৌদি আরবে আপনার ইকামা দিয়ে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে তা চেক করবেন যেভাবে।

Person ID: আপনার ইকামার নম্বর লিখুন।

Date of Birth: ইকামাতে থাকা আপনার জন্মতারিখটি লিখুন।

Do you have mobile number?:

এখানে জানতে চাওয়া হবে আপনার কোনো মোবাইল নাম্বার আছে কিনা। যদি না থাকে তাহলে No অপশন সিলেক্ট করে দিন। আর যদি থাকে তাহলে Yes সিলেক্ট করে আপনার ব্যবহৃত ফোন নাম্বারটি বসিয়ে দিন। এরপর ক্যাপচা এন্ট্রি করে Enquire লেখা বাটনে ক্লিক করুন।

০৫. এরপর আপনার ফোন নাম্বারে একটি পিন কোড পাঠানো হবে আপনি তা বসিয়ে Agree বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার ইকামা দিয়ে কতগুলো সিম কার্ড নিবন্ধন করা আছে এবং সেগুলোর নাম্বার কী।

অ্যাপ ব্যবহার করে সিম চেক করুন। (পদ্ধতি-২)

CST/CITC অ্যাপ ব্যবহার করে আপনার ইকামাতে কতগুলো সিম কেনা হয়েছে তা চেক করা সহজ, সময় সাশ্রয়ী এবং সুবিধাজনক। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য উপলব্ধ এবং সংশ্লিষ্ট স্টোর থেকে ডাউনলোড করা যাবে। অ্যাপটি ইন্সটল করার পর নিচের পদ্ধতি অবলম্বন করুন।

০১.  CST অ্যাপ খুলুন।

০২. ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

০৩. OTP লিখুন এবং Continue বাটনে ক্লিক করুন।

০৪. "Argami"তে ক্লিক করুন

০৫. পরবর্তী পেইজে আপনার ইকামাতে নিবন্ধিত সকল সিম নম্বর দেখাবে।

SMS এর মাধ্যমে চেক করা। (পদ্ধতি-৩)

এই পদ্ধতিতে, আপনি আপনার সেলুলার নেটওয়ার্কে SMS এর মাধ্যমে একটি USSD কোড পাঠাতে পারেন। কোম্পানি তার নেটওয়ার্কে আপনার ইকামার অধীনে নিবন্ধিত নম্বরগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে।

আপনি যদি একজন Sawa STC ব্যবহারকারী হন, তাহলে 9988 লিখে 900 নম্বরে একটি SMS পাঠান।

Mobily গ্রাহকরা, 616166 নম্বরে একটি ফাঁকা SMS পাঠান।

Zain গ্রাহকরা, 700123 নম্বরে একটি ফাঁকা SMS পাঠান।

Lebara গ্রাহকেরা ‘ID’ লিখে 1755 নম্বরে SMS পাঠান।

Virgin Mobile গ্রাহকেরা, 309985 নম্বরে একটি ফাঁকা SMS পাঠান।

টেলিকম এবং তথ্য প্রযুক্তি কোম্পানি MVNO-এর জন্য Etihad Jawra-এর ব্যবহারকারীরা, 'ID' লিখে 1755 নম্বরে SMS পাঠান।

তাহলে আপনি একটি ম্যাসেজ পাবেন যা নিশ্চিত করবে যে, আপনার সেই নেটওয়ার্কে কতগুলো সিম রয়েছে৷

উদাহরণস্বরূপ, আপনি যদি একজন Mobily গ্রাহক হন, তাহলে 616166 নম্বরে একটি ফাঁকা এসএমএস পাঠালে, আপনাকে আপনার ইকামাতে Mobily নেটওয়ার্কে নিবন্ধিত সিমগুলো সম্পর্কে তথ্য প্রদান করবে।

কাস্টমার কেয়ার হেল্পলাইনে কল করার মাধ্যমে। (পদ্ধতি-৪)

প্রতিটি সেলুলার নেটওয়ার্ক তাদের গ্রাহকদের আরও ভালো পরিষেবা প্রদানের জন্য একটি কাস্টমার কেয়ার হেল্পলাইন প্রদান করে। আপনি তাদের কল করে আপনার ইকামাতে নিবন্ধনকৃত সিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইতে পারেন।

Mobily কাস্টমার কেয়ার: 1100। অন্যান্য নেটওয়ার্ক ব্যবহারকারীরা 0560101100 ডায়াল করতে পারেন।

Zain কাস্টমার কেয়ার: 959। আপনি অন্যান্য নেটওয়ার্ক থেকে 0590000959 ডায়াল করতে পারেন।

Friendi কাস্টমার কেয়ার: 166000 এবং 0571166000

STC কাস্টমার কেয়ার: 900 অথবা, 114555555 ডায়াল করুন।

Lebara কাস্টমার কেয়ার: 1755 বা 0576001755

Virgin Mobile কাস্টমার কেয়ার: 1789

সৌদি আরবে একটি ইকামা দিয়ে কয়টি সিম কেনা যায়?

আপনি সৌদি আরবে আপনার ইকামাতে ২টি প্রিপেইড সিম এবং ৫টি পোস্টপেইড সিম কিনতে পারেন৷ উল্লিখিত সীমাটি ভয়েস, কলিং সিমের জন্য। তবে, আপনি যত খুশি ইন্টারনেট ডেটা সিম কিনতে পারেন। কোনো বিধিনিষেধ নেই।

আপনার নামে কোন কোন নম্বর নিবন্ধিত আছে তা জানার পরে, আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন, যেমন সিম বাতিল করা বা নম্বরটি পুনরায় ইস্যু করা। আপনার ইকামাতে নিবন্ধন করা সিম কীভাবে বাতিল করবেন তা জানতে টেক রবিন ব্লগের এই আর্টিকেলটি পড়ে আসতে পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন