বর্তমানে অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য গোপন রাখা খুবই জরুরি। ফেসবুকে কিছু সেটিংসের মাধ্যমে আপনার ফেসবুক প্রফাইলের বিভিন্ন তথ্য গোপন রাখতে পারবেন।
আমরা যখন নতুন ফেসবুক অ্যাকাউন্ট চালু করি তখন সেটির ফ্রেন্ড লিস্ট পাবলিক অবস্থায় থাকে।
এরফলে আমরা ফেসবুকে কাদেরকে ফ্রেন্ড বানিয়েছি তা যেকোনো ফেসবুক ব্যবহারকারীই খুব সহজেই দেখে নিতে পারে।
আপনি যদি অনলাইনে আপনার ব্যাক্তিগত তথ্যের গোপনীয়তার কথা চিন্তা করেন, তাহলে আপনার ফেসবুক প্রফাইলের ফ্রেন্ড লিস্ট হাইড করা জরুরী।
কারণ, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট থেকেও আপনার অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে অন্যেরা।
তবে, আপনি চাইলে খুব সহজেই ফেসবুক ফ্রেন্ড লিস্ট লুকিয়ে ফেলতে বা হাইড করে রাখতে পারবেন।
যার ফলে আপনি ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ডের তালিকা আর কেউ দেখতে পারবে না।
তবে আপনি যদি না জানেন, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করে কিভাবে, তাহলে আপনার জন্য আজকের এই টিউটোরিয়াল।
ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড করার নিয়ম।
আপনার ফেসবুক প্রফাইলের ফ্রেন্ড লিস্ট হাইড করতে যেকোনো ডিভাইস থেকে ফেসবুকে প্রবেশ করুন এবং নিচে থাকা নির্দেশনাগুলো অনুসরণ করুন।
০১. ফেসবুকে প্রবেশ করার পর ডান পাশের ম্যানু অপশনে ক্লিক করুন।
০২. এরপর “Settings & privacy” থেকে Settings অপশনে প্রবেশ করুন।
০৩. সেটিংস অপশনে প্রবেশ করার পর “How People Can Find and Contact You” লেখা অপশন খোঁজে বের করুন এবং তাতে প্রবেশ করুন।
০৪. এরপর, “Who can see your friends list” লেখা অপশনের ডান পাশের ড্রপ ডাউন ম্যানু দেখতে পারবেন তাতে ক্লিক করুন।
০৫. এবার দেখুন বেশ কিছু অপশন চলে এসেছে। আপনার ফ্রেন্ড লিস্ট যাকে বা যাদেরকে দেখাতে চান, তা নির্বাচন করুন। এরজন্য নিচের যেকোনো একটি অপশন বেছে নিন।
- Public: আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট “Public” থাকা মানে সবাই তা দেখতে পারবে।
- Friends: আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট “Friends” থাকা মানে শুধুমাত্র আপনার ফেসবুক বন্ধুরাই তা দেখতে পারবে।
- Friends except: আপনি যদি চান আপনার “ফেসবুক ফ্রেন্ড লিস্ট” আপনার নির্দিষ্ট কিছু ফ্রেন্ড ছাড়া বাকি সবাই দেখুক তাহলে এখান থেকে সেসকল ফ্রেন্ডদের বাছাই করে দিন।
- Specific friends: কোন কোন ব্যক্তি আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে, আপনি তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর বাকি যারা আছে তাদের নিকট আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট হাইড অবস্থায় থাকবে।
- Only Me: শুধুমাত্র আপনি আপনার নিজের ফেসবুক ফ্রেন্ডলিস্ট দেখতে পাবেন। আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। অর্থাৎ আপনি যদি আপনার ফেসবুক Friend লিস্ট গোপন রাখতে চান তাহলে “Only Me” অপশন বাছাই করুন।
এই অপশনগুলোর মধ্য হতে আপনার পছন্দ অনুযায়ী অপশন বাছাই করে নিন।
উল্লেখ্য, আপনি আপনার নিজের ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্ট হাইড করলেও, কয়েকটি উপায়ে ফেসবুকে কে কার ফ্রেন্ড তা জানা সম্ভব।
যেমন: আপনার সাথে কোনো ব্যক্তির মিউচুয়াল ফ্রেন্ড (Mitual Friend) থাকলে, তা ফ্রেন্ড লিস্ট হাইড থাকলেও দেখাবে।
এছাড়াও, আপনার ফ্রেন্ড লিস্ট হাইড থাকলেও, আপনার বন্ধুর ফ্রেন্ড লিস্ট পাবলিক থাকতে পারে। সেখান থেকে আপনি সেই ব্যক্তির সাথে ফেসবুকে ফ্রেন্ড অবস্থায় আছেন তা জানা সম্ভব।