আপনি চাইলে আপনার ফেসবুক প্রফাইলে আপনার Nickname অর্থাৎ আপনার ডাক নাম যুক্ত করতে পারবেন। এবং যা আপনার ফেসবুক প্রফাইলে নামের পাশে লেখা থাকবে।
আমাদের অনেকেরই একাধিক নাম থাকে। আপনি সেগুলোও আপনার ফেসবুক প্রফাইলে যুক্ত করতে পারবেন।
ফেসবুক আইডিতে নিক নেইম যুক্ত করা খুবই সহজ একটি বিষয়। কিন্তু যারা জানেন না তাদের জন্যই প্রযুক্তি প্রিয়’র আজকের এই টিউটোরিয়াল। আপনাদের বুঝানোর সুবিধার্থে এখানে প্রতিটি ধাপ চিত্র সহ বর্ণনা করবো।
ফেসবুক প্রফাইলে নিক নেইম যুক্ত করার নিয়ম।
আপনার ফেসবুক প্রফাইলে নিক নেইম যুক্ত করতে Facebook আপনার অ্যাকাউন্টটি লগিন করে নিন।
আর যদি আগে থেকেই আপনার অ্যাকাউন্টটি লগিন অবস্থায় থাকে তাহলে তো কথাই নেই।
০১. এরপর চলে যান আপনার ফেসবুক প্রফাইলে।
০২. আপনার ফেসবুক প্রফাইল থেকে “Edit Public Details” লেখা অপশনটিতে ক্লিক করুন।
০৩. এরপর “Edit your About info” লেখা অপশনটিতে ক্লিক করুন।
০৪. Other names এর অধীনে থাকা “Add other name” লেখা অপশনে ক্লিক করুন।
০৫. এরপর Name লেখা ঘরে আপনি যে নামটি নিক নেইম হিসেবে সেট করতে চান তা লিখে দিন।
০৬. “Show at top of profile” লেখা অপশনটিতে টিক দিয়ে দিন। তাহলে ফেসবুক প্রফাইলে আপনার নামের পাশে নিক নেইমও দেখানো হবে।
০৭. এবং সর্বশেষ Save বাটনে ক্লিক করুন।
Save করার পর আপনি আপনার ফেসবুক প্রফাইলে চলে আসুন। দেখুন আপনার ফেসবুক নামের সাথে নিকনেইমও দেখানো হচ্ছে। আর যদি না দেখতে পান তাহলে পেইজটি রিলোড করুন।