সৌদি আরবে খোলা হচ্ছে মদের দোকান!

 

সৌদি আরবে খুলা হচ্ছে মদের দোকান!

সৌদি আরবে মদ নিষিদ্ধ হওয়ায় সেখানে নন এলকোহলিক মকটেলের বেশ চাহিদা রয়েছে। তবে কিছু দিনের মধ্যেই সৌদি আরবে দেশটির প্রথম মদের দোকান চালু হওয়ার কথা। সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে কিছু দিনের মধ্যে রিয়াদে তারা একটি মদের দোকান খুলবে।

যেখান থেকে নির্দিষ্ট কিছু অমুসলিম বিদেশি মদ কিনতে পারবে।রিয়াদের ঐ মদের দোকান থেকে মদ কিনতে পারবেন কুটনৈতিক দায়িত্বে থাকা বিদেশিরা। এতদিন এই কুটনৈতিকরা মদ আনতেন বিশেষ ভাবে আমদানি করা প্যাকেজের মাধ্যমে।

এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে ৭০ বছরের মধ্যে প্রথমবার দেশটিতে প্রকাশ্যে মদ বিক্রি হবে।সৌদি কর্তৃপক্ষ বলছে এই দোকান চালু হলে অবৈধভাবে মদ আমদানি বন্ধ হবে। সৌদি আরবে ১৯৫২ সাল থেকে মদ নিষিদ্ধ।

সংবাদসংস্থাগুলোর কাছে আসা নথি অনুযায়ী রিয়াদের মদের দোকানটি হবে সেখানকার কুটনৈতিক স্থাপনাগুলো যে এলাকায় রয়েছে সেখানে।আর এই দোকান পরিচালনার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হবে বলে জানা যাচ্ছে।

দোকান থেকে মদ কিনতে হলে কুটনৈতিকদের প্রথমে নাম রেজিস্ট্রার করতে হবে এবং তারপর সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে।২১ বছরের কম বয়সী ব্যক্তি মদের দোকানে প্রবেশ করতে পারবে না। দোকানে প্রবেশ করতে যথাযথ পোশাক পরিহিত হবে।

মদ কেনার জন্য অনুমোধিত ব্যক্তি অন্য কাউকে দিয়ে মদ কেনাতে পারবে না।যেমন: ড্রাইভার বা সহকারী কোনো কুটনৈতিকের জন্য মদ কিনতে পারবে না।

সৌদি আরবের আগের আইন অনুযায়ী অনুমোদন ছাড়া কোনো বিদেশি ব্যক্তি সাথে মদ রাখলে বা জনসম্মুখে মদ পান করলে জরিমানা, জেল বা তাকে নিজ দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি দেওয়া হতো।

সৌদি আরবে খোলা হচ্ছে মদের দোকান!


মদ বিষয়ক নতুন আইনে বলা হয়েছে যে, অবৈধ লেনদেন বন্ধ করার উদ্দেশ্যে বিদেশীদের জন্য নির্দিষ্ট পরিমাণ মদ রাখার অনুমতি দেওয়া হবে। তবে শুধু অনুমোদিত কুটনৈতিকরাই অনুমতি পাবেন নাকি সব বিদেশিরাই পাবে তা পরিষ্কার করে বলা হয়নি।

প্রতি মাসে কী পরিমাণ মদ কেনা যাবে তার একটি নির্দিষ্ট মাত্রা দেওয়া থাকবে। নিবন্ধিত ক্রেতারা মাসে '২৪০ পয়েন্ট' এর সমপরিমাণ মদ কিনতে পারবেন। পয়েন্ট ব্যবস্থায় এক লিটার মদের জন্য ছয় পয়েন্ট, এক লিটার ওয়াইনের জন্য তিন পয়েন্ট, এক লিটার বিয়ারের জন্য এক পয়েন্ট হিসেব করা হবে।

ঐ অঞ্চলের আরও কিছু দেশে এ ধরনের আইন রয়েছে। সংযুক্ত আরব আমিরাত আর কাতারে ২১ বছর বয়সের বেশি অমুসলিমরা হোটেল, ক্লাব আর বার থেকে মদ কিনতে পারে।সৌদি আরব মদ বিষয়ক আইনে যে পরিবর্তন এনেছে সেটিতে তাদের ভিশন ২০৩০ এর মূলনীতিরও প্রতিফলিত হয়।

সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান এই ভিশন ২০৩০ অনুযায়ী মদ বিষয়ক আইন পরিবর্তন করেছেন। বর্তমানে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরবকে আধুনিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সৌদি কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে

২০১৬ সালে সৌদি যুবরাজ তার ভিশন ২০৩০ প্রকাশ করেন, যেই পরিকল্পনায় বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের বিষয়টি উঠে আসে। সে বছরই সৌদি আরবে সিনেমা ও কনসার্টের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে নারীদের গাড়ি চালানোরও অনুমতি দেওয়া হয় এবং নারীদের পোশাকের বাধ্যবাধকতাও শিথিল করা হয়। যুবরাজ মুহাম্মদ এরইমধ্যে সৌদি আরবের ইসলামি পুলিশ বাতিল করেছেন।

সূত্র: BBC News বাংলা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন